সীমান্ত এক্সপ্রেস ট্রেনের নতুন সময়সূচী ও ভাড়া ২০২৫

সীমান্ত এক্সপ্রেস ট্রেন খুলনা জংশন স্টেশন হতে চিলাহাটি জংশন স্টেশন পর্যন্ত নিয়মিত চলাচল করে থাকে। এই ট্রেনের সাপ্তাহিক বন্ধের দিন সোমবার। এই সীমান্ত এক্সপ্রেস ট্রেনের সময়সূচী, কোথায় আছে, কোন কোন স্টেশনে থামে এসব সহ বিস্তারিত তথ্য তুলে ধরা হবে।

সীমান্ত এক্সপ্রেস ট্রেনের সময়সূচী
সীমান্ত এক্সপ্রেস ট্রেনের সময়সূচী

খুলনা টু চিলাহাটি এই রোডটি প্রায় ৪৪৬ কিলোমিটার। তাই এই বিশাল পথ পাড়ি দিতে সীমান্ত এক্সপ্রেস ট্রেনের প্রায় সাড়ে নয় ঘণ্টা সময় লাগে।

সীমান্ত এক্সপ্রেস ট্রেনের সময়সূচী

নতুন সময়সূচি অনুসারে সীমান্ত এক্সপ্রেস ট্রেন খুলনা জংশন স্টেশন ছেড়ে যায় রাত ৯ঃ১৫ মিনিটে। তারপর নির্দিষ্ট স্টেশনে যাত্রা বিরতি শেষে চিলাহাটি জংশন স্টেশনে পৌঁছায় সকাল ৬ঃ৪৫ মিনিটে। অপরদিকে,

  • ফিরতি পথে চিলাহাটি জংশন স্টেশন ছেড়ে যায় সন্ধ্যা ছয়টা ত্রিশ মিনিটে এবং পক্ষান্তরে খুলনা জংশন স্টেশনে পৌঁছায় ভোর চারটা দশ মিনিটে।

চিলাহাটি টু খুলনা সীমান্ত এক্সপ্রেস ট্রেনের সময়সূচী

স্টেশনের নামসময়সূচী
চিলাহাটি জংশনসন্ধ্যা ০৬:৩০ মিনিট
ডোমারসন্ধ্যা ০৬:৪৮ মিনিট
নীলফামারীসন্ধ্যা ০৭:১০ মিনিট
সৈয়দপুরসন্ধ্যা ০৭:২৯ মিনিট
পার্বতীপুরসন্ধ্যা ০৭:৫০ মিনিট
ফুলবাড়ীরাত ০৮:৩০ মিনিট
বিরামপুররাত ০৮:৪২ মিনিট
জয়পুরহাটরাত ০৯:১৫ মিনিট
আক্কেলপুররাত ০৯:৩১ মিনিট
সান্তাহাররাত ১০:০০ মিনিট
নাটোররাত ১০:৪০ মিনিট
ঈশ্বরদীরাত ১১:২০ মিনিট
ভেড়ামারারাত ১২:০০ মিনিট
পুড়াদহরাত ১২:২১ মিনিট
আলমডাঙ্গারাত ১২:৪০ মিনিট
চুয়াডাঙ্গারাত ০১:০০ মিনিট
দর্শনা হল্টরাত ০১:২৪ মিনিট
কোটচাঁদপুররাত ০১:৫০ মিনিট
মোবারকগঞ্জরাত ০২:০৫ মিনিট
যশোররাত ০২:৪১ মিনিট
নোয়াপাড়াভোর ০৩:১৩ মিনিট
দৌলতপুরভোর ০৩:৪১ মিনিট
খুলনা জংশনভোর ০৪:১০ মিনিট
সীমান্ত এক্সপ্রেস ট্রেনের সময়সূচী ২০২৫

এই ট্রেনটি এই সকল অঞ্চলের মানুষজনের জন্য অন্যতম ভরসার একটি ট্রেন। এই ট্রেনের সময়সূচীও বেশ চমৎকার। সন্ধায় ট্রেনে উঠে সারারাত ঘুমিয়ে সকালে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছানো যাবে। তবে যাত্রাপথে বাইরের অপরূপ দৃশ্য দেখা থেকে বঞ্চিত হতে হবে এটা সত্য।

