রূপসা এক্সপ্রেস ট্রেনের সময়সূচী ও টিকিটের মূল্য ২০২৫
রূপসা এক্সপ্রেস ট্রেন খুলনা রেল ষ্টেশন থেকে চিলাহাটি রেল স্টেশন পর্যন্ত নিয়মিত চলাচল করে। রুপসা এক্সপ্রেস ট্রেনটি প্রথম চালু হয় ৫ই মে ১৯৮৬ সালে। এই ট্রেন সপ্তাহের প্রতি বৃহস্পতিবার বন্ধ থাকে। রূপসা এক্সপ্রেস ট্রেনের সময়সূচী, কোথায় আছে, কোন কোন স্টেশনে থামে এসব সহ বিস্তারিত সব তথ্য নিচে তুলে ধরা হল।

খুলনা থেকে চিলাহাটি এই রেল পথের দূরত্ব প্রায় ৪৪৬ কিলোমিটার। এই বিশাল পথ যেতে রূপসা এক্সপ্রেস ট্রেনের প্রায় দশ ঘণ্টা সময় লাগে। রূপসা এক্সপ্রেস ট্রেনটি ছাড়াও খুলনা-চিলাহাটি রুটে সীমান্ত এক্সপ্রেস ট্রেন ও চলাচল করে।
রূপসা এক্সপ্রেস ট্রেনের সময়সূচী
বাংলাদেশ রেলওয়ের সময়সূচী পরিবর্তনশীল তারপরেও বর্তমান সময়সুচি অনুযায়ী রূপসা এক্সপ্রেস ট্রেন খুলনা রেল স্টেশন থেকে ছেড়ে যায় সকাল ৭.১৫ মিনিটে। তারপর নির্দিষ্ট স্টেশনে যাত্রা বিরতি শেষে চিলাহাটি রেল স্টেশনে পৌঁছায় বিকাল ৫ টা ০০ মিনিটে।
- অপরদিকে, ফিরতি পথে চিলাহাটি রেল স্টেশন থেকে ছেড়ে যায় সকাল ০৮.৩০ মিনিটে এবং পক্ষান্তরে খুলনা জংশন স্টেশনে পৌঁছায় সন্ধ্যা ০৬.২৫ মিনিটে।
খুলনা টু চিলাহাটি রূপসা এক্সপ্রেস ট্রেনের সময়সূচী
স্টেশনের নাম | সময়সূচী |
---|---|
খুলনা | সকাল ০৭.১৫ মিনিট |
নোয়াপাড়া | সকাল ০৭.৪৮ মিনিট |
যশোর | সকাল ০৮.১৯ মিনিট |
মোবারকগঞ্জ | সকাল ০৮.৫০ মিনিট |
কোটচাঁদপুর | সকাল ০৯.০৩ মিনিট |
দর্শনা হল্ট | সকাল ০৯.৪১ মিনিট |
চুয়াডাঙ্গা | সকাল ১০.০৩ মিনিট |
আলমডাঙ্গা | সকাল ১০.২১ মিনিট |
পুরাদাহা | সকাল ১০.৩৯ মিনিট |
ভেড়ামারা | সকাল ১১.৫৯ মিনিট |
পাশকে | সকাল ১১.১৪ মিনিট |
ঈশ্বরদী | সকাল ১১.২৫ মিনিট |
নাটোর | দুপুর ১২.১৩ মিনিট |
আহসানগঞ্জ | দুপুর ১২.৫৭ মিনিট |
সান্তাহার | দুপুর ০১.২৫ মিনিট |
আক্কেলপুর | দুপুর ০১.৫০ মিনিট |
জয়পুরহাট | দুপুর০২.০৫ মিনিট |
বিরামপুর | দুপুর ০২.৩৬মিনিট |
ফুলবাড়ি | দুপুর ০২.৪৯ মিনিট |
পার্বতীপুর | দুপুর ০৩.১০মিনিট |
সৈয়দপুর | দুপুর০৩.৩৭ মিনিট |
নীলফামারী | বিকাল০৪.০৪ মিনিট |
ডোমার | বিকাল ০৪.২৪ মিনিট |
চিলাহাটি | বিকাল ০৫.০০ মিনিট |
রুপসা এক্সপ্রেস ট্রেনের সময়সূচী ২০২৫
এবার দেখব আমরা ফিরতি ট্রেন চিলাহাটি টু খুলনা রুপসা এক্সপ্রেস ট্রেনের সময়সূচী।
চিলাহাটি টু খুলনা রুপসা এক্সপ্রেস ট্রেনের সময়সূচী
স্টেশনের নাম | সময়সূচি |
---|---|
চিলাহাটি | সকাল ০৮.৩০ মিনিট |
ডোমার | সকাল ০৮.৪৮ মিনিট |
নীলফামারী | সকাল ০৯.০৭ মিনিট |
সৈয়দপুর | সকাল ০৯.৩০ মিনিট |
পার্বতীপুর | সকাল ০৯.৫৫ মিনিট |
ফুলবাড়ী | সকাল ১০.৩৬ মিনিট |
বিরামপুর | সকাল ১০.৫০ মিনিট |
জয়পুরহাট | সকাল ১১.২২ মিনিট |
আক্কেলপুর | সকাল ১১.৩৯ মিনিট |
শান্তাহার | দুপুর ১২.০০ মিনিট |
আহসানগঞ্জ | দুপুর ১২.২৮ মিনিট |
নাটোর | দুপুর ১২.৫৫মিনিট |
ঈশ্বরদী | দুপুর ০১.৪০ মিনিট |
পাকশে | দুপুর ০২.১০ মিনিট |
ভেড়ামারা | দুপুর ০২.২৪ মিনিট |
পুরাদাহা | দুপুর ০২.৪৪ মিনিট |
আলমডাঙ্গা | বিকাল ০৩.০২ মিনিট |
চুয়াডাঙ্গা | বিকাল ০৩.২০ মিনিট |
দর্শনা হল্ট | বিকাল ০৩.৪৫ মিনিট |
কোট চাঁদপুর | বিকাল ০৪.১৪ মিনিট |
মোবারকগঞ্জ | বিকাল ০৪.২৮ মিনিট |
যশোর | বিকাল ০৪.৫৮ মিনিট |
নোয়াপাড়া | বিকাল ০৫.৩৬ মিনিট |
খুলনা | সন্ধ্যা ০৬.২৫ মিনিট |
Rupsha Express Train Schedule 2025
রুপসা এক্সপ্রেস ট্রেন এখন কোথায়
আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন TR তারপর ট্রেনের কোডটি লিখে পাঠিয়ে দিন ১৬৩১৮ এই নম্বরে। পরবর্তী এসএমএসের মাধ্যমে ট্রেনের বর্তমানে অবস্থান কোথায় তা আপনাকে ফিরতি এসএমএস দিয়ে জানিয়ে দিবে।
আরো একটি উপায় হল গুগলের play store থেকে BR Exploler নামে এই অ্যাপটি ডাউনলোড করে নিতে হবে। তারপর অ্যাপে লগইন করে যে কোন ট্রেনের বর্তমান অবস্থা এবং ট্রেন কোথায় আছে তার ট্রাকিং করতে পারবেন। অথবা Banglar Train ওয়েবসাইটের মাধ্যমে জানতে পারবেন।
এই ট্রেনের লাইভ লোকেশন জানতে ০১৯২৩৬৩৮৭৭১ এই নম্বরে হোয়াটসঅ্যাপ করলেও বিস্তারিত তথ্য জানা যাবে।
রূপসা এক্সপ্রেস ট্রেনের টিকিটের বর্তমান মূল্য
খুলনা রেল স্টেশন থেকে চিলাহাটি রেল স্টেশন পর্যন্ত এই ট্রেনের শোভন চেয়ার সিটের ভাড়া ৫৭৫ টাকা, স্নিগ্ধা সিটের ভাড়া ১০০৪ টাকা এবং এসি এস ১৩২৩ টাকা । তবে অনলাইনে টিকিট কাটালে প্রতি সিটের জন্য ২০ টাকা চার্জ কেটে নেয়। এই ট্রেনের বিস্তারিত ভাড়ার তালিকা সব নিচে দেওয়া হলঃ

- খুলনা টু নোয়াপাড়াঃ শোভন চেয়ার ৫০ টাকা স্নিগ্ধা চেয়ার ১১৫ টাকা এবং এসি ১২৭ টাকা ।
- খুলনা টু যশোরঃ শোভন চেয়ার ৭০ টাকা স্নিগ্ধা চেয়ার ১৩৩ টাকা এবং এসি ১৫৬ টাকা ।
- খুলনা টু মোবারকগঞ্জঃ শোভন চেয়ার ১০৫ টাকা স্নিগ্ধা ১৯৬ টাকা এবং ২৩৬ এসি টাকা ।
- খুলনা টু কোটচাঁদপুরঃ শোভন চেয়ার ১২০ টাকা স্নিগ্ধা চেয়ার ২২৫ টাকা এবং এসি ২৭১ টাকা ।
- খুলনা টু দর্শনা হল্টঃ শোভন চেয়ার ১৫০ টাকা স্নিগ্ধা চেয়ার ২৮২ টাকা এবং এসি ৩৪০ টাকা ।
- খুলনা টু চুয়াডাঙ্গাঃ শোভন চেয়ার ১৬৫ টাকা স্নিগ্ধা চেয়ার ৩১৭ টাকা এবং এসি ৩৮০ টাকা ।
- খুলনা টু আলমডাঙ্গাঃ শোভন চেয়ার ১৮৫ টাকা স্নিগ্ধা ৩৫১ টাকা এবং এসি ৪২০ টাকা ।
- খুলনা টু পুরাদাহাঃ শোভন চেয়ার ২০৫ টাকা স্নিগ্ধা চেয়ার ৩৮৬ টাকা এবং এসি ৪৬৬ টাকা ।
- খুলনা টু ভেড়ামারাঃ শোভন চেয়ার ২২৫ টাকা স্নিগ্ধা চেয়ার ৪২৬ টাকা এবং এসি ৫১২ টাকা ।
- খুলনা টু ঈশ্বরদীঃ শোভন চেয়ার ২৯০ টাকা স্নিগ্ধা চেয়ার ৫৫৮ টাকা এবং এসি ৬৬৭ টাকা।
- খুলনা টু পাকশেঃ শোভন চেয়ার ২৮০ টাকা স্নিগ্ধা চেয়ার ৫৪১ টাকা এবং এসি ৬৪৪ টাকা ।
- খুলনা টু নাটোরঃ শোভন চেয়ার ৩৩৫ টাকা স্নিগ্ধা চেয়ার ৬৩৯ টাকা এবং এসি ৭৬৫ টাকা ।
- খুলনা টু আহসানগঞ্জঃ শোভন চেয়ার ৩৬০ টাকা স্নিগ্ধা ৬৮৫ টাকা এবং এসি ৮২৩ টাকা ।
- খুলনা টু সান্তাহারঃ শোভন চেয়ার ৩৮৫ টাকা স্নিগ্ধা চেয়ার ৭৩৬ টাকা এবং এসি ৮৮০ টাকা ।
- খুলনা টু আক্কেলপুরঃ শোভন চেয়ার ৪০৫ টাকা স্নিগ্ধা চেয়ার ৭৭৭ টাকা এবং এসি ৯৩২ টাকা ।
- খুলনা টু জয়পুরহাটঃ শোভন চেয়ার ৪২৫ টাকা স্নিগ্ধা চেয়ার ৮১১ টাকা এবং এসি ৯৭২ টাকা ।
- খুলনা টু বিরামপুরঃ শোভন চেয়ার ৪৬৫ টাকা স্নিগ্ধা চেয়ার ৮৮৬ টাকা এবং এসি ১০৬৪ টাকা ।
- খুলনা টু ফুলবাড়ীঃ শোভন চেয়ার ৪৭৫ টাকা স্নিগ্ধা চেয়ার ৯০৯ টাকা এবং এসি ১০৯৩ টাকা ।
- খুলনা টু পার্বতীপুরঃ শোভন চেয়ার ৪৯৫ টাকা স্নিগ্ধা ৯৪৩ টাকা এবং এসি ১১৩৩ টাকা ।
- খুলনা টু নীলফামারীঃ শোভন চেয়ার ৫৪০ টাকা স্নিগ্ধা ১০৩০ টাকা এবং এসি ১২৩৭ টাকা ।
- খুলনা টু সৈয়দপুরঃ শোভন চেয়ার ৫১৫ টাকা স্নিগ্ধা চেয়ার ৯৮৪ টাকা এবং এসি ১১৭৯ টাকা ।
- খুলনা টু ডোমারঃ শোভন চেয়ার ৫৭৫ টাকা স্নিগ্ধা চেয়ার ১১০৪ টাকা এবং এসি ১৩২৩ টাকা ।
- খুলনা টু চিলাহাটিঃ শোভন চেয়ার ৫৭৫ টাকা স্নিগ্ধা চেয়ার ১১০৪ টাকা এবং এসি ১৩২৩ টাকা ।
ফিরতি ট্রেনের ক্ষেত্রেও চিলাহাটি টু খুলনা রূপসা এক্সপ্রেস ট্রেনের টিকিটের মূল্য একই থাকবে।
সচরাচর যে সকল প্রশ্নের সম্মুখীন হতে হয়
রূপসা এক্সপ্রেস ট্রেনের সময়সূচী ২০২৫
রুপসা এক্সপ্রেস ট্রেন খুলনা থেকে ছেড়ে আসে সকাল ৭:১৫ মিনিটে, চিলাহাটিটে পৌঁছায় বিকাল ০৫.০০ মিনিটে এবং চিলাহাটি থেকে ছাড়ে সকাল ৮:৩০ মিনিটে, খুলনায় এসে পৌঁছায় সন্ধ্যা ৬:২৫ মিনিটে ।
রূপসা এক্সপ্রেস ট্রেন এখন কোথায় আছে ?
মোবাইল ফোনের মাধ্যমে ট্রেনের বর্তমান অবস্থান ট্রাক করুন । এসএমএস সার্ভিস চালু করার নিয়ম হলো – TR <স্পেস >ট্রেন নম্বর বা TR <স্পেস >ট্রেন কোড দিয়ে পাঠিয়ে দিন ১৬৩১৮ নম্বরে । ফিরতি এসএমএস এর মাধ্যমে ট্রেনের বর্তমান অবস্থান কোথায় আছে তা জানতে পারবেন।