চিত্রা এক্সপ্রেস ট্রেনের সময়সূচী

চিত্রা এক্সপ্রেস নতুন ট্রেনের সময়সূচী, অবস্থান ও ভাড়া ২০২৫

চিত্রা নদীর নামানুসারে রাখা আন্তঃনগর চিত্রা এক্সপ্রেস বাংলাদেশের অন্যতম জনপ্রিয় একটি ট্রেন বিশেষ করে খুলনা ও যশোর বিভাগের মানুষের কাছে। ঢাকা থেকে দীর্ঘ ৪৪৯ কিলোমিটার রাস্তা অতিক্রম করতে হয় এই ট্রেনে। যাত্রাপথে এই ট্রেন ঢাকা, জয়দেবপুর, ঈশ্বরদী, পোড়াদহ, যশোর এবং খুলনাকে সংযুক্ত করেছে।

চিত্রা এক্সপ্রেস ট্রেনের সময়সূচী, এখন কোথায় আছে, বন্ধের দিন, কোথায় কোথায় থামে, ভাড়ার তালিকা এবং এই ট্রেনের কোড নম্বর কত এই বিষয়ে অনেকেই জানতে চায়। তাই আপডেট তথ্য নিয়েই আজকের আলোচনা।

চিত্রা এক্সপ্রেস ট্রেনের নতুন সময়সূচী ২০২৫

আন্তঃনগর চিত্রা এক্সপ্রেস ট্রেন নতুন সময়সূচী অনুসারে খুলনা স্টেশন ছেড়ে আসে সকাল ০৯.০০টায় এবং ঢাকা (কমলাপুর) পৌছায় সন্ধ্যা ০৬টা ০৫ মিনিটে। অপরদিকে, ঢাকা ছেড়ে যায় সন্ধ্যা ০৭টা ৩০ মিনিটে এবং খুলনা পৌছায় পরেরদিন সকাল ০৫টায়। উল্লেখ্য যে, এই ট্রেনের সাপ্তাহিক বন্ধের দিন হল রবিবার।

ষ্টেশনের নামসময়সূচী
ঢাকা কমলাপুর07:30 PM
বিমানবন্দর07:58 PM
জয়দেবপুর08:23 PM
টাঙ্গাইল09:42 PM
ইব্রাহিমাবাদ10:12 PM
এম মনসুর আলী10:41 PM
উল্লাপাড়া11:00 PM
বড়াল ব্রিজ11:20 PM
চাটমোহর11:35 PM
ঈশ্বরদী12:35 AM
ভেড়ামারা12:58 AM
পোড়াদহ01:20 AM
আলমডাঙ্গা01:37 AM
চুয়াডাঙ্গা01:57 AM
কোটচাঁদপুর02:49 AM
মোবারকগঞ্জ03:05 AM
যশোর03:44 AM
নোয়াপাড়া04:15 AM
খুলনা05:00 AM

চিত্রা এক্সপ্রেস ট্রেন যাত্রাপথে ঢাকা থেকে খুলনা পৌছাতে প্রায় ০৯ ঘণ্টা ৩০ মিনিট সময় নিয়ে থাকে এবং প্রায় ৪৪৯ কিলোমিটার পথ অতিক্রম করে। যাত্রাপথে এটি ঢাকা থেকে যাত্রা শুরু করে ১৮টি ষ্টেশনে যাত্রা বিরতি করে সর্বশেষ খুলনায় পৌছায়।

আমাদের সাথে যুক্ত হতে জয়েন করুন

কিছু জানার থাকলে জয়েন

চিত্রা এক্সপ্রেস ট্রেনের সময়সূচী

স্টেশনের নামসময়সূচী ২০২৫
খুলনা09:00 am
নোয়াপাড়া09:36 am
যশোর10:08 am
মোবারকগঞ্জ10:51 am
কোটচাঁদপুর11:04 am
দর্শনা11:31 am
চুয়াডাঙ্গা11:53 am
আলমডাঙ্গা12:12 pm
পোড়াদহ12:29 pm
মিরপুর12:41 pm
ভেড়ামারা12:54 pm
ঈশ্বরদী01:25 pm
চাটমোহর01:53 pm
বড়াল ব্রিজ02:09 pm
উল্লাপাড়া02:30 pm
এম মনসুর আলী02:49 pm
ইব্রাহিমাবাদ03:37 pm
টাঙ্গাইল03:59 pm
জয়দেবপুর05:11 pm
বিমানবন্দর05:35 pm
ঢাকা কমলাপুর06:05 pm

চিত্রা এক্সপ্রেস ট্রেনের ভাড়ার তালিকা

এই ট্রেনে সাধারণত তিন ধরনের সিট রয়েছে। যার মধ্যে শোভন চেয়ারের ভাড়া ৬৩০ টাকা, স্নিগ্ধা ভাড়া ১২০৮ টাকা এবং এসি সিটের টিকেট মূল্য ২১৬৮ টাকা। তবে অনলাইনে টিকেট কাটলে ২০ টাকা অতিরিক্ত চার্জ প্রযোজ্য হবে।

  • শোভন চেয়ারঃ ৬৩০ টাকা
  • স্নিগ্ধাঃ ১২০৮ টাকা
  • এসিঃ ২১৬৮ টাকা
স্টেশনভাড়ার তালিকা
ঢাকা – নোয়াপাড়াশোভন চেয়ার ৫৯৫, স্নিগ্ধা ১১৩৯, এসি ২০৪৭ টাকা
ঢাকা – যশোরশোভন চেয়ার ৫৬৫, স্নিগ্ধা ১০৮১, এসি ১৯৩৮ টাকা
ঢাকা – চুয়াডাঙ্গাশোভন চেয়ার ৪৭০, স্নিগ্ধা, ৮৯৭, এসি ১৬১০ টাকা
ঢাকা – ভেড়ামারাশোভন চেয়ার ৪১০, স্নিগ্ধা ৭৮২, এসি ১৪০৯ টাকা
ঢাকা – ঈশ্বরদীশোভন চেয়ার ৩৪০, স্নিগ্ধা ৫৫৬, এসি ১১৭৩ টাকা
ঢাকা – উল্লাপাড়াশোভন চেয়ার ২৭৫, স্নিগ্ধা ৫২৫, এসি ৯৩৮ টাকা
ঢাকা – ইব্রাহিমাবাদশোভন চেয়ার ১৪০, শ্নিগ্ধা ২৭১, এসি ৪৭৮ টাকা
ঢাকা – জয়দেবপুরশোভন চেয়ার ৫০, স্নিগ্ধা ১১৫, এসি ১৫০ টাকা

চিত্রা এক্সপ্রেস ট্রেনের ইতিহাস

এই ট্রেন ব্রডগেজ লাইনে চলাচল করে এবং এই ট্রেনটি ২০০৭ সালের ০৭ই অক্টোবর চালু করা হয়। এটি একটি দ্রুতগামী ট্রেন, যা যাত্রীদের জন্য আরামদায়ক ভ্রমণের অভিজ্ঞতা নিশ্চিত করে।

গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর

চিত্রা এক্সপ্রেস ট্রেনের কোড নম্বর

এই ট্রেনের কোড নম্বর ৭৬৩ এবং ৭৬৪। ৭৬৩ নং ট্রেন খুলনা টু ঢাকা চলাচল করে এবং ৭৬৪ নং ট্রেন ঢাকা টু খুলনা চলাচল করে।

চিত্রা এক্সপ্রেস ট্রেন এখন কোথায়

ট্রেন এখন কোথায় তা জানতে মোবাইলের ম্যাসেজ অপশনে গিয়ে TR <Space> 763 লিখে পাঁঠিয়ে দিন ১৬৩১৮ নম্বরে। পরবর্তী ম্যাসেজে ট্রেনের বর্তমান অবস্থান জানিয়ে দেওয়া হবে।

চিত্রা এক্সপ্রেস ট্রেন বন্ধের দিন বা অফ ডে কবে

৭৬৩ এবং ৭৬৪ নং ট্রেনের সাপ্তাহিক বন্ধের দিন রবিবার। এইদিন ছাড়া সপ্তাহের বাকি ছয়দিন নিরবচ্ছিন্ন সেবা দিয়ে চলেছে এই ট্রেন।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *