মহানগর এক্সপ্রেস ট্রেনের সময়সূচী ও ভাড়া ২০২৫
১৯৮৫ সালের ৪ঠা ডিসেম্বর চালু হওয়া আন্তঃনগর মহানগর এক্সপ্রেস (Mohanagar Express) বাংলাদেশ রেলওয়ের অন্যতম জনপ্রিয় একটি ট্রেন। এই ট্রেনটি নিয়মিত ঢাকা-চট্টগ্রাম রুটে চলাচল করে। এটি আরামদায়ক ও দ্রুতগতির ট্রেন হওয়ার কারণে ব্যবসায়ী, পর্যটক ও সাধারণ যাত্রীদের মধ্যে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে।
এই ট্রেনের সময়সূচী, এখন কোথায় আছে, বন্ধের দিন, যে যে স্টেশনে যাত্রা বিরতি করে এবং ট্রেনের টিকেট মূল্য সহ বিস্তারিত তথ্য রয়েছে। এই তথ্যগুলো বিভিন্ন প্লাটফর্ম থেকে সংগ্রহ করা বিশেষ করে বাংলাদেশ রেলওয়ে অফিসিয়াল ওয়েবসাইট
মহানগর এক্সপ্রেস ট্রেনের সময়সূচী ২০২৫
মহানগর এক্সপ্রেস ট্রেন প্রতিদিন ঢাকা-চট্টগ্রাম রুটে চলাচল করে। নতুন সময়সূচী অনুসারে এটি ঢাকা থেকে রাত ৯:২০ মিনিটে ছেড়ে যায় এবং চট্টগ্রামে পৌঁছায় ভোর ০৩টা ৩০ মিনিটে। অপরদিকে, চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে দুপুর ১২:৩০ টায় ছাড়ে এবং সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে ঢাকায় পৌঁছায়। এই সময়সূচী যাত্রীদের সুবিধার্থে নির্ধারিত হয়েছে বাংলাদেশ রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইট থেকে।
ষ্টেশনের নাম | সময়সূচী ২০২৫ |
---|---|
চট্টগ্রাম | 12:30 PM |
কুমিড়া | 12:55 PM |
ফেনি | 01:56 PM |
নাঙ্গলকট | 02:22 PM |
লাকসাম | 02:40 PM |
কুমিল্লা | 03:07 PM |
কসবা | 03:39 PM |
আখাওড়া | 04:08 PM |
ব্রাহ্মণবাড়িয়া | 04:30 PM |
আশুগঞ্জ | 04:47 PM |
ভৈরব বাজার | 04:57 PM |
নরসিংদী | 05:30 PM |
ঢাকা | 06:40 PM |
তবে ঢাকা থেকে চট্টগ্রাম রুটে যেতে হলে টাইম শিডিউল বা সময়সুচি ভালমত খেয়াল করতে হবে। শুধু তাই নয় ঢাকা থেকে যাওয়ার সময় এই ট্রেনের টিকেট কাটতেও সতর্ক থাকতে হবে। কেননা এই ট্রেন ঢাকা থেকে রাতে যাত্রা শুরু করে এবং চট্টগ্রাম পৌছাতে পৌছাতে পরের দিন সকাল হয়ে যায়।
Also Read: চট্টগ্রাম থেকে ঢাকা সকল ট্রেনের সময়সূচী
মহানগর এক্সপ্রেস ঢাকা টু চট্টগ্রাম
২০২৫ সালের নতুন সময়সুচি অনুযায়ী, মহানগর এক্সপ্রেস ট্রেন ঢাকা (কমলাপুর) ছেড়ে যায় রাত ৯টা ২০ মিনিটে এবং আখাওড়া যাত্রা বিরতি করে রাত ১১ঃ৫৮ মিনিটে এবং সর্বশেষ চট্টগ্রাম পৌছায় পরের দিন সকাল/ভোর ৩টা বেজে ৩০ মিনিটে। যাত্রা পথে এই ট্রেনটি ১২টি ষ্টেশনে যাত্রা বিরতি করে থাকে।
স্টেশনের নাম | সময়সূচী |
---|---|
ঢাকা (কমলাপুর) | 09:20 PM |
বিমানবন্দর | 09:48 PM |
নরসিংদী | 10:30 PM |
ভৈরব বাজার | 11:03 PM |
আশুগঞ্জ | 11:13 PM |
ব্রাহ্মণবাড়িয়া | 11:32 PM |
আখাওড়া | 11:58 PM |
কসবা | 12:16 AM |
কুমিল্লা | 12:48 AM |
লাকসাম | 01:12 AM |
লাঙ্গলকোট | 01:28 AM |
ফেনি | 01:55 AM |
কুমিড়া | 02:55 AM |
চট্টগ্রাম জংশন | 03:30 AM |

জেনে নিনঃ চট্টগ্রাম বিজয় এক্সপ্রেস ট্রেনের সময়সূচী
মহানগর এক্সপ্রেস ট্রেনের ভাড়ার তালিকা
২০২৫ সালের নতুন আপডেট অনুযায়ী এই ট্রেনের ভাড়া কিছুটা বেড়েছে। উল্লেখ্য যে এই ট্রেনের তিন ধরনের লাক্সারিয়াস সিট রয়েছে যথাক্রমে এসি বার্থ, স্নিগ্ধা এবং শোভন চেয়ার। এসি সিটের ভাড়া ১৩৯৮ টাকা, স্নিগ্ধা ৭৭৭টাকা এবং শোভন চেয়ার ৪০৫ টাকা।
- শোভন চেয়ার– ৪০৫টাকা
- স্নিগ্ধা- ৭৭৭টাকা এবং
- এসি বার্থ সিট– ১৩৯৮ টাকা।