উদয়ন এক্সপ্রেস ট্রেনের সময়সূচী

উদয়ন এক্সপ্রেস ট্রেনের নতুন সময়সূচী ও ভাড়া ২০২৫

আন্তঃনগর উদয়ন এক্সপ্রেস ট্রেন বাংলাদেশের অন্যতম জনপ্রিয় একটি ট্রেন বিশেষ করে চট্টগ্রাম এবং সিলেটের জন্য। তাই ভ্রমণের পূর্বে উদয়ন এক্সপ্রেস ট্রেনের সময়সূচী, ভাড়ার তালিকা এবং বন্ধের দিন সম্পর্কে জেনে নেওয়া জরুরি।

এই ট্রেনটি চলতি পথে সিলেট এবং চট্টগ্রাম ষ্টেশন সহ ১১টি ষ্টেশনে যাত্রা বিরতি করে এবং সর্বমোট আট (০৮) ঘন্টা সময় লাগে। যাত্রা পথে ফেনি, কুমিল্লা, লাকসাম, আখাউড়া, শায়েস্তা গঞ্জ, শ্রীমঙ্গল, শমশের নগর, কুলাওড়া, মাইগঞ্জ এবং সিলেট ষ্টেশনে যাত্রা বিরতি করে থাকে।

উদয়ন এক্সপ্রেস ট্রেনের সময়সূচী ২০২৫

নতুন সময়সূচী অনুসারে ৭২৪ নং আন্তঃনগর উদয়ন এক্সপ্রেস ট্রেন রাত ১০ টায় সিলেট ষ্টেশন ছেড়ে গিয়ে প্রায় ০৮ ঘন্টার দীর্ঘ যাত্রা শেষে চট্টগ্রাম পৌছায় সকাল ০৫টা ৩৫ মিনিটে। ট্রেনের টিকেট সংগ্রহ করা যাবে eticket.railway.gov.bd এই ওয়েবসাইট থেকে অথবা Rail Seba অ্যাপ থেকে।

উদয়ন এক্সপ্রেস ট্রেনের সময়সূচী সিলেট টু চট্টগ্রাম
ষ্টেশনের নামসময়সূচী
সিলেটরাত ১০টা ০০ মিনিট
মাইগঞ্জরাত ১০টা ৩৯ মিনিট
বরমচালরাত ১১টা ০০ মিনিট
কুলাওরারাত ১১টা ১৩ মিনিট
শমশের নগররাত ১১টা ৪২ মিনিট
শ্রীমঙ্গলরাত ১২টা ১৩ মিনিট
শায়েস্তা গঞ্জরাত ১২টা ৫৩ মিনিট
আখাওড়াভোর ০২টা ২০ মিনিট
কুমিল্লাভোর ০৩টা ০৩ মিনিট
লাকসামভোর ০৩টা ২৯ মিনিট
ফেনিভোর ০৪টা ০৭ মিনিট
চট্টগ্রামসকাল ০৫টা ৩৫ মিনিট
Udayan Express Train Schedule 2025

এই ট্রেনটি বর্তমানে ইন্দোনেশিয়া থেকে আগত এমজি পিটি ইনকা কোচে চলাচল করে যেটি অনেক মান সম্পন্ন একটি কোচ। সিলেট থেকে চট্টগ্রাম এই রুটে আরও একটি ট্রেন চলাচল করে থাকে যার নাম আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস।

উদয়ন এক্সপ্রেস ট্রেনের সময়সূচী চট্টগ্রাম টু সিলেট

নতুন সুময়সুচি অনুযায়ী চট্টগ্রাম থেকে রাত ০৯টা ৪৫ মিনিটে যাত্রা শুরু করে এবং চলতি পথে ০৯টি ষ্টেশনে যাত্রা বিরতি শেষে সিলেট ষ্টেশনে পৌছায় সকাল ০৫টা ৪৫ মিনিটে। এই ৭২৩ নং উদয়ন এক্সপ্রেস ট্রেনের সাপ্তাহিক বন্ধের দিন হল বুধবার।

ষ্টেশনের নামউদয়ন এক্সপ্রেস সময়সূচী
চট্টগ্রাম09:45 pm BST
ফেনী11:04 pm BST
লাকসাম11:45 pm BST
কুমিল্লা12:09 am BST
আখাওড়া01:05 am BST
শায়েস্তা গঞ্জ02:29 am BST
শ্রীমঙ্গল03:10 am BST
শমশের নগর03:38 am BST
কুলাওরা04:04 am BST
মাইগঞ্জ04:35 am BST
সিলেট05:45 am BST

উদয়ন এক্সপ্রেস ট্রেনে এসি চেয়ার, এসি কেভিন এবং শোভন চেয়ারের মত নান্দনিক সিট রয়েছে। এসব সিট নিরাপদ ও আরামদায়ক ভ্রমন নিশ্চিত করে। এছারাও এই ট্রেনে খাবারের বাবস্থা আছে। সিলেট থেকে চট্টগ্রাম প্রায় ৩৭৭ কিলোমিটার রাস্তা যেখানে এই ট্রেন মিটারগেজ ট্র্যাকে চলাচল করে থাকে।

আরও পড়ুনঃ চট্টগ্রাম থেকে ঢাকা ট্রেনের সময়সূচী

উদয়ন এক্সপ্রেস ট্রেনের ভাড়া | Udayan Express Train Ticket

  • সিলেট – চট্টগ্রামঃ শোভন চেয়ার ৪৫০ টাকা, স্নিগ্ধা ( এসি সিট) ৮৫৭ টাকা এবং এসি কেভিন (প্রতি সিট) ১৫৯১ টাকা মাত্র। এক্ষেত্রে প্রতিটি সিটের জন্য ২০ টাকা অনলাইন চার্জ যুক্ত হবে।
  • সিলেট – ফেনীঃ শোভন চেয়ার ৩৪০ টাকা, স্নিগ্ধা ( এসি সিট) ৬৫৬ টাকা।
  • সিলেট – লাকসামঃ শোভন চেয়ার ২৯৫ টাকা, স্নিগ্ধা ৫৬৪ টাকা এবং এসি কেভিন ১০৬২ টাকা।
  • সিলেট – কুমিল্লাঃ শোভন চেয়ার ২৬৫ টাকা, স্নিগ্ধা ৫১২ টাকা এবং এসি কেভিন ৯৬৫ টাকা।
  • সিলেট – আখাওড়াঃ শোভন চেয়ার ২১০ টাকা, স্নিগ্ধা ৪০৩ টাকা এবং এসি কেভিন ৭৬৯ টাকা।
  • সিলেট – শায়েস্তাগঞ্জঃ শোভন চেয়ার ১৪০ টাকা, স্নিগ্ধা ২৭১ টাকা এবং এসি কেভিন ৫৩৩ টাকা।
  • সিলেট – শ্রীমঙ্গলঃ শোভন চেয়ার ১১০ টাকা, স্নিগ্ধা ২০৭ টাকা এবং এসি ৪১৮ টাকা।
  • সিলেট – শমশের নগরঃ শোভন চেয়ার ৮৫ টাকা, স্নিগ্ধা ১৬১ টাকা এবং এসি কেভিন ৩৮৮ টাকা।
  • সিলেট-কুলাওড়াঃ শোভন চেয়ার ৬০ টাকা।
  • সিলেট- মাইগঞ্জঃ শোভন চেয়ার ৫০ টাকা।
Udayan Express
Udayan Express Train Ticket price

উদয়ন এক্সপ্রেস ট্রেন এখন কোথায়

ট্রেনটি এখন কোথায় আছে তা জানতে একটি মোবাইল থাকতে হবে। মোবাইলের ম্যাসেজ অপশন থেকে TR লিখে একটি স্পেস দিয়ে ট্রেনের কোড নম্বর লিখে ১৬৩১৮ এই নম্বরে একটি এসএমএস পাঠাতে হবে। পরবর্তী ম্যাসেজে ট্রেনের বর্তমান অবস্থান জানিয়ে দেওয়া হবে। এছাড়াও আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রেনের আপডেট দেওয়া হয় নিয়মিত।

আমাদের সাথে যুক্ত হতে জয়েন করুন

কিছু জানার থাকলে জয়েন

প্রশ্নঃ উদয়ন এক্সপ্রেস বন্ধের দিন কবে?

উত্তরঃ ৭২৩ নং আন্তঃনগর উদয়ন এক্সপ্রেস প্রতি বুধবার বন্ধ থাকে এবং সিলেট থেকে চট্টগ্রাম অভিমুখী ৭২৪ নং ট্রেনটির বন্ধের দিন রবিবার।

প্রশ্নঃ উদয়ন এক্সপ্রেস ট্রেন কোথায় কোথায় থামে ?

উত্তরঃ এই ট্রেনটি সিলেট, মাইগঞ্জ, বরমচাল, কুলাউরা, শমশের নগর, শায়েস্তা গঞ্জ, শ্রীমঙ্গল, আখাউরা, কুমিল্লা, লাকসাম, ফেনী এবং চট্টগ্রাম ইত্যাদি ষ্টেশনে থামে।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *