বিজয় এক্সপ্রেস ট্রেনের নতুন সময়সূচী ও ভাড়া ২০২৫

বাংলাদেশ রেলওয়ের অন্যতম জনপ্রিয় আন্তঃনগর ট্রেন বিজয় এক্সপ্রেস। এই ট্রেনটি নিয়মিত জামালপুর থেকে চট্টগ্রাম চলাচল করে। এটি যাত্রাপথে জামালপুর, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, ফেনি এবং চট্টগ্রাম জেলাকে সংযুক্ত করেছে।

আন্তঃনগর বিজয় এক্সপ্রেস ট্রেন শুরুতে ময়মনসিংহ থেকে চট্টগ্রাম পর্যন্ত চলাচল করত। তবে এখন জামালপুর জেলা থেকে চলাচল করে। যাত্রা পথে এই ট্রেনটি প্রায় ৪৪৫ কিলোমিটার রাস্তা অতিক্রম করে, যা বাংলাদেশের চতুর্থ বৃহত্তম। বলে রাখি, বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম ট্রেন রুট হল ঢাকা টু পঞ্চগড়, আন্তঃনগর পঞ্চগড় এক্সপ্রেস।

বিজয় এক্সপ্রেস ট্রেনের নতুন সময়সূচী ২০২৫

নতুন সময়সূচী অনুসারে আন্তঃনগর বিজয় এক্সপ্রেস ট্রেনটি চট্টগ্রাম স্টেশন ছেড়ে যায় সকাল ০৯টা ১৫ মিনিটে এবং ১২টি ষ্টেশনে যাত্রা বিরতি করে জামালপুর পৌছায় সন্ধ্যা ০৬টা ১০ মিনিটে। অপরদিকে জামালপুর থেকে রাত ০৮ঃ১০ টায় যাত্রা শুরু করে চট্টগ্রাম ষ্টেশনে পৌছায় ভোর ০৫ টায়।

ষ্টেশনের নামসময়সূচী
চট্টগ্রাম09:15 AM
ভাটিয়ারী09:35 AM
ফেনী10:41 AM
লাকসাম11:20 AM
কুমিল্লা11:44 AM
আখাওড়া12:38 PM
ভৈরব বাজার01:17 PM
চরাছর01:48 PM
কিশোরগঞ্জ02:32 PM
আত্রাবাড়ি03:10 PM
ময়মনসিং গৌরীপুর03: 52 PM
ময়মনসিংহ জং04:30 PM
পিয়ারপুর05:12 PM
জামালপুর জংশন06:10 PM

চট্টগ্রাম টু জামালপুর এই রুটে আন্তঃনগর বিজয় এক্সপ্রেস ট্রেনটির যাত্রাকাল প্রায় ৮ ঘন্টা ৫৫ মিনিট। তবে এই সময়সূচী কিছু পরিবর্তন হতে পারে, কেননা ট্রেনের শিডিউল বিপর্যয় ঘটলে ষ্টেশনে পৌছাতে একটু বেশি সময় লাগে।

Also Read: চট্টগ্রাম টু ঢাকা ট্রেনের সময়সূচী

বিজয় এক্সপ্রেস ট্রেনের সময়সূচী জামালপুর

পূর্ববর্তী সময়সূচী অনুসারে ময়মনসিংহ থেকে যাত্রা করলেও বর্তমানে জামালপুর থেকে বিজয় এক্সপ্রেস ট্রেনটি রাত ০৮ঃ১০ টায় যাত্রা শুরু করে চট্টগ্রাম ষ্টেশনে পৌছায় ভোর ০৫ টায়। এই ট্রেনের সাপ্তাহিক বন্ধের দিন মঙ্গলবার

স্টেশনের নামসময়সূচী ২০২৫
জামালপুর জংশনরাত ০৮.১০
পিয়ারপুররাত ০৮.৪৫
ময়মনসিংহরাত ০৯.৪০
ময়মনসিংহ গৌরীপুররাত ১০.২৩
আত্রাবাড়িরাত ১০.৫৫
কিশোরগঞ্জরাত ১১.২৫
চরাছররাত ১২.০৫
ভৈরব বাজাররাত ১২.৪২
আখাওড়াভোর ০১.৩০
কুমিল্লাভোর ০২.৪২
লাকসামভোর ০২.৪০
ফেনীভোর ০৩.২২
ভাটিয়ারীভোর ০৪.৩২
চট্টগ্রাম জংশনসকাল ০৫.০০

বিজয় এক্সপ্রেস ট্রেনের টিকেট মূল্য

আন্তঃনগর বিজয় এক্সপ্রেস ট্রেনে সাধারণত শোভন চেয়ার, স্নিগ্ধা, এসি এবং ফার্স্ট ক্লাস সিট রয়েছে। যেখানে শোভন চেয়ার ৫২৫ টাকা, স্নিগ্ধা ১০০৭ টাকা, ফার্স্ট ক্লাস সিট ১২০৮ টাকা এবং এসি ১৮০৬ টাকা। তবে অনলাইনে টিকেট কাটলে ২০ টাকা অতিরিক্ত ভাড়া প্রযোজ্য হবে।

bijoy express train schedule
Bijoy Express Train Ticket Price
  • Shovon Chair – 525 TK
  • Snighda– 1007 TK
  • First Berth – 1208 TK
  • AC -1805 TK

ট্রেনটির ইতিহাস

এই ট্রেনটি ২০১১ সালের ১৯শে ডিসেম্বর থেকে নিয়মিত ময়মনসিংহ থেকে চট্টগ্রাম চলাচল করত। পরবর্তীতে এক জামালপুর জেলার মানুষের এই ট্রেনটিকে জামালপুর পর্যন্ত বর্ধিত করার আন্দোলনে রায় দিয়ে দেওয়া হয়। যার ফলে ২০২৩ সালের ১লা ডিসেম্বর থেকে জামালপুর থেকে নিয়মিত চলাচল করে আসছে এবং সাপ্তাহিক বন্ধের দিন করা হয় মঙ্গলবার।

এই ট্রেনটি ২৯০০ সিরিজের লোকোমটিভ নিয়ে চলাচল করে। তবে আগে সাদা রঙের কোচ নিয়ে চচাচল করলেও বর্তমানে লাল সবুজ রঙের ইনকা কোচ নিয়ে চলাচল করে।

গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর

বিজয় এক্সপ্রেস ট্রেন এখন কোথায় আছে

আন্তঃনগর Bijoy Express ট্রেন এখন কোথায় আছে তা জানতে মোবাইলের ম্যাসেজ অপশনে গিয়ে টাইপ করুন TR তারপর একটি স্পেস দিয়ে ট্রেনের কোড নম্বর লিখে পাঁঠিয়ে দিন ১৬৩১৮ নম্বরে। পরবর্তী মেসেজে ট্রেনের বর্তমান অবস্থান জানিয়ে দেওয়া হবে।

বিজয় এক্সপ্রেস ট্রেনের কোড নম্বর কত

এই ট্রেনের কোড নম্বর যথাক্রমে ৭৮৬ (জামালপুর – চট্টগ্রাম) এবং ৭৮৫ (চট্টগ্রাম থেকে জামালপুর)।

বিজয় এক্সপ্রেস ট্রেনের সময়সূচী ময়মনসিংহ

এই ট্রেনটি ময়মনসিংহ ছেড়ে যায় রাত ০৯টা ৪০ মিনিটে এবং সর্বশেষ চট্টগ্রাম পৌছায় ভোর ০৫টায়। অপরদিকে চট্টগ্রাম ছেড়ে আসে সকাল ৯টা ১৫ মিনিটে এবং ময়মনসিংহ পৌছায় বিকাল ০৪টা ৩০ মিনিটে।

বিজয় এক্সপ্রেস ট্রেনের সময়সূচী ভৈরব

এই ট্রেনটি চট্টগ্রাম থেকে সকাল ০৯টা ১৫ মিনিটে ছেড়ে এসে ভৈরব বাজার পৌছায় দুপুর ০১টা ১৭ মিনিটে এবং ভৈরব বাজার থেকে চট্টগ্রাম পৌছায় সকাল ০৫ টায়।

বিজয় এক্সপ্রেস ট্রেনের টিকেট ক্রয়

আন্তঃনগর বিজয় এক্সপ্রেস ট্রেনের টিকেট ক্রয়ের জন্য প্রথমে eticket.railway.gov.bd এই ওয়েবসাইটে যান, লগইন করার পর বিস্তারিত তথ্য দিয়ে টিকেট বুকিং করুন। বুকিং হয়ে গেলে যেকোনো পেমেন্ট গেটওয়ে ব্যাবহার করে পেমেন্ট করুন এবং টিকেট ক্রয় করুন।

Similar Posts

5 Comments

  1. টেনের শিত পাওয়া যাবে

  2. 2টা শিত লাগবে……ভাতীয়ালি স্টেশন

  3. Robin Hassain says:

    আজকে কোন টিকিট আছে কি না

  4. Md foysal says:

    সোমবার রাতে কিশোরগঞ্জ থেকে ফেনি একটা সিট লাগবে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *