সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনের নতুন সময়সূচী

সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনের নতুন সময়সূচী ও টিকেট ২০২৫

আন্তঃনগর সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনটি নিয়মিত ঢাকা থেকে রাজশাহী চলাচল করে আসছে। সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনের সময়সূচী, ট্রেনের লাইভ লোকেশন, কোথায় কোথায় থামে, টিকেট মূল্য কত ইত্যাদি সকল বিষয় বিস্তারিত জানতে চান ? তাহলে আপনি সঠিক পথেই রয়েছেন।

২০০৩ সালে চালু হওয়া আন্তঃনগর সিল্কসিটি এক্সপ্রেস ট্রেন ৬৬০০ সিরিজের লোকোমেটিভ নিয়ে চলাচল করে আসছে। ২০২০ সালের পর এই ট্রেনের নতুন সময়সূচি প্রকাশ করা হয়েছে।

সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনের সময়সূচী ২০২৫

আন্তঃনগর সিল্কসিটি এক্সপ্রেস ট্রেন সকাল ৭ টা ৪০ মিনিটে রাজশাহী স্টেশন থেকে ছেড়ে আসে। পরবর্তীতে ১১ টি স্টেশনে যাত্রা বিরতি করে ঢাকা কমলাপুর পৌঁছায় দুপুর ০১টা ১০ মিনিটে। অপরদিকে ফিরতি পথে ঢাকা ছেড়ে যায় দুপুর ২:৩০ মিনিটে পক্ষান্তরে রাজশাহী পৌঁছায় রাত ০৮ টা ২০মিনিটে। সাপ্তাহিক বন্ধের দিন রবিবার।

স্টেশনের নামনতুন সময়সূচী
ঢাকা কমলাপুরদুপুর ০২:৩০ মিনিট
বিমানবন্দরদুপুর ০২:৫৫ মিনিট
জয়দেবপুরবিকাল ০৩:২১ মিনিট
মির্জাপুরবিকাল ০৪:০০ মিনিট
টাঙ্গাইলবিকাল ০৪:২৬ মিনিট
সেতু পূর্ব (ইব্রাহিমাবাদ)বিকাল ০৪:৪৮ মিনিট
এম মনসুর আলীবিকাল ০৫:০৬ মিনিট
জামতলীবিকাল ০৫:১৭ মিনিট
উল্লাপাড়াসন্ধ্যা ০৫:৩১ মিনিট
বড়াল ব্রিজসন্ধ্যা ০৬:০৬ মিনিট
চাটমোহরসন্ধ্যা ০৬:২৩ মিনিট
ঈশ্বরদী বাইপাসসন্ধ্যা ০৬:৪৮ মিনিট
আব্দুলপুরসন্ধ্যা ০৭:০৬ মিনিট
রাজশাহী জংশনরাত ০৮:২০ মিনিট
ঢাকা টু রাজশাহী সিল্ক সিটি এক্সপ্রেস ট্রেনের সময়সূচী

সিলসিটি এক্সপ্রেস ট্রেনটি ১২টি স্টেশন যাত্রা বিরতি করে থাকে। সেইসাথে ঢাকা থেকে রাজশাহী পর্যন্ত প্রায় প্রতিদিন ২৬০ কিলোমিটার রাস্তা অতিক্রম করে। ঢাকা থেকে রাজশাহী পৌঁছাইতে সর্বমোট ৫ ঘন্টা ৫০ মিনিট অর্থাৎ প্রায় ০৬ ঘন্টা সময় লাগে।

জেনে নিনঃ রাজশাহী লোকাল ট্রেনের সময়সূচী ২০২৫

সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনের সময়সূচী রাজশাহী টু ঢাকা

রাজশাহী স্টেশন থেকে সকাল ৭ টা ৪০ মিনিটে ছেড়ে যায়। পরবর্তীতে ঢাকা পৌঁছায় দুপুর একটা ১০ মিনিটে। এই ট্রেনের সাপ্তাহিক বন্ধের দিন রবিবার। নিচের টেবিলে এই ট্রেনের বিস্তারিত সময়সূচি প্রকাশ করা হয়েছে।

স্টেশনের নামসময়সূচী
রাজশাহীর জংশনসকাল ০৭টা ৪০ মিনিট
আব্দুলপুরসকাল ০৮টা ২০ মিনিট
ঈশ্বরদী বাইপাসসকাল ০৮টা ৩৭ মিনিট
চাটমোহরসকাল ০৯টা ০০ মিনিট
বড়াল ব্রিজসকাল ০৯টা ১৪ মিনিট
উল্লাপাড়াসকাল ০৯টা ৩৬ মিনিট
জামতলসকাল ০৯টা ৫১ মিনিট
এস এম মনসুর আলীসকাল ১০টা ০৪ মিনিট
সেতু পূর্ব (ইব্রাহিমাবাদ)সকাল ১০টা ২০ মিনিট
টাঙ্গাইলসকাল ১০টা ৪২ মিনিট
মির্জাপুরসকাল ১১টা ১০ মিনিট
জয়দেবপুরদুপুর ১২টা ০৫ মিনিট
ঢাকাদুপুর ০১টা ১০ মিনিট
Silk city Express Train Schedule 2025

জেনে নিনঃ সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেনের নতুন সময়সূচী ২০২৫

“সিল্কসিটি” নামটির মাধ্যমে রাজশাহীর ঐতিহ্যবাহী রেশম শিল্পকে প্রতিফলিত করা হয়েছে, যা এই ট্রেনকে অন্যদের থেকে আলাদা করে তোলে। সময়মতো গন্তব্যে পৌঁছানোর নিশ্চয়তা ও উন্নত কোচ সেবার জন্য এটি প্রতিদিন হাজারো যাত্রীর প্রথম পছন্দ।

সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনের ভাড়া তালিকা

  • রাজশাহী টু ঢাকাঃ শোভন চেয়ার ৪৫০ টাকা, স্নিগ্ধা ৮৬৩ টাকা এবং এসি স্লিপার ১০৩৫ টাকা মাত্র। তবে প্রতি সিটের জন্য ২০ টাকা অনলাইন চার্জ যুক্ত হবে।
  • রাজশাহী টু জয়দেবপুরঃ শোভন চেয়ার ৪১০ টাকা, স্নিগ্ধা ৭৮৮ টাকা এবং এসি স্লিপার ৯৪৩ টাকা।
  • রাজশাহী টু মির্জাপুরঃ শোভন চেয়ার ৩৭০ টাকা, স্নিগ্ধা ৭০২ টাকা এবং এসি স্লিপার ৮৪৬ টাকা।
  • রাজশাহী টু টাঙ্গাইলঃ শোভন চেয়ার ৩৩৫ টাকা, স্নিগ্ধা ৬৪৪ টাকা এবং এসি স্লিপার ৭৭১ টাকা।
  • রাজশাহী টু ইব্রাহিমাবাদঃ শোভন চেয়ার ৩১৫ টাকা, স্নিগ্ধা ৫৯৮ টাকা এবং এসি স্লিপার ৭১৯ টাকা।
  • রাজশাহী টু জামতলিঃ শোভন চেয়ার ১৫০ টাকা, স্নিগ্ধা ২৮২ টাকা এবং এসি স্লিপার ৩৪০ টাকা।
  • রাজশাহী টু উল্লাপাড়াঃ শোভন চেয়ার ১৩০ টাকা, স্নিগ্ধা ২৫৩ টাকা এবং এসি স্লিপার ২৯৯ টাকা।
  • রাজশাহী টু বড়াল ব্রিজঃ শোভন চেয়ার ১১০ টাকা, স্নিগ্ধা ২০৭ টাকা এবং এসি স্লিপার ২৪৮ টাকা।
  • রাজশাহী টু চাটমোহরঃ শোভন চেয়ার ৯৫ টাকা, স্নিগ্ধা ১৭৯ টাকা এবং এসি স্লিপার ২১৩ টাকা।
  • রাজশাহী টু ঈশ্বরদী বাইপাসঃ শোভন চেয়ার ৭০ টাকা, স্নিগ্ধা ১২৭ টাকা এবং এসি স্লিপার ১৫৬ টাকা
  • রাজশাহী টু আব্দুলপুরঃ শোভন চেয়ার ৫০ টাকা মাত্র।
সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনের টিকেট

সিলসিটি এক্সপ্রেস ট্রেনের টিকেট

এই ট্রেনের কাটার জন্য প্রথমে eticket.railway.gov.bd এই ওয়েবসাইটে প্রবেশ করে যাত্রা শুরুস্থান এবং গন্তব্য স্টেশনের নাম দিন। তারপর যাত্রা তারিখ এবং সিটের ধরন দিয়ে সাবমিট করুন। নির্দিষ্ট বগি এবং সিট বুক করে পেমেন্ট সম্পন্ন করে টিকেট কাটুন।

আমাদের সাথে যুক্ত হতে জয়েন করুন

কিছু জানার থাকলে জয়েন

সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনের কোড নম্বর কত

এই ট্রেনে কোড নাম্বার যথাক্রমে ৭৫৩ এবং ৭৫৪। ঢাকা থেকে রাজশাহী এই রুটে কোড নম্বর ৭৫৩। অপরদিকে রাজশাহী থেকে ঢাকা এই রুটে ট্রেনের কোড নাম্বার ৭৫৪।

সিল্ক সিটি এক্সপ্রেস বন্ধের দিন

এই ট্রেনটি সপ্তাহের সাত দিনের মধ্যে রবিবার ব্যতীত প্রতিদিন চলাচল করে। অর্থাৎ প্রতি রবিবার ট্রেনটির বন্ধের দিন।

সিল্ক সিটি ট্রেন কোথায় কোথায় থামে

সিল্ক সিটি ট্রেনটি ঢাকা কমলাপুর স্টেশন থেকে ছেড়ে যায়। তারপর পর্যায়ক্রমে বিমানবন্দর, জয়দেবপুর, মির্জাপুর, টাঙ্গাইল, ইব্রাহিমাবাদ, এস এম মনসুর আলী, জামতলী, উল্লাপাড়া, বড়াল ব্রিজ, চাটমোহর সহ ঈশ্বর ঈশ্বর এবং আব্দুলপুরে থামে।

সিল্ক সিটি ট্রেন এখন কোথায়

সিল্কসিটি এক্সপ্রেস ট্রেন এর লাইভ লোকেশন জানতে ০১৯২৩৬৩৮৭৭১ এই নম্বরে হোয়াটসঅ্যাপে মেসেজ দিন। অথবা মোবাইলের মেসেজ অপশন থেকে TR লিখে একটি স্পেস দিয়ে ট্রেনের কোড নম্বর লিখুন।
তারপর পাঠিয়ে দিন ১৬৩১৮ এই নম্বরে। পরবর্তীতে ফিরতি ম্যাসেজে ট্রেনের লাইভ লোকেশন জানিয়ে দেওয়া হবে। অথবা BR Explorar এই অ্যাপটি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিন।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

One Comment