চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের সময়সূচী ও বর্তমান অবস্থান ২০২৫
চিলাহাটি এক্সপ্রেস ট্রেনটি উত্তরবঙ্গের যাত্রীদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও আরামদায়ক যাতায়াত মাধ্যম। যারা ঢাকা থেকে চিলাহাটি বা চিলাহাটি থেকে ঢাকা যাতায়াত করতে চান, তারা সহজেই এই ট্রেনের সুবিধা নিতে পারেন। তাই যাত্রার আগে চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের সময়সূচী ও টিকিট সংক্রান্ত তথ্য জেনে নিলে ভ্রমণ আরও সুবিধাজনক হবে।
ঢাকা টু চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের সময়সূচী
নতুন সময়সূচী অনুসারে এই ট্রেনটি ঢাকা (কমলাপুর) ছেড়ে যায় বিকাল ০৫টায় এবং ১২টি ষ্টেশনে যাত্রাবিরতি করে চিলাহাটি পৌছায় পরেরদিন ভোর ০৩টায়। অপরদিকে, চিলাহাটি স্টেশন ছেড়ে আসে সকাল ৬ ঘতিকায়া এবং ঢাকা পৌছায় দুপুর ০২টা ৫০ মিনিটে। উল্লেখ্য যে, এই ট্রেনের সাপ্তাহিক বন্ধের দিন শনিবার।
Also Read: রংপুর বিভাগের সকল ট্রেনের সময়সূচী
স্টেশনের নাম | সময়সূচী |
---|---|
ঢাকা কমলাপুর | 05:00 pm |
বিমানবন্দর | 05:28 pm |
জয়দেবপুর | 05:55 pm |
ঈশ্বরদী বাইপাস | 09:16 pm |
নাটোর | 09:47 pm |
সান্তাহার | 10:50 pm |
জয়পুরহাট | 11:44 pm |
বিরামপুর | 12:15 pm |
ফুলবাড়ি | 12:29 am |
পার্বতীপুর | 01:20 am |
সৈয়দপুর | 01:42 am |
নীলফামারী | 02:05 am |
ডোমার | 02:24 am |
চিলাহাটি | 03:00 am |
চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের সময়সূচী ২০২৫
আন্তঃনগর চিলাহাটি এক্সপ্রেস ট্রেন চিলাহাটি থেকে সকাল ০৬টায় যাত্রা শুরু করে গুরুত্বপূর্ণ কিছু স্টপেজে যাত্রা বিরতি করে ঢাকায় পৌছায় দুপুর ০২টা ৫০ মিনিটে। এখানে রয়েছে বিস্তারিত আপডেট সময়সূচীঃ
স্টেশনের নাম | সময়সূচী ২০২৫ |
---|---|
চিলাহাটি | সকাল ০৬ঃ০০ |
ডোমার | সকাল ০৬ঃ২১ |
নীলফামারী | সকাল ০৬ঃ৪০ |
সৈয়দপুর | সকাল ০৭ঃ০৪ |
পার্বতীপুর | সকাল ০৭ঃ৩০ |
ফুলবাড়ি | সকাল ০৭ঃ৪৮ |
বিরামপুর | সকাল ০৮ঃ০৩ |
জয়পুরহাট | সকাল ০৮ঃ৩৫ |
সান্তাহার | সকাল ০৯ঃ২০ |
নাটোর | সকাল ১০ঃ০৩ |
ঈশ্বরদী বাইপাস | সকাল ১০ঃ৩৩ |
জয়দেবপুর | দুপুর ০১ঃ৫৩ |
ঢাকা | দুপুর ০২ঃ৫০ |
চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের টিকেট মূল্য
এই ট্রেনে শোভন চেয়ার, স্নিগ্ধা এবং এসি টিকেট পাওয়া যায়। ঢাকা থেকে চিলাহাটি শোভন চেয়ার সিটের ভাড়া ৬২০ টাকা, স্নিগ্ধা ১১৮৫ টাকা এবং এসি সিটের ভাড়া ২১২৮ টাকা। আন্তঃনগর চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের আপডেট ভাড়ার তালিকা নিম্নরূপঃ
স্টেশন | ভাড়ার তালিকা |
---|---|
ঢাকা টু নীলফামারী | শোভন চেয়ার ৫৮০, স্নিগ্ধা ১১১০, এসি ১৯৯৬ টাকা |
ঢাকা টু সৈয়দপুর | শোভন চেয়ার ৫৬০, স্নিগ্ধা ১০৭০, এসি ১৯২১ টাকা |
ঢাকা টু ফুলবাড়ি | শোভন চেয়ার ৫২০, স্নিগ্ধা ৯৮৯ টাকা |
ঢাকা টু জয়পুরহাট | শোভন চেয়ার ৪৬৫, স্নিগ্ধা ৮৯২ টাকা |
ঢাকা টু সান্তাহার | শোভন চেয়ার ৪৩০, স্নিগ্ধা ৮১৭ টাকা |
ঢাকা টু নাটোর | শোভন চেয়ার ৩৭৫, স্নিগ্ধা ৭১৯ টাকা |
ঢাকা টু ঈশ্বরদী_বাই | শোভন চেয়ার ৩৪০, স্নিগ্ধা ৬৪৪ টাকা |
চিলাহাটি এক্সপ্রেস ট্রেন কোথায় কোথায় থামে
ডোমারঃ এই ট্রেনটি চিলাহাটি থেকে ছেড়ে এসে ডোমার পৌছায় সকাল ০৬টা ১৫ মিনিটে। তারপর ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করে ০৬ টা ২১ মিনিটে। অপরদিকে ঢাকা থেকে এই ট্রেন বিকাল ০৫টায় যাত্রা শুরু করে ডোমার পৌছায় ভোর ০২টা ২১ মিনিটে।
নীলফামারীঃ চিলাহাটি থেকে ছেড়ে এসে নীলফামারী থামে ০৬টা ৩০ মিনিটে এবং ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় ০৬টা ৪০ মিনিটে। অপরদিকে ঢাকা থেকে ট্রেনটি ছেড়ে এসে নীলফামারী পৌছায় ভোর ০২টায়।
সৈয়দপুরঃ চিলাহাটি থেকে সৈয়দপুর পৌছায় সকাল ০৭টায় এবং ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় সকাল ০৭টা ০৫ মিনিটে। অপরদিকে ঢাকা থেকে সকাল ০৫টায় ছেড়ে এসে সৈয়দপুর পৌছায় ভোর ০১টা ৪০ মিনিটে।
পার্বতীপুরঃ পার্বতীপুর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় সকাল ০৭টা ৪০ মিনিটে এবং ঢাকার ট্রেন চিলাহাটির উদ্দেশ্যে ছেড়ে যায় ১টা ২০ মিনিটে।
- ফুলবাড়ি
- বিরামপুর
জয়পুরহাটঃ চিলাহাটি থেকে ৮০৬ নং চিলাহাটি এক্সপ্রেস ট্রেন জয়পুরহাট পৌছায় সকাল ০৮টা ৩০ মিনিটে এবং ঢাকার দিকে চলে যায় ৫ মিনিট পর। অপরদিকে ঢাকা থেকে ছেড়ে আসা ৮০৫ নং চিলাহাটি ট্রেন জয়পুরহাট থামে রাত ১১টা ৪৪ মিনিটে।
নাটোরঃ ঢাকা থেকে নাটোর পৌছায় সকাল ০৯টা ৪৫ মিনিটে এবং চিলাহাটি থেকে ঢাকা পৌছায় সকাল ১০টায়।
ঈশ্বরদী বাইপাসঃ ঢাকা থেকে ঈশ্বরদীর এই ষ্টেশনে পৌছায় ০৯টা ১০ মিনিটে এবং চিলাহাটি থেকে ছেড়ে এসে ঈশ্বরদী বাইপাসে থামে সকাল ১০টা ৩০ মিনিটে।
চিলাহাটি এক্সপ্রেসের সুবিধা
- বিভিন্ন ক্লাসের আসন সুবিধা রয়েছে
- ট্রেনে খাবার সরবরাহের সুবিধা রয়েছে
- যাত্রীদের নিরাপত্তার জন্য রেল পুলিশ সার্ভিস প্রদান করে
- ট্রেনের ভেতর নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা হয়।
গুরুত্বপূর্ণ প্রশ্নসমুহ
চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের কোড নম্বর কত
এই ট্রেনের কোড নম্বর ৮০৫ এবং ৮০৬। ঢাকা থেকে চিলাহাটি ৮০৫ এবং চিলাহাটি টু ঢাকা ৮০৬
চিলহাটি এক্সপ্রেস ট্রেনের বন্ধের দিন
আন্তঃনগর এই ট্রেনের সাপ্তাহিক বন্ধের দিন শনিবার।
চিলাহাটি এক্সপ্রেস ট্রেন এখন কোথায় আছে
ট্রেন কোথায় আছে তা জানা এখন একদম সহজ। আপনার হাতে থাকা মোবাইল ফোনের মাদ্ধমেই জানতে পারবেন ট্রেনের বর্তমান অবস্থান। আপনার মোবাইলের ম্যাসেজ অপশনে চলে যান, গিয়ে টাইপ করুন TR তারপর একটি স্পেস দিয়ে ট্রেনের কোড নম্বর লিখুন এবং পাঁঠিয়ে দিন 16318 এই নম্বরে। পরবর্তী ম্যাসেজে ট্রেনের লোকেশন জানিয়ে দেওয়া হবে, এক্ষেত্রে ৫টা চার্জ প্রযোজ্য হবে।
ডোমার চিলাহাটি