জামালপুর কমিউটার ট্রেনের সময়সূচী

জামালপুর কমিউটার ট্রেনের সময়সূচী ও ভাড়া ২০২৫

জামালপুর কমিউটার ট্রেন বাংলাদেশের অন্যতম সেরা একটি লোকাল ট্রেন। এই ট্রেন বৃহত্তর ময়মনসিংহ এবং জামালপুর জেলার মানুষের জন্য অন্যতম ভরসার একটি ট্রেন। প্রতিদিন হাজারো নিম্ন-মধ্যবিত্ত মানুষ এই ট্রেনের সেবা গ্রহন করে থাকে।

জামালপুর কমিউটার ট্রেনের সময়সূচী, স্টপেজ এবং টিকেট মূল্য সহ বিস্তারিত আপডেট তথ্য জানতে পারবে যা এর আগে অন্য কোন ওয়েবসাইট দিতে পারে নি।

জামালপুর কমিউটার ট্রেনের সময়সূচী ২০২৫

নতুন সময়সূচী অনুসারে, ৫১ নং জামালপুর কমিউটার ট্রেনটি ঢাকা (কমলাপুর) ষ্টেশন ছেড়ে যায় বিকাল ০৩টা ৪০ মিনিটে এবং জামালপুর ষ্টেশনে যাত্রা বিরতি করে ০৮টা ৪৮ মিনিটে। সর্বশেষ দেওয়ানগঞ্জ বাজার ষ্টেশনে পৌছায় রাত ১০টা বেজে ১৫ মিনিটে।

অপরদিকে, দেওয়ানগঞ্জ বাজার ছেড়ে আসে ভোর ০৫ঃ১ টায়, জামালপুর পৌছায় সকাল ০৬:১০ টায় এবং ঢাকা পৌছায় সকাল ১১টা ১৫ মিনিটে। জামালপুরের আরও একটি ট্রেন রয়েছে সেটি হল দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেন, এটিও অনেক ভাল একটি ট্রেন।

ঢাকা থেকে জামালপুর কমিউটার ট্রেনের সময়সূচী

ষ্টেশনের নামসময়সূচী
ঢাকা কমলাপুর 03:40 PM
তেজগাঁও03:54 PM
ঢাকা বিমানবন্দর04:10 PM
টঙ্গি জংশন04:21 PM
জয়দেবপুর04:46 PM
শ্রীপুর05:18 Pm
কাউরাইদ05:35 PM
মশাখালি05:49 PM
গফরগাঁও06:02 PM
ধলা06:22 PM
আউলিয়া নগর06:32 PM
ময়মনসিংহ জং07:10 PM
বিদ্যাগঞ্জ07:42 PM
পিয়ারপুর08:00 PM
নুরুন্দি08:14 PM
নান্দিনা08:30 PM
জামালপুর জংশন08:48 PM
মেলান্দহ বাজার09:12 PM
দুরমুঠ09:25 PM
ইসলামপুর বাজার09:37 PM
দেওয়ানগঞ্জ বাজার10:15 PM
jamalpur commuter train schedule 2025

ময়মনসিংহ থেকে জামালপুর কমিউটার ট্রেনের সময়সূচী

আপডেট সমসুচি অনুযায়ী ময়মনসিংহ থেকে এই ট্রেন সন্ধ্যা ০৭টা ১০ মিনিটে জামালপুরের উদ্দেশ্যে যাত্রা করে। যাত্রা পথে পিয়ারপুর, বিদ্যাগঞ্জ, নুরুন্দি এবং নান্দিনা ষ্টেশনে যাত্রা বিরতি করে জামালপুর পৌছায় রাত ০৮টা ৪৮ মিনিতে এবং সর্বশেষ দেওয়ানগঞ্জ পৌছায় রাত ১০টা বেজে ১৫ মিনিটে।

তবে ট্রেনের শিডিউল বিপর্যয় ঘটলে এই সময়সূচী কিছুটা পরিবর্তন হতে পারে। এক্ষেত্রে যাত্রা পথে জামালপুরের আরও কিছু দ্রুতগতির ট্রেনে যাত্রা করতে পারেন, কেননা এই ট্রেনগুলো সঠিক সময়সূচী মেনে চলে।

বিকল্প ট্রেনগুলো হলঃ

দেওয়ানগঞ্জ টু ঢাকা কমিউটার ট্রেনের সময়সূচী

৫২ নং জামালপুর কমিউটার ট্রেনটি দেওয়ানগঞ্জ বাজার ছেড়ে আসে ভোর ০৫টা ১০ মিনিটে এবং ১৯ টি ষ্টেশনে যাত্রা বিরতি শেষে ঢাকা কমলাপুর পৌছায় সকাল ১১টা ১৫ মিনিটে।

প্রতিটি ষ্টেশনের বিস্তারিত সময়সূচী এখানে রয়েছে। আপনাদের যেকোনো মতামত কমেন্টে জানাতে পারেন।

ষ্টেশনের নামসময়সূচী ২০২৫
দেওয়ানগঞ্জ বাজারসকাল ০৫ঃ১০
ইসলামপুর বাজারসকাল ০৫ঃ২৫
দুরমুঠসকাল ০৫ঃ৩৬
মেলান্দহ বাজারসকাল ০৫ঃ৪৮
জামালপুর জংশনসকাল ০৬ঃ১০
নান্দিনাসকাল ০৬ঃ২৫
নুরুন্দিসকাল ০৬ঃ৩৯
পিয়ারপুরসকাল ০৬ঃ৫২
বিদ্যাগঞ্জসকাল ০৭ঃ০৭
ময়মনসিংহসকাল ০৭ঃ৩৩
আওলিয়া নগরসকাল ০৮ঃ০৯
ধলাসকাল ০৮ঃ২২
গফরগাঁওসকাল ০৮ঃ৩৭
মশাখালিসকাল ০৮ঃ৫০
কাওরাইদসকাল ০৯ঃ১১
শ্রীপুরসকাল ০৯ঃ৩০
জয়দেবপুরসকাল ১০ঃ১৬
টঙ্গি জংশনসকাল ১০ঃ৩২
বিমানবন্দরসকাল ১০ঃ৪২
তেজগাঁওসকাল ১১ঃ০০
ঢাকা কমলাপুরসকাল ১১ঃ১৫
জামালপুর কমিউটার ট্রেনের সময়সূচী

আমাদের সাথে যুক্ত হতে জয়েন করুন

কিছু জানার থাকলে জয়েন

জামালপুর কমিউটার ট্রেনের ভাড়া

এই ট্রেনে যাত্রা করার সময় আগে ২-৩টা টিকেট একত্রে কাটলে একটি সিট পাওয়া যেত যা ছিল অবৈধ। ৫ই আগস্ট সরকার পতনের পর এই নিয়মটি উঠে গেছে এবং এখন আর কাউন্টারে এই নিয়ম দেখা যায় না বললেই চলে।

তাই নতুন আপডেট অনুসারে এই ট্রেনের ভাড়ার তালিকাঃ

  • ঢাকা- দেওয়ানগঞ্জঃ ৯৫টাকা
  • ঢাকা-জামালপুরঃ ৮০টাকা
  • জামালপুর থেকে ঢাকাঃ ৮০ টাকা এবং
  • দেওয়ানগঞ্জ থেকে ঢাকাঃ ৯৫ টাকা

তবে এই ভাড়া যেকোনো সময় পরিবর্তিত হতে পারে কারন এটি একটি বেসরকারি ট্রেন। জামালপুর কমিউটার ট্রেনটি বাংলাদেশের ময়মনসিংহ, জামালপুর এবং গাজিপুর এই তিনটি জেলাকে সংযুক্ত করেছে। এই ট্রেনটি অনেক পুরাতন একটি ট্রেন যার কারনে অনেকে একে জামালপুর কম্পিউটার ট্রেন বলে থাকে। তবে সঠিক উচ্চারন হবে জামালপুর কমিউটার। এই ট্রেনে সবসময়য় যাত্রীচাপ থাকে কারন ভাড়া খুব কম এবং প্রত্যেকটি ষ্টেশনে দাড়ায়।

গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর

জামালপুর কমিউটার ট্রেনের স্টপেজ

এই ট্রেনটি অনেকগুলো স্টেশনে থামে। তাই এর স্টপেজগুলো অনেক হবে এটাই স্বাভাবিক। স্টপেজ স্টেশনগুলোর মধ্যে প্রধানতম স্টেশন হলঃ দেওয়ানগঞ্জ, জামালপুর, নান্দিনা, ময়মনসিংহ, গাজিপুর শ্রীপুর, গফরগাঁও, টঙ্গি বিমানবন্দর এবং ঢাকা কমলাপুর।

জামালপুর কমিউটার কোড নম্বর কত

এই ট্রেনের কোড নম্বর ৫১ এবং ৫২। জামালপুর টু ঢাকা ৫১ এবং ঢাকা টু জামালপুর ৫২ নম্বর।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

One Comment

  1. Clustering says:

    জামালপুর কমিউটার ট্রেনটি সত্যিই অনেক সুবিধাজনক এবং জনপ্রিয়। এই ট্রেনটি প্রতিদিন হাজারো মানুষের যাতায়াতের চাহিদা পূরণ করে। সময়সূচী এবং টিকেটের মূল্য সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়, যা যাত্রীদের জন্য খুবই উপকারী। তবে ট্রেনের শিডিউল বিপর্যয় হলে বিকল্প ট্রেন ব্যবহারের সুযোগ আছে। এই ট্রেনের ভাড়া কত এবং তা কিভাবে নির্ধারণ করা হয়?