সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনের সময়সূচী

সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনের সময়সূচী ও নতুন ভাড়া

সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনের সময়সূচী সম্পর্কে জানেন কী? সিরাজগঞ্জ এক্সপ্রেস নিয়ে আমাদের মধ্যে অনেকেই অনুসন্ধান করে থাকেন। বাংলাদেশ রেলওয়ে কর্তৃক পরিচালিত একটি ট্রেন সিরাজগঞ্জ এক্সপ্রেস ( ট্রেন নং ৭৭৫/৭৭৬)।  এই ট্রেনটি ঢাকা থেকে সিরাজগঞ্জ ও সিরাজগঞ্জ থেকে ঢাকা রুটে চলাচল করে।

ট্রেনটি বাংলাদেশের অনান্য ট্রেনের তুলনায় বিলাসবহুল ও আধুনিক আন্তঃনগর ট্রেন। আজকের এই আর্টিকেলের মাধ্যমে আজ আমরা আপনাকে ট্রেনের সময়সূচি, টিকেটের মূল্য ও বন্ধের দিন সম্পর্কে বিস্তারিত তথ্য জানাবো। 

সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনের সময়সূচী ২০২৫

সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি সিরাজগঞ্জ বাজার থেকে ঢাকা এবং ঢাকা থেকে সিরাজগঞ্জ বাজার পর্যন্ত চলাচল করে।

  • নতুন সময়সূচী অনুসারে, এই ট্রেনটি সিরাজগঞ্জ বাজার থেকে সকাল ০৬:০০ টায় ছাড়ে এবং ১১টি স্টেশনে যাত্রাবিরতি করে ঢাকায় পৌঁছায় সকাল ১০:১৫ মিনিটে।
  • অপরদিকে, ঢাকা থেকে বিকাল ০৪:১৫ মিনিটে যাত্রা শুরু করে সিরাজগঞ্জ বাজারে পৌঁছায় রাত ০৮:১০ মিনিটে। উল্লেখ্য, সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনের সাপ্তাহিক বন্ধের দিন শনিবার। এই দিন ট্রেনটির সকল কার্যক্রম বন্ধ থাকে। নিম্নে ছকের মাধ্যমে সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনের সময়সূচি উপস্থাপন করা হয়েছে

জেনে নিনঃ সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনের সময়সূচী

সিরাজগঞ্জ টু ঢাকা সময়সূচী ২০২৫

স্টেশনের নামসময়সূচী
সিরাজগঞ্জ বাজারসকাল ০৬:০০
সিরাজগঞ্জ রায়পুরসকাল ০৬:০৮
জামতৈলসকাল ০৬:২৫
শহীদ এম মনসুর আলীসকাল ০৬:৫৩
সৈয়দাবাদসকাল ০৭:০৩
ইব্রাহিমাবাদসকাল ০৭:১৮
টাঙ্গাইলসকাল ০৭:৪০
মির্জাপুরসকাল ০৮:১২
হাই-টেক সিটিসকাল ০৮:৩১
জয়দেবপুরসকাল ০৯:১৪
বিমান বন্দরসকাল ০৯:৪৩
ঢাকা কমলাপুরসকাল ১০:১৫
সময়সূচী রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী পরিবর্তন হতে পারে। সর্বশেষ তথ্যের জন্য BanglarTrain.com চেক করুন।

ঢাকা টু সিরাজগঞ্জ ট্রেনের সময়সূচী

আন্তঃনগর সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন ঢাকা থেকে বিকাল ০৪:১৫ মিনিটে যাত্রা শুরু করে গুরুত্বপূর্ণ স্টেশনগুলোতে বিরতি দিয়ে সিরাজগঞ্জ বাজারে পৌঁছায় রাত ০৮:১০ মিনিটে। নিচে বিস্তারিত ছকের মাধ্যমে সর্বশেষ আপডেট সময়সূচী উপস্থাপন করা হয়েছে:

স্টেশনের নামসময়সূচী ২০২৫
ঢাকাবিকাল ০৪:১৫
বিমান বন্দরবিকাল ০৪:৩৮
জয়দেবপুরবিকাল ০৫:০৬
মির্জাপুরবিকাল ০৫:৪২
টাঙ্গাইলবিকাল ০৬:১১
ইব্রাহিমাবাদবিকাল ০৬:৩৩
শহীদ এম মনসুর আলীবিকাল ০৬:৫৫
জামতৈলরাত ০৭:০৫
সিরাজগঞ্জ রায়পুররাত ০৭:৪৩
সিরাজগঞ্জ বাজাররাত ০৮:১০
Sirajganj Express Train Schedule

সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনের নতুন টিকেট মূল্য

সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনে বিভিন্ন ধরনের আসন পাওয়া যায় এসকল আসনের উপর ভিওি করে মূলত এই ট্রেনটিতে শোভন, শোভন চেয়ার, স্নিগ্ধা, এবং এসি আসন পাওয়া যায়। সিরাজগঞ্জ বাজার থেকে ঢাকার জন্য শোভন আসনের ভাড়া ২৩০ টাকা, শোভন চেয়ার ২৭৫ টাকা, স্নিগ্ধা ৭৭১ টাকা এবং এসি বার্থ ১৪৩৬ টাকা। নিচে বিস্তারিত ভাড়ার তালিকা দেওয়া হলো:

স্টেশনভাড়ার তালিকা
ঢাকা টু জয়দেবপুরশোভন ৪৫, শোভন চেয়ার ৫০, ফার্স্ট সিট ১০৪ টাকা
ঢাকা টু টাঙ্গাইলশোভন ৯৫, শোভন চেয়ার ১১৫, ফার্স্ট সিট ১৭৯ টাকা
ঢাকা টু ইব্রাহিমাবাদশোভন ১২০, শোভন চেয়ার ১৪০, ফার্স্ট সিট ২১৩ টাকা
ঢাকা টু জামতৈলশোভন ২৫৫, শোভন চেয়ার ৩০৫, ফার্স্ট সিট ৪৬৬ টাকা
ঢাকা টু সিরাজগঞ্জশোভন ২৬৫, শোভন চেয়ার ৩২০, এসি ৪৮৯টাকা

আমাদের সাথে যুক্ত হতে জয়েন করুন

কিছু জানার থাকলে জয়েন

সিরাজগঞ্জ এক্সপ্রেস কোথায় কোথায় থামে

সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি যাত্রাপথে গুরুত্বপূর্ণ স্টেশনগুলোতে থামে ও এসকল স্থান থেকে আরোহীদের সংগ্রহ করে থাকে। নিম্নে কয়েকটি উল্লেখযোগ্য স্টেশনের তথ্য উপস্থাপন করা হয়েছে:

  • জামতৈল: সিরাজগঞ্জ থেকে সকাল ০৬:২৫ মিনিটে পৌঁছে ০৬:৪৫ মিনিটে ছাড়ে। ঢাকা থেকে রাত ০৭:০৫ মিনিটে পৌঁছে ০৭:৩০ মিনিটে ছাড়ে।
  • টাঙ্গাইল: সিরাজগঞ্জ বাজার থেকে ট্রেনটি সকাল ০৭:৪০ মিনিটে পৌঁছায় এবং ০৭:৪৮ মিনিটে ঢাকার উদ্দেশে ছাড়ে। অপরদিকে, ঢাকা থেকে বিকাল ০৬:১১ মিনিটে পৌঁছে ০৬:১৩ মিনিটে ছাড়ে।
  • জয়দেবপুর: সিরাজগঞ্জ থেকে সকাল ০৯:১৪ মিনিটে পৌঁছায় এবং ০৯:১৭ মিনিটে ঢাকার দিকে যাত্রা করে। ঢাকা থেকে বিকাল ০৫:০৬ মিনিটে পৌঁছে ০৫:০৯ মিনিটে ছাড়ে।
  • বিমান বন্দর: সিরাজগঞ্জ থেকে সকাল ০৯:৪৩ মিনিটে পৌঁছায় এবং ০৯:৪৬ মিনিটে ঢাকার উদ্দেশে যায়। ঢাকা থেকে বিকাল ০৪:৩৮ মিনিটে পৌঁছে ০৪:৪৩ মিনিটে ছাড়ে।
  • শহীদ এম মনসুর আলী: সিরাজগঞ্জ থেকে সকাল ০৬:৫৩ মিনিটে পৌঁছে ০৬:৫৬ মিনিটে ছাড়ে। ঢাকা থেকে বিকাল ০৬:৫৫ মিনিটে পৌঁছে ০৬:৫৭ মিনিটে যাত্রা করে।

সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনের সুবিধা

সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনের বিভিন্ন ধরনের সুবিধা বিদ্যমান রয়েছে। এসকল সুবিধার মধ্যে রয়েছে :

  • বিভিন্ন ধরনের আসনের সুবিধা রয়েছে। যার মাধ্যমে জনগন তার সাধ্য অনুযায়ী আসন নির্বাচন করে ভ্রমণ করতে পারবেন। 
  • ট্রেনটি বিভিন্ন স্টেশনে বিরতি নেয় ফলে খাবার সংগ্রহ করার সুবিধা রয়েছে। 
  • যাএিদের সার্বিক নিরাপত্তায় রেলওয়ে পুলিশ কার্যক্রম পরিচালনা করেন। 
  • অত্যাধুনিক ও পরিস্কার পরিচ্ছন্ন একটি ট্রেন।

সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি প্রথম চালু হয় ২০০৮ সালের ৩০ জানুয়ারি। এই ট্রেনের উদ্বোধনের মাধ্যমে ঢাকার সঙ্গে সিরাজগঞ্জ জেলার সরাসরি রেল যোগাযোগ স্থাপন হয়, যা স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের প্রত্যাশা ছিল। সময়ের সাথে সাথে এই ট্রেনের জনপ্রিয়তা বৃদ্ধি পায় এবং বর্তমানে এটি সিরাজগঞ্জবাসীর অন্যতম গুরুত্বপূর্ণ যাতায়াত মাধ্যম।

বহুল আলোচিত প্রশ্নসমূহ ( FAQ)

সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনের কোড নম্বর কত

সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনের কোড নম্বর ৭৭৫ এবং ৭৭৬। সিরাজগঞ্জ থেকে ঢাকা ৭৭৫ এবং ঢাকা থেকে সিরাজগঞ্জ ৭৭৬।

সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন এখন কোথায় আছে

সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনের বর্তমান অবস্থান জানতে মোবাইল থেকে মেসেজ পাঠান। মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন “TR” তারপর স্পেস দিয়ে ট্রেনের কোড নম্বর (৭৭৫ বা ৭৭৬) লিখে ১৬৩১৮ নম্বরে পাঠান। ফিরতি মেসেজে ট্রেনের লোকেশন জানানো হবে। এতে ৫ টাকা চার্জ প্রযোজ্য।

সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনের বন্ধের দিন কবে

আন্তঃনগর “সিরাজগঞ্জ এক্সপ্রেস” ট্রেনটি প্রতি শনিবার সাপ্তাহিক বন্ধ থাকে

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *