মহানগর এক্সপ্রেস ট্রেনের সময়সূচী ও ভাড়া ২০২৫

১৯৮৫ সালের ৪ঠা ডিসেম্বর চালু হওয়া আন্তঃনগর মহানগর এক্সপ্রেস (Mohanagar Express) বাংলাদেশ রেলওয়ের অন্যতম জনপ্রিয় একটি ট্রেন। এই ট্রেনটি নিয়মিত ঢাকা-চট্টগ্রাম রুটে চলাচল করে। এটি আরামদায়ক ও দ্রুতগতির ট্রেন হওয়ার কারণে ব্যবসায়ী, পর্যটক ও সাধারণ যাত্রীদের মধ্যে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে।

মহানগর এক্সপ্রেস ট্রেনের সময়সূচী
মহানগর এক্সপ্রেস ট্রেনের সময়সূচী ২০২৫

এই ট্রেনের সময়সূচী, এখন কোথায় আছে, বন্ধের দিন, যে যে স্টেশনে যাত্রা বিরতি করে এবং ট্রেনের টিকেট মূল্য সহ বিস্তারিত তথ্য রয়েছে। এই তথ্যগুলো বিভিন্ন প্লাটফর্ম থেকে সংগ্রহ করা বিশেষ করে বাংলাদেশ রেলওয়ে অফিসিয়াল ওয়েবসাইট

মহানগর এক্সপ্রেস ট্রেনের সময়সূচী ২০২৫

মহানগর এক্সপ্রেস ট্রেন প্রতিদিন ঢাকা-চট্টগ্রাম রুটে চলাচল করে। নতুন সময়সূচী অনুসারে এটি ঢাকা থেকে রাত ৯:২০ মিনিটে ছেড়ে যায় এবং চট্টগ্রামে পৌঁছায় ভোর ০৩টা ৩০ মিনিটে। অপরদিকে, চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে দুপুর ১২:৩০ টায় ছাড়ে এবং সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে ঢাকায় পৌঁছায়। এই সময়সূচী যাত্রীদের সুবিধার্থে নির্ধারিত হয়েছে বাংলাদেশ রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইট থেকে।

ষ্টেশনের নামসময়সূচী ২০২৫
চট্টগ্রাম12:30 PM
কুমিড়া12:55 PM
ফেনি01:56 PM
নাঙ্গলকট02:22 PM
লাকসাম02:40 PM
কুমিল্লা03:07 PM
কসবা03:39 PM
আখাওড়া04:08 PM
ব্রাহ্মণবাড়িয়া04:30 PM
আশুগঞ্জ04:47 PM
ভৈরব বাজার04:57 PM
নরসিংদী05:30 PM
ঢাকা06:40 PM

তবে ঢাকা থেকে চট্টগ্রাম রুটে যেতে হলে টাইম শিডিউল বা সময়সুচি ভালমত খেয়াল করতে হবে। শুধু তাই নয় ঢাকা থেকে যাওয়ার সময় এই ট্রেনের টিকেট কাটতেও সতর্ক থাকতে হবে। কেননা এই ট্রেন ঢাকা থেকে রাতে যাত্রা শুরু করে এবং চট্টগ্রাম পৌছাতে পৌছাতে পরের দিন সকাল হয়ে যায়।

Also Read: চট্টগ্রাম থেকে ঢাকা সকল ট্রেনের সময়সূচী

মহানগর এক্সপ্রেস ঢাকা টু চট্টগ্রাম

২০২৫ সালের নতুন সময়সুচি অনুযায়ী, মহানগর এক্সপ্রেস ট্রেন ঢাকা (কমলাপুর) ছেড়ে যায় রাত ৯টা ২০ মিনিটে এবং আখাওড়া যাত্রা বিরতি করে রাত ১১ঃ৫৮ মিনিটে এবং সর্বশেষ চট্টগ্রাম পৌছায় পরের দিন সকাল/ভোর ৩টা বেজে ৩০ মিনিটে। যাত্রা পথে এই ট্রেনটি ১২টি ষ্টেশনে যাত্রা বিরতি করে থাকে।

স্টেশনের নামসময়সূচী
ঢাকা (কমলাপুর)09:20 PM
বিমানবন্দর09:48 PM
নরসিংদী10:30 PM
ভৈরব বাজার11:03 PM
আশুগঞ্জ11:13 PM
ব্রাহ্মণবাড়িয়া11:32 PM
আখাওড়া11:58 PM
কসবা12:16 AM
কুমিল্লা12:48 AM
লাকসাম01:12 AM
লাঙ্গলকোট01:28 AM
ফেনি01:55 AM
কুমিড়া02:55 AM
চট্টগ্রাম জংশন03:30 AM

মহানগর এক্সপ্রেস বাংলাদেশের একটি জনপ্রিয় আন্তঃনগর ট্রেন, যা চট্টগ্রাম থেকে ঢাকা (কমলাপুর) পর্যন্ত চলাচল করে। ১৯৮৫ সালের ৪ ডিসেম্বর চালু হওয়া এই ট্রেনটি বর্তমানে পূর্বাঞ্চল রেলওয়ের অধীনে পরিচালিত হচ্ছে। রেল নম্বর ৭২১/৭২২ সম্বলিত এই ট্রেনটি সপ্তাহে ৬ দিন চলে এবং রবিবার বন্ধ থাকে। এটি মোট ৩২০ কিলোমিটার পথ অতিক্রম করে এবং যাত্রাপথে ১২টি গুরুত্বপূর্ণ স্টেশনে যাত্রা বিরতি দেয়।

মহানগর এক্সপ্রেস ট্রেনের সময়সূচী
মহানগর এক্সপ্রেস ট্রেনের সময়সূচী

জেনে নিনঃ চট্টগ্রাম বিজয় এক্সপ্রেস ট্রেনের সময়সূচী

মহানগর এক্সপ্রেস ট্রেনের ভাড়ার তালিকা

২০২৫ সালের নতুন আপডেট অনুযায়ী এই ট্রেনের ভাড়া কিছুটা বেড়েছে। উল্লেখ্য যে এই ট্রেনের তিন ধরনের লাক্সারিয়াস সিট রয়েছে যথাক্রমে এসি বার্থ, স্নিগ্ধা এবং শোভন চেয়ার। এসি সিটের ভাড়া ১৩৯৮ টাকা, স্নিগ্ধা ৭৭৭টাকা এবং শোভন চেয়ার ৪০৫ টাকা।

  • শোভন চেয়ার– ৪০৫টাকা
  • স্নিগ্ধা- ৭৭৭টাকা এবং
  • এসি বার্থ সিট– ১৩৯৮ টাকা।

মহানগর এক্সপ্রেসে রয়েছে বিভিন্ন শ্রেণির আসন এসি, নন-এসি ও শোভন চেয়ার যা যাত্রীদের প্রয়োজন অনুযায়ী বেছে নেওয়ার সুযোগ দেয়। ট্রেনটিতে ঘুমানোর ব্যবস্থা, খাবার সরবরাহ এবং বিনোদনের সুযোগও রয়েছে, যা দীর্ঘ ভ্রমণকে আরামদায়ক করে তোলে। এটি মিটারগেজ লাইনে চলাচল করে এবং যাত্রীদের জন্য আসন বিন্যাস ও লাগেজ ব্যবস্থাও সুনিশ্চিত করা হয়েছে।

গুরুত্বপূর্ণ প্রশ্নসমুহ

মহানগর এক্সপ্রেস বন্ধের দিন

এই ট্রেনটি প্রতি রবিবার বন্ধ থাকে। এছাড়া প্রতিদিনই ঢাকা-চট্টগ্রাম এবং চট্টগ্রাম-ঢাকা রুটে চলাচল করে আসছে।

মহানগর এক্সপ্রেস এখন কোথায়

যেকোনো ট্রেন এখন কোথায় আছে তা জানতে মোবাইলের ম্যাসেজ অপশনে গিয়ে টাইপ করুন TR তারপর একটি স্পেস দিয়ে ট্রেনের কোড নম্বর লিখুন এবং পাঁঠিয়ে দিন 16318 নম্বরে। পরবর্তী মেসেজে এই ট্রেনের বর্তমান অবস্থান জানিয়ে দেওয়া হবে।

মহানগর এক্সপ্রেস ট্রেনের কোড নম্বর কত ?

এই ট্রেনের ঢাকা থেকে চট্টগ্রাম ৭২২ নম্বর কোড নিয়ে চলাচল করে অপরদিকে চট্টগ্রাম থেকে ঢাকা ৭২১ নম্বর কোড নিয়ে চলাচল করে।

মহানগর এক্সপ্রেস কোন কোন স্টেশনে থামে ?

আন্তঃনগর মহানগর এক্সপ্রেস ট্রেনটি ঢাকা কমলাপুর থেকে যাত্রা শুরু করে তারপর বিমানবন্দর ষ্টেশনে যাত্রা বিরতি করে যথাক্রমে নরসিংদী, ভৈরব, আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, আখাওড়া, কসবা, কুমিল্লা, লাকসাম, লাঙ্গলকোট, ফেনি এবং কুমিরা ষ্টেশনে যাত্রা বিরতি করে চট্টগ্রাম গিয়ে থামে।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *