নীলসাগর এক্সপ্রেস ট্রেনের সময়সূচী এবং ভাড়া ২০২৫
নিলসাগর এক্সপ্রেস ট্রেন হলো বাংলাদেশ রেলওয়ের পরিচালিত একটি জনপ্রিয় ট্রেন, যা রাজধানী ঢাকা এবং উত্তরাঞ্চলের নীলফামারী জেলার সীমান্তবর্তী রেলওয়ে স্টেশনের মধ্যে চলাচল করে থাকে। নীল সাগরে এক্সপ্রেস ট্রেন শুরুর দিকে নীলফামারীর সৈয়দপুর থেকে ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশনে চলাচল করতো।
তারপর চিলাহাটি ও ঢাকা কমলাপুর পর্যন্ত বর্ধিত করা হয়। ফলে এই রুটে এখন দুইটি ট্রেন চলতে দেখা যায়। একটি হল আন্তঃনগর চিলাহাটি এক্সপ্রেস এবং আন্তঃনগর নীলসাগর এক্সপ্রেস।
নীলসাগর এক্সপ্রেস ট্রেনের সময়সূচী
নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি উত্তর বঙ্গের নীলফামারীর চিলাহাটি রেল স্টেশন থেকে যাত্রা শুরু করে রাত ৮ঃ০০ টায় এবং ঢাকায় কমলাপুর রেল স্টেশনে এসে পৌঁছায় ভোর ০৫.৩০ মিনিটে । নীলসাগর এক্সপ্রেসের দীর্ঘ যাত্রাপথে সময় লাগে ৯ ঘন্টা ৩০ মিনিট।
ফিরতি পথে নীল সাগর এক্সপ্রেস ট্রেনটি ঢাকা কমলাপুর রেল স্টেশন থেকে ছেড়ে যায় সকাল ০৬.৪৫ মিনিটে, পক্ষান্তরে চিলাহাটি রেল স্টেশনে গিয়ে পৌঁছায় বিকাল ৪:০০ মিনিটে। যাত্রাপথের সময় লাগে ৯ ঘন্টা ১৫ মিনিট।
ঢাকা টু চিলাহাটি নীলসাগর এক্সপ্রেস ট্রেনের সময়সূচী
স্টেশনের নাম | সময়সূচী |
---|---|
ঢাকা | সকাল ০৬.৪৫ মিনিট |
বিমানবন্দর | সকাল ০৭.০৮ মিনিট |
জয়দেবপুর | সকাল ০৭.৩৬ মিনিট |
ইব্রাহিমাবাদ | সকাল ০৮.৫৪ মিনিট |
মুলাদুলি | সকাল ১০.১৬ মিনিট |
নাটোর | সকাল ১০.৫৭ মিনিট |
আহসানগঞ্জ | সকাল ১১.২০ মিনিট |
সান্তাহার | সকাল ১১.৫৫ মিনিট |
আক্কেলপুর | দুপুর ১২.৩৮ মিনিট |
জয়পুরহাট | দুপুর ১২.৫৪ মিনিট |
বিরামপুর | দুপুর ০১.২৫ মিনিট |
ফুলবাড়ী | দুপুর ০১.৩৯ মিনিট |
পার্বতীপুর | দুপুর ০২.০০মিনিট |
সৈয়দপুর | দুপুর ০২.২৭ মিনিট |
নীলফামারী | দুপুর ০২.৫০ মিনিট |
ডোমার | বিকাল ০৩.১৬ মিনিট |
চিলাহাটি | বিকাল ০৪.০০মিনিট |
নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি ২০০৭ সালের পহেলা ডিসেম্বর ঢাকা ক্যান্টনমেন্ট থেকে নীলফামারীর সৈয়দপুর রুটে চালু করেন তখনকার তত্ত্বাবধায়ক সরকার। পরে ট্রেনটি চিলাহাটি থেকে চালু করার কথা থাকলেও সৈয়দপুর চিলাহাটি রেল পরিকাঠামোর কারণে ট্রেনটি সৈয়দপুর থেকে যাত্রা শুরু করে ২০১৫ সালের ২৮ শে জানুয়ারি।
আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে ট্রেনটি চিলাহাটি থেকে কমলাপুর পর্যন্ত চলাচল শুরু করে। এখন দেখব ফিরতি পথে চিলাহাটি রেলওয়ে স্টেশন থেকে ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশনের সময়সূচী।
চিলাহাটি থেকে ঢাকা নীলসাগর এক্সপ্রেস
স্টেশনের নাম | সময়সূচী |
---|---|
চিলাহাটি | রাত ০৮.০০ মিনিট |
ডোমার | রাত ০৮.১৮ মিনিট |
নীলফামারী | রাত ০৮.৩৭ মিনিট |
সৈয়দপুর | রাত ০৮.৫৯ মিনিট |
পার্বতীপুর | রাত ০৯.২০ মিনিট |
ফুলবাড়ী | রাত ০৯.৫৮ মিনিট |
বিরামপুর | রাত ১০.১১ মিনিট |
জয়পুরহাট | রাত ১০.৪৩ মিনিট |
আক্কেলপুর | রাত ১১.০০ মিনিট |
সান্তাহার | রাত ১১.২০ মিনিট |
আহসানগঞ্জ | রাত ১১.৪৭ মিনিট |
নাটোর | রাত ১২.১০ মিনিট |
মুলাদুলি | রাত ০১.১২ মিনিট |
ইব্রাহিমপুর | রাত ০২.৪৬ মিনিট |
জয়দেবপুর | ভোর ০৪.২২ মিনিট |
ঢাকা | ভোর ০৫.২৫ মিনিট |
জেনে নিনঃ চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের সময়সূচী ২০২৫
নীলসাগর এক্সপ্রেস ট্রেনের টিকিটের বর্তমান মূল্য
ঢাকা কমলাপুর রেলস্টেশন থেকে চিলাহাটি রেল স্টেশন পর্যন্ত এই ট্রেনের শোভন চেয়ার সিটের ভাড়া ৬৬৫ টাকা স্নিগ্ধা সিটের ১২৭১ ভাড়া টাকা এবং এসি এস ১৫২৪ টাকা। অনলাইনে টিকিট ক্রয় করলে প্রতি সিটের ক্ষেত্রে ২০ টাকা চার্জ প্রযোজ্য। নিচে এই ট্রেনের ভাড়া সহ বিস্তারিত সব দেওয়া হলঃ-
- ঢাকা টু চিলাহাটিঃ– শোভন চেয়ার ৬৬৫ টাকা স্নিগ্ধা চেয়ার ১২৭১ টাকা এবং এসি ১৫২৪ টাকা।
- ঢাকা টু ডোমারঃ- শোভন চেয়ার ৬৬৫ টাকা স্নিগ্ধা চেয়ার ১২৭১ টাকা এবং এসি ১৫২৪ টাকা।
- ঢাকা টু নীলফামারীঃ- শোভন চেয়ার ৬২৫ টাকা স্নিগ্ধা চেয়ার ১১৯৬ টাকা এবং এসি ১৪৩৮ টাকা।
- ঢাকা টু সৈয়দপুরঃ- শোভন চেয়ার ৬০৫ টাকা স্নিগ্ধা চেয়ার ১১৫৬ টাকা এবং এসি ১৩৮৬ টাকা।
- ঢাকা টু পার্বতীপুরঃ- শোভন চেয়ার ৫৮৫ টাকা স্নিগ্ধা চেয়ার ১১২২ টাকা এবং এসি ১৩৪৬ টাকা।
- ঢাকা টু ফুলবাড়ীঃ- শোভন চেয়ার ৫৬৫ টাকা স্নিগ্ধা চেয়ার ১০৮১ টাকা এবং এসি ১২৯৪ টাকা।
- ঢাকা টু বিরামপুরঃ- শোভন চেয়ার ৫৫০ টাকা স্নিগ্ধা চেয়ার ১০৫৩ টাকা এবং এসি ১২৬৫ টাকা।
- ঢাকা টু জয়পুরহাটঃ- শোভন চেয়ার ৫১০ টাকা স্নিগ্ধা চেয়ার ৯৭৮ টাকা এবং এসি ১১৭৩ টাকা।
- ঢাকা টু আক্কেলপুরঃ- শোভন চেয়ার ৪৯৫ টাকা স্নিগ্ধা চেয়ার ৯৪৩ টাকা এবং এসি ১১৩৩ টাকা।
- ঢাকা টু সান্তাহারঃ- শোভন চেয়ার ৪৭৫ টাকা স্নিগ্ধা চেয়ার ৯০৯ টাকা এবং এসি ১০৮৭ টাকা।
- ঢাকা টু আহসানগঞ্জঃ- শোভন চেয়ার ৪৪৫ টাকা স্নিগ্ধা চেয়ার ৮৫৭ টাকা এবং এসি ১০২৪ টাকা।
- ঢাকা টু নাটোরঃ- শোভন চেয়ার ৪২০ টাকা স্নিগ্ধা চেয়ার ৮০৫ টাকা এবং এসি ৯৬৬ টাকা।
- ঢাকা টু মুলাদুলিঃ- শোভন চেয়ার টাকা ৩৭০ স্নিগ্ধা চেয়ার ৭১৩ টাকা এবং এসি ৮৫১ টাকা।
- ঢাকা টু ইব্রাহিম বাদঃ- শোভন চেয়ার ১৪০ টাকা স্নিগ্ধা চেয়ার ২৭১ টাকা এবং এসি ৩২২ টাকা।
- ঢাকা টু জয়দেবপুরঃ- শোভন চেয়ার ৫০ টাকা স্নিগ্ধা চেয়ার ১১৫ টাকা এবং এসি ১২৭ টাকা।
ফিরতি টেনের ক্ষেত্রেও নীলসাগর এক্সপ্রেস ট্রেনের টিকিটের মূল্য একই থাকবে।
নীলসাগর এক্সপ্রেস ট্রেনের সুবিধা সমূহ
বাংলাদেশের অন্যান্য ট্রেনের মত নীলসাগর এক্সপ্রেস ট্রেনে ও অনেক সুবিধা রয়েছে যে কারণে নীলসাগর এক্সপ্রেস ট্রেনে অনেক মানুষ যাতায়াত করতেছে। সুবিধাগুলোর মধ্যে হলঃ-
- ট্রেনটির ভেতরের বসার সিট গুলো অনেক পরিষ্কার পরিচ্ছন্ন।
- এই ট্রেনে সিতাতাপ নিয়ন্ত্রিত বসার ব্যবস্থা ও আরামদায়ক সিট রয়েছে।
- ট্রেনটিতে অতিরিক্ত পাঁচটি কোষ রয়েছে যা যাত্রী বেশি নিতে পারে।
- টিকিট অনলাইনে বা রেল স্টেশনের কাউন্টার থেকে যেকোনো সময় কেনা যায়।
- ট্রেনটিতে খাবার ও পানীয় ব্যবস্থা রয়েছে।
- যাত্রী নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা রয়েছে।
- নামাজ ঘর এবং অন্যান্য সুবিধা রয়েছে।
- নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি অনেক দ্রুত গতির ট্রেন।
সচরাচর যে সকল প্রশ্নের সম্মুখীন হয়
নীল সাগরে এক্সপ্রেস ট্রেনের সময়সূচী ছাড়াও যাত্রীগন বেশ কিছু প্রশ্ন করে থাকে নীল সাগর নীলসাগর এক্সপ্রেস ট্রেন সম্পর্কে। নিচে সকল তথ্য দেওয়া হয়েছেঃ-
নীলসাগর এক্সপ্রেস ট্রেনের সময়সূচী?
নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি চিলাহাটি রেলস্টেশন থেকে রাত ৮ টায় ছেড়ে আসে এবং ঢাকায় এসে পৌঁছায় ভোর ৫ঃ২৫ মিনিটে। পক্ষান্তরে ঢাকা থেকে ছেড়ে যায় চিলাহাট উদ্দেশ্যে ভোর ০৬.৪৫ মিনিটে এবং চিলাহাট রেল স্টেশন গিয়ে পৌঁছায় বিকাল ৪ টায়।
নীলসাগর এক্সপ্রেস ট্রেনের নাম্বার কত?
নীল সাগর এক্সপ্রেস ট্রেনের নাম্বার হলো ৭৬৫ এবং ৭৬৭
নীলসাগর এক্সপ্রেস ট্রেনের স্টপেজ গুলো হল?
চিলাহাটি, নীলফামারি , ডোমার, বিরামপুর, ফুলবাড়ী জয়পুরহাট, আক্কেলপুর, সান্তাহার, আহসানগঞ্জ, নাটোর, মুলাদুলি, ইব্রাহিমপুর ইত্যাদি।
নীলসাগর এক্সপ্রেস ট্রেনের সাপ্তাহিক বন্ধ কবে?
নীল সাগর এক্সপ্রেস ট্রেনের সাপ্তাহিক বন্ধ হল বুধবার।