জামালপুর এক্সপ্রেস ট্রেনের নতুন সময়সূচী

জামালপুর এক্সপ্রেস ট্রেনের নতুন সময়সূচী ২০২৫

বাংলাদেশের বিলাসবহুল আন্তঃনগর ট্রেনগুলোর মধ্যে অন্যতম জনপ্রিয় একটি ট্রেন হলো জামালপুর এক্সপ্রেস। যাত্রীদের আরামদায়ক ও নিরাপদ যাত্রার জন্য ট্রেনটি বিশেষভাবে ডিজাইন করা হয়েছে। এই পোস্টের মাধ্যমে জামালপুর এক্সপ্রেস ট্রেনের সময়সূচী, টিকিট মূল্য এবং যাত্রা বিরতি স্টেশন সম্পর্কে বিস্তারিত তথ্য প্রদান করা হবে।

জামালপুর এক্সপ্রেস ট্রেনের সময়সূচী ২০২৫

জামালপুর এক্সপ্রেস ট্রেনের সময়সুচি: জামালপুর এক্সপ্রেস ট্রেন প্রতিদিন (রবিবার ব্যতীত) ঢাকা থেকে সকাল ১০:০০ মিনিটে ছেড়ে যায় এবং দুপুর ১:৪৫ মিনিটে জামালপুর পৌঁছায়। অপরদিকে, জামালপুর থেকে সন্ধ্যা ৬:৪৫ মিনিটে ছেড়ে রাত ১০:৪০ মিনিটে ঢাকায় পৌঁছায়।

এটি কমলাপুর, বিমানবন্দর, গফরগাঁও, ময়মনসিংহ, নান্দিনা, বিদ্যাগঞ্জ, জামালপুর, তারাকান্দি এবং সরিষাবাড়ি স্টেশনে যাত্রাবিরতি করে। দ্রুতগামী এই আন্তঃনগর ট্রেনটি যাত্রীদের আরামদায়ক ও নিরবচ্ছিন্ন যাত্রার নিশ্চয়তা প্রদান করে।

যাত্রার স্থানছাড়ার সময়গন্তব্যপৌঁছানোর সময়
কমলাপুরসকাল ১০ঃ০০তারাকান্দিবিকাল ৩ঃ০০
জামালপুরসন্ধ্যা ৬ঃ৪৫ঢাকারাত ১০ঃ৪০

Also Read: দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনের সময়সূচী

জামালপুর এক্সপ্রেস ট্রেন পরিচিতি

জামালপুর এক্সপ্রেস ট্রেনটি ২৬ জানুয়ারি ২০২০ তারিখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করেন। এটি ঢাকা থেকে জামালপুরের তারাকান্দি পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে চলাচল করে। ট্রেনটি জামালপুর এবং ময়মনসিংহ জেলার মানুষের জন্য অন্যতম নির্ভরযোগ্য ও দ্রুতগামী একটি আন্তঃনগর ট্রেন।

ট্রেনের বিশেষ সুবিধাসমূহ

  • বিলাসবহুল আসন ব্যবস্থা (AC ও নন-AC কোচ)
  • ঘুমানোর ব্যবস্থা (শীতাতপ নিয়ন্ত্রিত ও সাধারণ বগি)
  • খাবার সরবরাহ ব্যবস্থা (চাহিদা অনুযায়ী খাবার পরিবেশন)
  • ট্রেনের পর্যবেক্ষণ ব্যবস্থা (CCTV ও সিকিউরিটি গার্ড)
  • জিনিসপত্র পরিবহনের সুবিধা (সীমিত পরিমাণে মালামাল বহনের অনুমতি)

এই ট্রেনে শোভন চেয়ার, ফার্স্ট ক্লাস সিট, স্নিগ্ধা এবং এসি স্লিপার এর মত নান্দনিক কচ রয়েছে। এছাড়াও ২টি খাবার বগি রয়েছে যেখান থেকে নিরাপদ ও স্বাস্থ্যসম্মত খাবার পরিবেশন করা হয়। এই ট্রেনের একটি বিশেষত্ব হল, এখানে বাইরের কোন হকার উঠতে দেওয়া হয়না যার ফলে নিরাপত্তা নিশ্চিত হয়।

এই ট্রেনে টিকেট বিহীন কেও ভ্রমন করতে পারবে না, কেননা এখানে প্রতি স্টেশনে স্টেশনে যাত্রীদের QR Code সম্বলিত টিকেট চেক করা হয়। প্রতিটি বগিতে দুইটি করে বাথরুম থাকে এবং সেটা সবার জন্য উন্মুক্ত থাকে।

জামালপুর এক্সপ্রেস ট্রেনের যাত্রা বিরতি স্টেশন

স্টেশনের নামঢাকা টু তারাকান্দিতারাকান্দি টু ঢাকা
ঢাকা (কমলাপুর)সকাল ১০:০০রাত ১০:৪০
বিমানবন্দরসকাল ১০:২৮রাত ১০:২৩
জয়দেবপুরসকাল ১০:৫২যাত্রা বিরতি নেই
গফরগাঁওসকাল ১১:৪৯রাত ০৮:৪০
ময়মনসিংহদুপুর ১২:৩৩রাত ৮:০০
বিদ্যাগঞ্জদুপুর ১২:৪৫যাত্রা বিরতি নেই
নান্দিনাদুপুর ০১:০০সন্ধ্যা ৭:০০
জামালপুরদুপুর ০১:৪৫সন্ধ্যা ৬:৪৫
জাফর শাহীবিকাল ০২:১৫
সরিষাবাড়িবিকাল ০২:৪৩বিকাল ৫:৪৫
তারাকান্দিবিকাল ০৩:০০বিকাল ০৫:২৭
ভুয়াপুরবিকাল ০৪:৩০

জামালপুর এক্সপ্রেস ট্রেনের টিকিট মূল্য

সিটের ধরনটিকিট মূল্য
স্নিগ্ধা৪০৩ টাকা (ঢাকা- জামালপুর)
শোভন চেয়ার২১০ টাকা (ঢাকা- জামালপুর)

উল্লেখ্য যে অনলাইন টিকিট কাটার ক্ষেত্রে মূল ভাড়ার সাথে ২০ টাকা সার্ভিস চার্জ যুক্ত হবে। ঢাকা টু জামালপুর এবং জামালপুর টু ঢাকা ছাড়া অন্য কোন স্টেশনের টিকেট কাটলে এই টাকার পরিমাণ কম বেশি হতে পারে।

এছারাও তারাকান্দি থেকে শোভন চেয়ার ২৪৫টাকা, সরিষাবাড়ি থেকে ২৪৫টাকা এবং নান্দিনা স্টেশন থেকে ২০০টাকা টিকেটের মূল্য নিরধারন করা হয়েছে ঢাকা কমলাপুর স্টেশন পর্যন্ত।

জামালপুর এক্সপ্রেস ট্রেনের অতিরিক্ত তথ্য

  • মোট কোচ সংখ্যা: ১৩টি
  • মোট আসন সংখ্যা: ৬৩০
  • বন্ধের দিন: রবিবার
  • গন্তব্য: ঢাকা – জামালপুর (তারাকান্দি রুট)

সচরাচর জিজ্ঞাসা (FAQs)

জামালপুর এক্সপ্রেস ট্রেনের বন্ধের দিন কখন?

উত্তরঃ রবিবার

ঢাকা থেকে জামালপুর কতক্ষণ লাগে?

উত্তরঃ আনুমানিক ৩ ঘণ্টা ৫৫ মিনিট সময় লাগে তবে ট্রেনের শিডিউল বিপর্যয় ঘটলে আরও ২০-৩০ মিনিট অতিরিক্ত সময় লাগতে পারে।

অনলাইনে টিকিট কাটা যাবে কি?

উত্তরঃ হ্যাঁ, বাংলাদেশ রেলওয়ের অনলাইন প্ল্যাটফর্ম (eticket.railway.gov.bd) থেকে টিকিট কাটা যাবে।

ট্রেনে খাবারের ব্যবস্থা আছে কি?

হ্যাঁ, ট্রেনের ভেতর খাবারের ব্যবস্থা আছে।

জামালপুর এক্সপ্রেস এখন কোথায় আছে

যেকোনো ট্রেন কোথায় আছে তা জানতে অনলাইন বিভিন্ন অ্যাপ অথবা এসএমএস এর মাধ্যমে জানা যায়। মোবাইল এর মেসেজ অপশন থেকে TR space দিয়ে ট্রেন এর কোড লিখে ১৬৩১৮ তে পাঠালে(, TR <Space> Train Code, then send it to 16318) তাহলে সারা বাংলাদেশ এর যে কোন ট্রেন এর লাইভ তথ্য পেয়ে যাবেন।

জামালপুর এক্সপ্রেস ট্রেনের কোড নম্বর কত ?

জামালপুর থেকে ঢাকাগামী এই ট্রেনের কোড হল ৭৯৯ অপরদিকে ঢাকা থেকে জামালপুর ট্রেনের কোড হল ৮০০।

জামালপুর এক্সপ্রেস ট্রেনের সময়সুচি ২০২৫

জামালপুর এক্সপ্রেস ট্রেন প্রতিদিন (রবিবার ব্যতীত) তারাকান্দি থেকে বিকাল ৪ঃ৩০ মিনিটে ছেড়ে যায় এবং রাত ১০:৪০ মিনিটে ঢাকা পৌঁছায়। অপরদিকে, জামালপুর থেকে সকাল ১০ঃ০০ মিনিটে ছেড়ে দুপুর ২ঃ৪৫ মিনিটে সরিষাবাড়ি পোঁছায়। যাত্রাপথে এই ট্রেন তারাকান্দি, সরিষাবাড়ি, জামালপুর, বিদ্যাগঞ্জ, ময়মনসিংহ, গফরগাঁও, জয়দেবপুর এবং বিমানবন্দর স্টেশনে যাত্রাবিরতি করে ঢাকায় পৌছায়।

এই তথ্যগুলো আপনার জামালপুর এক্সপ্রেস ট্রেনের যাত্রাকে আরও সহজ ও সুন্দর করবে। যদি আপনার কোনো প্রশ্ন থাকে, তবে কমেন্ট করুন অথবা আমাদের ফেসবুক পেজ ভিজিট করুন। শুভ যাত্রা

Similar Posts