জেনে নিনঃ চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের সময়সূচি

খুলনা টু চিলাহাটি সীমান্ত এক্সপ্রেস ট্রেনের সময়সূচী

স্টেশনের নামনতুন সময়সূচী
খুলনা জংশনরাত ৯ঃ১৫ মিনিট
দৌলতপুররাত ৯ টা ২৭ মিনিট
নোয়াপাড়ারাত ৯ টা ৫২ মিনিট
যশোররাত ১০টা ২৩ মিনিট
মোবারকগঞ্জরাত ১০ টা ৫৪ মিনিট
কোটচাঁদপুররাত ১১ টা ০৮ মিনিট
দর্শনা হল্টরাত ১১ টা ৩৫ মিনিট
চুয়াডাঙ্গারাত ১১ টা ৫৭ মিনিট
আলমডাঙ্গারাত ১২ টা ১৬ মিনিট
পোড়াদহরাত ১২ টা ৩৪ মিনিট
ভেড়ামারারাত ১২ টা ৫৪ মিনিট
ঈশ্বরদীরাত ০১ টা ২০ মিনিট
নাটোররাত ০২ টা ০৭ মিনিট
সান্তাহারভোর ০৩ টা ০৫ মিনিট
আক্কেলপুরভোর ০৩ টা ৩০ মিনিট
জয়পুরহাটভোর ০৩ টা ৪৬ মিনিট
বিরামপুরভোর ০৪ টা ১৭ মিনিট
ফুলবাড়ীভোর ০৪ টা ৩০ মিনিট
পার্বতীপুরভোর ০৪ টা ৫০ মিনিট
সৈয়দপুরসকাল ০৫ টা ১৭ মিনিট
নীলফামারীসকাল ০৫ টা ৪১ মিনিট
ডোমারসুকাল ০৬ টা ০১ মিনিট
চিলাহাটিসকাল ০৬ টা ৪৫ মিনিট
Simanto Express Train Schedule 2025

সীমান্ত এক্সপ্রেস চালু হয় ১৯৯৪ সালের ৬ ডিসেম্বর। এটি প্রথম চালু হয়েছিল খুলনা-ঢাকা রুটের ট্রেন সেবাকে আরও উন্নত করার লক্ষ্যে। নামটি রাখা হয়েছে “সীমান্ত” কারণ খুলনা সীমান্তবর্তী জেলা হওয়ায় ট্রেনটির নামকরণ সেই প্রেক্ষিতে করা হয়।

সীমান্ত এক্সপ্রেস ট্রেন এখন কোথায়

ট্রেনের অবস্থান জানতে ০১৯২৩ ৬৩ ৮৭৭১ এই নম্বরে হোয়াটসঅ্যাপ করুন। অথবা আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন TR তারপর ট্রেনের কোডটি লিখে পাঠিয়ে দিন ১৬৩১৮ এই নম্বরে। পরবর্তী এসএমএস এর মাধ্যমে ট্রেনের বর্তমান অবস্থান জানিয়ে দেওয়া হবে।

আরও একটি উপায় হল গুগল প্লে স্টোর থেকে BR Exploler এই অ্যাপটি ডাউনলোড করে নিতে হবে। তারপর লগইন করে যে কোন ট্রেনের বর্তমান অবস্থান এবং ট্রেন কোথায় আছে তা জানতে পারা যাবে।

সীমান্ত এক্সপ্রেস ট্রেনের ভাড়া

খুলনা স্টেশন থেকে চিলাহাটি পর্যন্ত এই ট্রেনের সুবন চেয়ার সিটের ভাড়া ৫৭৫ টাকা, স্নিগ্ধা ১০০৪ টাকা এবং এসি ২০২৮ টাকা। তবে অনলাইনে টিকেট কাটার সময় প্রতি সিটের জন্য ২০ টাকা চার্জ প্রযোজ্য হবে। এই ট্রেনটির বিস্তারিত ভাড়ার তালিকা নিম্নে প্রকাশ করা হলোঃ

