লালমনি এক্সপ্রেস ট্রেনের সময়সূচী

লালমনি এক্সপ্রেস ট্রেনের সময়সূচী ও ভাড়ার তালিকা ২০২৫

আন্তঃনগর লালমনি এক্সপ্রেস ট্রেনের সময়সূচী টিকেট মূল্য এবং কোথায় কোথায় থামে এই নিয়ে অনেকেই জানতে চায়। তাই আজকের লালমনিরহাট এক্সপ্রেস ট্রেনের টিকেট বুকিং থেকে শুরু করে এই ট্রেন সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারা যাবে যা আগে জানার কথা না।

বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ট্রেন লালমনি এক্সপ্রেস (Lalmoni Express) প্রতিদিন ঢাকা থেকে লালমনিরহাট এবং লালমনিরহাট থেকে ঢাকা রুটে চলাচল করে। যাত্রীদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ আন্তঃনগর ট্রেন কেননা আগে এটিই একমাত্র ট্রেন ছিল। তবে বর্তমানে এই রুটে আরও একটি ট্রেন চলাচল করে যার নাম আন্তঃনগর বুড়িমারী এক্সপ্রেস ট্রেন।

লালমনি এক্সপ্রেস ট্রেনের সময়সূচী ২০২৫

২০২৫ সালের নতুন সময়সূচী অনুসারে, ট্রেনটি প্রতিদিন নির্ধারিত সময়ে ঢাকা থেকে লালমনিরহাট এবং লালমনিরহাট থেকে ঢাকা চলাচল করে। এটি রাত ৯:৪৫ মিনিটে ঢাকা (কমলাপুর) থেকে ছেড়ে সকালে ৭:২০ মিনিটে লালমনিরহাট পৌঁছায়। অপরদিকে, লালমনিরহাট থেকে দুপুর ১০:২০ মিনিটে ছেড়ে রাত ৮:১০ মিনিটে ঢাকা পৌঁছায়। এই ট্রেনের সাপ্তাহিক বন্ধের দিন শুক্রবার

আমাদের সাথে যুক্ত হতে জয়েন করুন

কিছু জানার থাকলে জয়েন

ষ্টেশনের নামসময়সূচী ২০২৫
ঢাকা কমলাপুর09:45 pm
বিমানবন্দর10:13 pm
জয়দেবপুর10:39 pm
টাঙ্গাইল11:35 pm
ইব্রাহিমাবাদ12:05 am
এম মনসুর আলী12:34 am
উল্লাপাড়া12:53 am
বড়াল ব্রিজ01:15 am
আজিম নগর02:03 am
নাটোর02:42 am
সান্তাহার03:50 am
বগুড়া04:33 am
সোনাতলা05:05 am
বোনার পাড়া05:25 am
গাইবান্ধা05:51 am
বামনডাঙ্গা06:22 am
পীরগাছা06:43 am
কাওনিয়া07:03 am
তিস্তা জাংশন07:12 am
লালমনিরহাট07:30 am

ঢাকা থেকে লালমনিরহাট পৌছাতে এই ট্রেনটি ১৯ টি স্টেশনে যাত্রা বিরতি করে। এতগুলো স্টেশনে যাত্রা বিরতি করার কারনে এই ট্রেনের সময় কিছুটা বেশি লাগে। তার মানে ঢাকা থেকে লালমনিরহাট পৌছাতে এই ট্রেনে প্রায় ৯ ঘণ্টা ৪৫ মিনিট সময় লাগে।

তবে ঢাকা থেকে রংপুর, কুড়িগ্রাম, পীরগাছা অভিমুখে কম সময়ে ভ্রমন করতে চাইলে আন্তনগর রংপুর এক্সপ্রেস হবে একটি সঠিক সিদ্ধান্ত, কেননা এখানে কম সময়ে নিরাপদ ভ্রমনের নিশচয়তা পাওয়া যাবে। বর্তমানে লালমনি এক্সপ্রেস ট্রেনটি ইন্দোনেশিয়ান কোচে চলাচল করছে।

লালমনিরহাট থেকে ঢাকা সময়সূচী

স্টেশনের নামছাড়ার সময়সূচী
লালমনিরহাঁট10:00 am
তিস্তা জংশন10:18 am
কাওনিয়া10:28 am
পীরগাছা10:45 am
বামনডাঙ্গা11:05 am
গাইবান্ধা11:37 am
বোনার পাড়া12:02 pm
সোনাতলা12:21 pm
বগুড়া12:54 pm
সান্তাহার01:40 pm
নাটোর02:26 pm
আজিম নগর02:53 pm
বড়াল ব্রিজ02:53 pm
উল্লাপাড়া02:53 pm
এম মনসুর আলী04:21 pm
ইব্রাহিমাবাদ05:04 pm
টাঙ্গাইল05:28 pm
জয়দেবপুর06:43 pm
বিমানবন্দর07:15 pm
ঢাকা কমলাপুর07:40 pm
লালমনি এক্সপ্রেস ট্রেনের সময়সূচী ২০২৫

লালমনি এক্সপ্রেস ট্রেনের ইতিহাস

লালমনিরহাঁট রুট ১৯৮৬ সালে চালু হলেও আন্তঃনগর লালমনি এক্সপ্রেস ট্রেনটি ২০০৪ সালের ৭ই মার্চ চালু হয়। এটি উত্তরবঙ্গের অন্যতম প্রধান আন্তঃনগর ট্রেন, যা বিশেষত লালমনিরহাট জেলার মানুষের জন্য যাতায়াতের একটি নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে গড়ে উঠেছে। দীর্ঘ ২০ বছরের বেশি সময় ধরে এটি যাত্রীদের আরামদায়ক ও নির্ভরযোগ্য সেবা প্রদান করে আসছে।

লালমনি এক্সপ্রেসের সুবিধাসমূহ

  • নির্ধারিত সময়ে ট্রেন ছাড়ার নিশ্চয়তা
  • বিশ্রামের জন্য আরামদায়ক আসন
  • খাবার ও পানীয়ের ব্যবস্থা
  • নিরাপদ ও নির্ভরযোগ্য যাত্রা
  • এসি ও নন-এসি এবং স্লিপার কোচ
  • মোবাইল চার্জিং সুবিধা
  • ইন্দোনেশিয়ান লাল-সবুজ কোচ
  • ৭০০+ সিট সংখ্যা

লালমনি এক্সপ্রেস ট্রেনের ভাড়ার তালিকা

লালমনি এক্সপ্রেসে বিভিন্ন শ্রেণির আসনের জন্য আলাদা আলাদা ভাড়া নির্ধারিত রয়েছে। আরামদায়ক ভ্রমণের জন্য যাত্রীরা তাদের প্রয়োজন অনুযায়ী টিকিট সংগ্রহ করতে পারেন। সাধারণত, শোভন চেয়ারের ভাড়া সবচেয়ে কম এবং এসি কেবিনের ভাড়া সবচেয়ে বেশি। নিচে বিভিন্ন শ্রেণির ভাড়ার তালিকা দেওয়া হলো:

সিটের ধরনটিকেট মূল্য (টুল সহ)
শোভন চেয়ার৬৮০ টাকা
স্নিগ্ধা১৩০০ টাকা
এসি বার্থ/স্লিপ২৩৮৫ টাকা

জেনে নিনঃ কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের সময়সূচী

এই ট্রেনটি ঢাকা থেকে রাতে ছাড়ে এবং লালমনি পৌছায় সকালে। তাই এই ট্রেনের টিকেট কাটার সুয় একটু সাবধানতা অভলম্বন করা উচিত। কেও যদি

লালমনি এক্সপ্রেস কোথায় কোথায় দাঁড়ায়?

এই ট্রেনটি সর্বমোট ১৯টি স্টেশনে যাত্রা বিরতি করে। লালমনিরহাঁট থেকে সকাল ১০টায় যাত্রা শুরু করে তিস্তা, কাওনিয়া, পীরগাছা, বামনডাঙ্গা, গাইবান্ধা, বোনার পাড়া, সোনাতলা, বগুড়া, সান্তাহার, নাটোর, আজিম নগর, বড়াল ব্রিজ, উল্লাপাড়া, মনসুর আলী, বঙ্গবন্ধু সেতু পূর্ব, টাঙ্গাইল, জয়দেবপুর এবং বিমানবন্দরে দাড়ায় এবং ঢাকা পৌছায় সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে

লালমনি এক্সপ্রেস কি বারে বন্ধ থাকে?

ঢাকা থেকে লালমনিরহাঁট অভিমুখী ৭৫১ নং এবং লালমনিরহাঁট থেকে ঢাকা অভিমুখী ৭৫২ নম্বর লাল্মনি এক্সপ্রেস সপ্তাহের প্রতি শুক্রবার বন্ধ থাকে। এছাড়া বাকি ছয়দিন শনি-বৃহস্পতি খোলা থাকে।

লালমনি এক্সপ্রেস ট্রেনের কোড কত?

ঢাকা থেকে লালমনিরহাটঃ ৭৫১ এবং লালমনিরহাট থেকে ঢাকাঃ ৭৫২

লালমনিরহাট টু গাইবান্ধা ট্রেনের সময়সূচী

লালমনিরহাট থেকে গাইবান্ধা অভিমুখী আন্তঃনগর লালমনি এক্সপ্রেস ট্রেনটি সকাল ১০টার সময় যাত্রা শুরু করে এবং গাইবান্ধা পৌছায় সকাল ১১টা বেজে ৩৭ মিনিটে। তবে ট্রেনের শিডিউল বিপর্যয় ঘটলে গন্তব্যে পৌছাতে কিছুটা বেশি সময় লাগতে পারে।

ঢাকা টু লালমনিরহাট ট্রেনের সময়সূচী

ঢাকা টু লালমনিরহাট দুইটি ট্রেন নিয়মিত চলাচল করছে। আন্তঃনগর বুরিমারি এক্সপ্রেস এবং আন্তঃনগর লালমনি এক্সপ্রেস। লালমনিরহাট এক্সপ্রেস ট্রেন ঢাকা থেকে রাত ৯টা ৪৫ মিনিটে ছেড়ে দিয়ে লালমনিরহাট পৌছায় সকাল ৭টা ৩০ মিনিটে। অপরদিকে আন্তঃনগর বুরিমারি এক্সপ্রেস

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *