কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের সময়সূচী ও অনলাইন টিকেট বুকিং ২০২৫
২০২০ সালের ১৬ই জানুয়ারী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তঃনগর কুড়িগ্রাম এক্সপ্রেস (Kurigram Express) ট্রেন চালু করেন। ট্রেনটি বর্তমানে ১৮/২৪ লোডে নিয়মিত ঢাকা থেকে কুড়িগ্রাম চলাচল করছে।
এটি বাংলাদেশের অন্যতম দ্রুতগামী আন্তঃনগর ট্রেন হিসাবে পরিচিত। ঢাকা- কুড়িগ্রাম রুটে নিয়মিত চলাচলকারী এটি কুড়িগ্রামবাসীদের জন্য প্রথম এবং একমাত্র যাত্রীবাহী ট্রেন।
আন্তঃনগর কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের সময়সূচী, কোথায় কোথায় থামে, ভাড়ার তালিকা, এখন কোথায় আছে, অনলাইন টিকেট বুকিং, অফ ডে, ট্রেনের কোড নম্বর সহ বিস্তারিত আপডেট তথ্য এখানে বর্ণনা করা আছে।
কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের সময়সূচী ২০২৫
নতুন সময়সূচী অনুসারে ৭৯৭নং কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেন ঢাকা (কমলাপুর) স্টেশন ছেড়ে যায় রাত ০৮টা ৪৫ মিনিটে তারপর বিমানবন্দরে যাত্রা বিরতি করে নাটোর পৌছায় পরদিন ভোর ০১ঃ১৬টায় এবং কুড়িগ্রাম পৌছায় সকাল ০৬টা ১০ মিনিটে। অপরদিকে ৭৯৮ নং ট্রেনটি কুড়িগ্রাম থেকে সকাল ০৭ঃ২০টায় যাত্রা শুরু করে ঢাকায় পৌছায় বিকাল ০৫টা ১৫ মিনিটে।
স্টেশনের নাম | সময়সূচী |
---|---|
ঢাকা কমলাপুর | 08:45 pm |
বিমানবন্দর | 09:13 pm |
নাটোর | 01:16 am |
নাটোর মাধনগর | 01:34 am |
সান্তাহার | 02:20 am |
জয়পুরহাট | 02:57 am |
পার্বতীপুর | 04:15 am |
বদরগঞ্জ | 04:35 am |
রংপুর | 05:06 am |
কাউনিয়া | 05:30 am |
কুড়িগ্রাম | 06:10 am |
এই ট্রেনের টিকেট কাটার সময় একটু সাবধানে টিকেট কাটতে হবে কেননা কেও যদি নাটোরের পর কোন স্টেশন থেকে কুড়িগ্রামের টিকেট কাটতে চায় তাহলে যেদিন যাত্রা করবে তার পরের দিনের টিকেট কাটবে।
কারন এই ট্রেন ঢাকা থেকে রাত ০৮টা ৪৫ মিনিটে যাত্রা শুরু করলে নাটোর যেতে যেতে রাত ১২ টার বেশি বেশি যায়, আর ১২টার পর নতুন তারিখ শুরু হয়। আসা করি এই বিষয়টি মাথায় নিয়ে টিকেট কাটলে আর কোন হেসেল হওয়ার সম্ভাবনা থাকবে না।
কুড়িগ্রাম থেকে ঢাকা ট্রেনের সময়সূচী
ষ্টেশনের নাম | সময়সূচী |
---|---|
কুড়িগ্রাম | 07:20 am |
কাউনিয়া | 08:03 am |
রংপুর | 08:30 am |
বদরগঞ্জ | 09:00 am |
পার্বতীপুর | 09:45 am |
জয়পুরহাট | 10:46 am |
সান্তাহার | 11:25 am |
নাটোর মাধনগর | 12:03 pm |
নাটোর | 12:20 pm |
ঢাকা | 05:15 pm |
জেনে রাখা ভাল যে আন্তঃনগর এই ট্রেনটি লাল-সবুজ রঙের ইন্দোনেশিয়ান কোচ নিয়ে চলাচল করে যা অনেক সুন্দর দেখতে হয়। প্রতিটি বগিতে মোবাইল চার্জিং সুবিধা,খাবার সুবিধা সহ স্লিপার কোচ রয়েছে।
ঢাকা থেকে ছেড়ে যাওয়ার পথে ৭৯৭ নং কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটিতে আসন সংখ্যা থাকে ৫৯৬টি, অপরদিকে কুড়িগ্রাম থেকে ঢাকায় বেক করার সময় ৭৯৮ নং ট্রেনের আসন সংখ্যা হয় ৬২৬টি।
এই রুটের আরও কিছু জনপ্রিয় ট্রেন হলঃ
কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের ভাড়ার তালিকা ২০২৫
২০২৫ সালের নতুন প্রজ্ঞাপন অনুযায়ী আন্তঃনগর কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের সময়সূচী ও ভাড়াঃ শোভন চেয়ার ৬৪০ টাকা, স্নিগ্ধা ১২২৫ টাকা এবং এসি ২১৯৭ টাকা নির্ধারণ করা হয়েছে। ঢাকা থেকে কুড়িগ্রাম পৌছাতে এই ট্রেনের মোট ৯ ঘন্টা ৫০ মিনিট সময়ের প্রয়োজন হয়।
- শোভন চেয়ারঃ ৬৪০টাকা
- স্নিগ্ধাঃ ১২২৫ টাকা
- এসি বার্থঃ ২১৯৭ টাকা
কুড়িগ্রাম এক্সপ্রেস অনলাইন টিকেট বুকিং করার নিয়ম
এই ট্রেনের অনলাইন টিকেট বুকিং করার জন্য ৫টি সহজ নিয়ম অভলম্বন করতে হবে। এই নিয়মগুলো সঠিকভাবে মেনে চললে সহজেই অনলাইন টিকেট বুকিং করা যাবে।
ই-টিকেট ওয়েবসাইটে প্রবেশঃ সর্বপ্রথম বাংলাদেশ রেলওয়ের অফিসিয়াল টিকেট পোর্টালে লগিন করতে হবে। টিকেট কাটার লিংকটি হলঃ eticket.railway.gov.bd/
প্রয়োজনীয় তথ্য প্রদানঃ এখানে কোন স্টেশন হতে যাত্রা করবে সেই ষ্টেশনের নাম, গন্তব্য ষ্টেশনের নাম, যাত্রার তারিখ এবং যাত্রার তারিক লিখে সার্চ করুন।
টিকেট বুকঃ এরপর আসন ফাকা থাকলে কতটি সিট খালী আছে তা দেখা যাবে। এখান থেকে Book Now বাটনে ক্লিক করতে হবে। এরপর ক থেকে ড যেকোনো বগি সিলেক্ট করে নির্দিষ্ট সিট সিলেক্ট করুন।

পেমেন্ট করে টিকেট ডাউনলোডঃ সর্বশেষ যেকোনো মোবাইল ব্যাংকিং যেমন বিকাশ, নগদ, রকেট দিয়ে পেমেন্ট করুন। এক্ষেত্রে ২০টাকা অনলাইন চার্জ কেটে নিবে। পেমেন্ট সম্পন্ন করে টিকেট প্রিন্ট করে নিন অথবা ডাউনলোড করে নিন।
গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর
প্রশ্নঃ কুড়িগ্রাম এক্সপ্রেস কোথায় কোথায় থামে
উত্তরঃ আন্তঃনগর কুড়িগ্রাম এক্সপ্রেস (kurigram Express) ট্রেনটি ঢাকা কমলাপুর থেকে যাত্রা শুরু করে বিমানবন্দর, নাটোর, সান্তাহার, জয়পুরহাট, পার্বতীপুর, বদরগঞ্জ, রংপুর এবং কাউনিয়া ষ্টেশনে থামে এবং কুড়িগ্রাম পৌছায়। যাত্রাপথে এই ট্রেনটি ৯টি ষ্টেশনে যাত্রা বিরতি করে।
প্রশ্নঃ কুড়িগ্রাম এক্সপ্রেস সময়সূচি ২০২৫
উত্তরঃ কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেন ঢাকা থেকে রাত ৮:৪৫ টায় ছাড়ে এবং কুড়িগ্রামে সকাল ৬:১০ টায় পৌঁছায়। বিপরীত দিকে, এটি কুড়িগ্রাম থেকে সকাল ৭:১৫ টায় ছাড়ে এবং ঢাকায় বিকাল ৪:৪৫ টায় পৌঁছায়। এটি উত্তরবঙ্গের অন্যতম গুরুত্বপূর্ণ ট্রেন, যা নির্দিষ্ট স্টপেজে যাত্রী নামানো ও তোলার জন্য বিরতি নেয়।
প্রশ্নঃ এই ট্রেনের কোড নম্বর কত ?
উত্তরঃ এই ট্রেনটির কোড নম্বর ৭৯৭ ও ৭৯৮। ঢাকা টু কুড়িগ্রাম রুটে ৭৯৭ এবং কুড়িগ্রাম টু ঢাকা রুটে ৭৯৮ নম্বর।
প্রশ্নঃ কুড়িগ্রাম এক্সপ্রেস অফ ডে
এই ট্রেনটির সাপ্তাহিক বন্ধের দিন হল হল বুধবার। প্রতি বুধবার ছাড়া প্রতিদিন এই ট্রেন চলাচল করে।
কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের বর্তমান অবস্থান
এই ট্রেনের বর্তমান অবস্থান জানতে ফেসবুক পেজ ফলো করুন। কিংবা মোবাইলের ম্যাসেজ অপশনে গিয়ে TR<Space> 797 লিখে পাঁঠিয়ে দিন 16318 নম্বরে। এক্ষেত্রে ৫টা চার্জ কেটে নিবে এবং কিছুক্ষণের মধ্যে এসএমএস এর মাধ্যমে ট্রেনের বর্তমান অবস্থান জানিয়ে দেওয়া হবে।