  • খুলনা টু চিলাহাটিঃ শোভন চেয়ার ৫৭৫ টাকা, স্নিগ্ধা ১১০৪ টাকা এবং এসি ২০২৮ টাকা।
  • খুলনা টু ডুমারঃ শোভন চেয়ার ৫৭৫ , স্নিগ্ধা ১০০৪ টাকা এবং এসি ২০২৮ টাকা।
  • খুলনা টু নীলফামারীঃ শোভন চেয়ার ৫৪০, স্নিগ্ধা ১০৩০ টাকা এবং এসি ১৯০২ টাকা।
  • খুলনা টু সৈয়দপুরঃ শোভন চেয়ার ৫১৫ টাকা, স্নিগ্ধা ৯৮৪ টাকা এবং এসি ১৮১৬ টাকা।
  • খুলনা টু জয়পুরহাটঃ শোভন চেয়ার ৪২৫ টাকা, স্নিগ্ধা ৮১১ টাকা এবং এসি ১৫০৫ টাকা।
  • খুলনা টু সান্তাহারঃ শোভন চেয়ার ৩৮৫ টাকা, স্নিগ্ধা ৭৩৬ টাকা এবং এসি ১৩৬৭ টাকা।
  • খুলনা টু নাটোরঃ শোভন চেয়ার ৩৩৫ টাকা, স্নিগ্ধা ৬৩৯ টাকা এবং এসি ১১৯৫ টাকা।
  • খুলনা টু ঈশ্বরদীঃ শোভন চেয়ার ২৯০ টাকা, স্নিগ্ধা ৫৫৮ টাকা এবং এসি ১০৫১ টাকা।
  • খুলনা টু পোড়াদহঃ শোভন চেয়ার ২০৫ টাকা, স্নিগ্ধা ৩৮৬ টাকা এবং এসি ৭৪৬ টাকা।
  • খুলনা টু চুয়াডাঙ্গাঃ শোভন চেয়ার ১৬৫ টাকা, স্নিগ্ধা ৩১৭ টাকা এবং এসি ৬১৪ টাকা।
  • খুলনা টু কোটচাঁদপুরঃ শোভন চেয়ার ১২০ টাকা, স্নিগ্ধা ২২৫ টাকা এবং এসি ৪৫৩ টাকা।
  • খুলনা টু যশোরঃ শোভন চেয়ার ৭০ টাকা, স্নিগ্ধা ১৩৩ টাকা এবং এসি ২৮৬ টাকা।
  • খুলনা টু নোয়াপাড়াঃ শোভন চেয়ার ৫০ টাকা, স্নিগ্ধা ১১৫ টাকা এবং এসি ২০০ টাকা।
সীমান্ত এক্সপ্রেস ট্রেনের ভাড়ার তালিকা

সচরাচর জিজ্ঞাসা সমূহ

সীমান্ত এক্সপ্রেস ট্রেন বন্ধের দিন

এই ট্রেনটি ঈদের সময় ব্যতীত সপ্তাহের প্রতিদিন চলাচল করে না। সপ্তাহের প্রতি সোমবার এই ট্রেনটির বন্ধের দিন।

সীমান্ত এক্সপ্রেস ট্রেনের কোড নাম্বার কত

সীমান্ত এক্সপ্রেস ট্রেনের কোড নাম্বার খুলনা টু চিলাহাটি ৭৪৭। অপরদিকে চিলাহাটি টু খুলনা এই ট্রেনের কোড নাম্বার ৭৪৮।

সীমান্ত এক্সপ্রেস বাস শেরপুর

একই নামে শেরপুরে একটি বাস ও চলাচল করে থাকে। এই বাচ শেরপুর – জামালপুর – বগুড়া এই রোডে নিয়মিত চলাচল করে। এই বাসটি শেরপুর থেকে সকাল ৮:৩০ এ ছেরে যায়। পক্ষান্তরে, বগুড়া বাস স্টেশন থেকে দুপুর ২:৩০ মিনিটে ছেড়ে আসে। সুপারভাইজার এর নাম্বার হল যথাক্রমে ০১৭৪৪২৯৮২৭২, ০১৭১৪৭৮৩১৩৩

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *