মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের সময়সূচী ও ভাড়ার তালিকা ২০২৫
মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের সময়সূচী সম্পর্কে জানেন কী? ছুটিতে বাড়িতে যেতে ও ছুটি কাটানোর পর আবার কর্মস্থলে ফিরতে আমরা অনেকেই ট্রেনকে যাতায়াতের জন্য উপযুক্ত হিসেবে বিবেচনা করি। বাংলাদেশে যে সকল আন্তঃনগর ট্রেন রয়েছে তার মধ্যে মোহনগঞ্জ এক্সপ্রেস একটি জনপ্রিয় ট্রেন।
২০১৬ সালে ট্রেনটি আনুষ্ঠানিকভাবে চালু হয় ও বর্তমান সময় পর্যন্ত কোন বাধা ছাড়াই সেবা প্রদান করছে। মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি পূর্বাঞ্চলীয় রেলওয়ে কর্তৃক সপ্তাহে ৬ দিন চলাচল করে ও ১ দিন সকল ধরনের কার্যক্রম বন্ধ থাকে। আজকের এই আর্টিকেলের মাধ্যমে আমরা আপনাকে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের সময়সূচি, টিকিট মূল্য, স্টেশন বিরতি ও সুবিধাসমূহ সম্পর্কে বিস্তারিত তথ্য জানাবো।
মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের সময়সূচী ২০২৫
মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে ঢাকার কমলাপুর থেকে মোহনগঞ্জ ও মোহনগঞ্জ থেকে ঢাকা রুটে চলাচল করে। মূলত এই রুটে মোহনগঞ্জ এক্সপ্রেসের দুইটি ট্রেন চলাচল করে এই ট্রেন দুটির নম্বর ৭৮৯ (ঢাকা থেকে মোহনগঞ্জ) ও ৭৯০(মোহনগঞ্জ থেকে ঢাকা)। নিম্নে সুবিন্যস্তভাবে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের সময়সূচী উপস্থাপন করা হয়েছে:
রুট | প্রস্থান | আগমন |
---|---|---|
ঢাকা থেকে মোহনগঞ্জ | দুপুর ১:১৫ মিনিট | সন্ধ্যা ৬:৪০ মিনিট |
মোহনগঞ্জ থেকে ঢাকা | রাত ১১:০০ মিনিট | ভোর ৪:৫৫ মিনিট |
মোহনগঞ্জ এক্সপ্রেসে যা আছে
আপনি যদি ঢাকা থেকে মোহনগঞ্জ কিংবা মোহনগঞ্জ থেকে ঢাকা যাওয়ার জন্য একটি আরামদায়ক ও আধুনিক ট্রেন অনুসন্ধান করে থাকেন তাহলে মোহনগঞ্জ এক্সপ্রেস হতে পারে আপনার জন্য উপযুক্ত একটি ট্রেন। কারণ এই ট্রেনটিতে রয়েছে ১৪ টি বগি, ৬৫৬ টি আসন।
শুধু এক্ষেত্রে নয় বরং এটিতে খাবার, বিনোদন ও ঘুমের জন্য আকর্ষণীয় ব্যবস্থা রয়েছে যা সচরাচর অন্য কোন ট্রেনে দেখা যায় না। তাহলে চলুন মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের সময়সূচি সম্পর্কে জানার পাশাপাশি ট্রেনটির ভাড়া ও টিকিট মূল্যের সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক।
আমাদের সাথে যুক্ত হতে জয়েন করুন
কিছু জানার থাকলে জয়েন
মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের সময়সূচী ঢাকা
মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনটির সময়সূচি যাত্রীদের জন্য সুনির্দিষ্টভাবে পরিকল্পিত। মোহনগঞ্জ এক্সপ্রেস নির্ধারিত সময়ে নির্ধারিত স্টেশনে পৌছায় এবং এর সকল স্টেশন থেকে যাত্রীদের সংগ্রহ করে ঢাকার উদ্দেশ্যে ও ঢাকা থেকে মোহনগঞ্জ এর উদ্দেশ্যে যাত্রা করে থাকে। নিম্নে এমন কোন এক্সপ্রেস এ ট্রেনের বিরতি স্টেশন এর সময়সূচী উপস্থাপন করা হয়েছে
স্টেশন | আগমন | প্রস্থান |
ঢাকা (কমলাপুর) | — | দুপুর ১:১৫ মিনিট |
বিমান বন্দর | দুপুর ১:৩৭ মিনিট | দুপুর ১:৪২ মিনিট |
গফরগাঁও | বিকাল ৩:২১ মিনিট | বিকাল ৩:২৪ মিনিট |
ময়মনসিংহ | বিকাল ৪:১০ মিনিট | বিকাল ৪:৩০ মিনিট |
গৌরীপুর ময়মনসিংহ | বিকাল ৪:৫৪ মিনিট | বিকাল ৪:৫৭ মিনিট |
শ্যামগঞ্জ | বিকাল ৫:১১ মিনিট | বিকাল ৫:১৪ মিনিট |
নেত্রকোণা | বিকাল ৫:৩৩ মিনিট | বিকাল ৫:৩৬ মিনিট |
ঠাকুরকোণা | বিকাল ৫:৫০ মিনিট | বিকাল ৫:৫৩ মিনিট |
বারহাট্টা | সন্ধ্যা ৬:০১ মিনিট | সন্ধ্যা ৬:০৪ মিনিট |
মোহনগঞ্জ | সন্ধ্যা ৬:৪০ মিনিট | — |
এই রুটের আরও একটি গুরুত্বপূর্ণ ট্রেন হচ্ছে মহুয়া কমিউটার। জেনে নিন মহুয়া কমিউটার ট্রেনের সময়সূচী সম্পর্কে বিস্তারিতভাবে।
মোহনগঞ্জ থেকে ঢাকা সময়সুচি
স্টেশন | আগমন | প্রস্থান |
মোহনগঞ্জ | — | রাত ১১:০০ মিনিট |
বারহাট্টা | রাত ১১:১৬ মিনিট | রাত ১১:১৯ মিনিট |
ঠাকুরকোণা | রাত ১১:২৯ মিনিট | রাত ১১:৩২ মিনিট |
নেত্রকোণা | রাত ১১:৫০ মিনিট | রাত ১১:৫৩ মিনিট |
শ্যামগঞ্জ | রাত ১২:১৫ মিনিট | রাত ১২:১৮ মিনিট |
গৌরীপুর ময়মনসিংহ | রাত ১২:৩২ মিনিট | রাত ১২:৩৫ মিনিট |
ময়মনসিংহ | রাত ১:১০ মিনিট | রাত ১:৩০ মিনিট |
গফরগাঁও | রাত ২:১৮ মিনিট | রাত ২:২১ মিনিট |
ঢাকা (কমলাপুর) | ভোর ৪:৫৫ মিনিট | — |
বন্ধের দিন: প্রতি বুধবার ট্রেনটি চলাচল করে না। তবে কিছু সূত্রে শুক্রবার বন্ধের কথাও উল্লেখ আছে। তবে এটি নিশ্চিত হওয়ার জন্য আপনি বাংলাদেশ রেলওয়ের এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে জেনে নিশ্চিত হতে পারেন।
মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের টিকিট মূল্য
মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে তিনটি শ্রেণির আসন রয়েছে:
আসন | মূল্য (টাকা) |
---|---|
শোভন চেয়ার (S_CHAIR) | ২৫০ |
স্নিগ্ধা (SNIGDHA) | ৪৭২ |
এসি সিট (AC_S) | ৫৭০ |
উপরের উল্লেখিত ভাড়ার মোহনগঞ্জ টু ঢাকা এবং ঢাকা টু মোহনগঞ্জ রুটে চলাচলকারীদের জন্য নির্দিষ্ট পরিমাণ ভাড়া।
মোহনগঞ্জ এক্সপ্রেস কোথায় কোথায় থামে
ট্রেনটি যাত্রাপথে ৮টি গুরুত্বপূর্ণ স্টেশনে থামে, যেমন- বিমান বন্দর, ময়মনসিংহ, নেত্রকোণা ইত্যাদি। এই বিরতিগুলো যাত্রীদের জন্য খাবার সংগ্রহ ও বিশ্রামের সুযোগ দিয়ে থাকে।
মোহনগঞ্জ এক্সপ্রেস এর সুবিধা
বাংলাদেশের অন্যান্য যে সকল ট্রেন রয়েছে এ সকল ট্রেনের মত মোহনগঞ্জ এক্সপ্রেস সুবিধা রয়েছে যা মূলত মোহনগঞ্জ এক্সপ্রেসকে অন্য সকল ট্রেন থেকে পৃথক করেছে। এ সকল সুবিধার মধ্যে রয়েছে:
- আসন ব্যবস্থা: শোভন চেয়ার, স্নিগ্ধা ও এসি সিটের বিকল্প। জনগণ তার সাধ্য অনুযায়ী আসুন ভাড়া করে তার গন্তব্যে পৌঁছাতে পারবেন।
- খাবার ও বিনোদন: যাত্রাপথে খাবার সংগ্রহ এবং বিনোদনের সুবিধা। সাধারণত ট্রেন থেকে খাবারের কোন ব্যবস্থা নেই তবে ট্রেন যে সকল স্থানে কিছু সময় বিরতি নিয়ে অবস্থান করেন সে সকলের স্থান থেকে খাবার সংগ্রহ করা যায় ও প্রাকৃতিক পরিবেশের মাধ্যমে বিনোদন লাভ করা যায়।
- ঘুমের ব্যবস্থা: রাতের যাত্রায় আরামদায়ক ঘুমের সুযোগ রয়েছে যার মাধ্যমে দেহের ক্লান্তি লাগব হয়।
- নিরাপত্তা: রেলওয়ে পুলিশের তত্ত্বাবধানে নিরাপদ ভ্রমণ ফলে ভয়ভীতি, দ্বিধাহীন ভাবে চলাচল করা যায়
বহুল আলোচিত প্রশ্ন সমূহ (FAQ)
মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের সময়সূচি ছাড়াও আমাদের বেশ কিছু প্রশ্ন সচারচর থেকে থাকে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেন সম্পর্কে। নিম্নে এসব কল তথ্য উপস্থাপন করা হয়েছে
মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের বন্ধের দিন কবে
মোহনগঞ্জ এয়ার ট্রেনটি একটি আন্তঃনগর ট্রেন। ট্রেনটি প্রতি সপ্তাহে বুধবার বন্ধ থাকে তবে কিছু কিছু ওয়েবসাইটে বলা হয়েছে ট্রেনটি শুক্রবার বন্ধ থাকে। এক্ষেত্রে ট্রেনটির অফিসিয়াল ওয়েবসাইট থেকে বিস্তারিত তথ্য জেনে নিন।
মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি এখন কোথায় আছে
মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনটির বর্তমান অবস্থান জানতে আপনি আপনার মোবাইল থেকে মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন TR 789 বা TR 790 । ফিরতে এসএমএস এর মাধ্যমে আপনাকে ট্রেনের বর্তমান অবস্থান অবস্থান জানানো হবে। এক্ষেত্রে আপনার মোবাইল ব্যালেন্স থেকে ৫ টাকা কর্তন করা হবে চার্জ হিসেবে।
মোহন এক্সপ্রেস ট্রেনের কোড নাম্বার কত?
মোহনগঞ্জ এক্সপ্রেস সিটের দুইটি কোড নম্বর রয়েছে একটি হল ৭৮৯ ও অপরটি ৭৯০।