বিজয় এক্সপ্রেস ট্রেনের নতুন সময়সূচী ও ভাড়া ২০২৫
বাংলাদেশ রেলওয়ের অন্যতম জনপ্রিয় আন্তঃনগর ট্রেন বিজয় এক্সপ্রেস। এই ট্রেনটি নিয়মিত জামালপুর থেকে চট্টগ্রাম চলাচল করে। এটি যাত্রাপথে জামালপুর, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, ফেনি এবং চট্টগ্রাম জেলাকে সংযুক্ত করেছে।
আন্তঃনগর বিজয় এক্সপ্রেস ট্রেন শুরুতে ময়মনসিংহ থেকে চট্টগ্রাম পর্যন্ত চলাচল করত। তবে এখন জামালপুর জেলা থেকে চলাচল করে। যাত্রা পথে এই ট্রেনটি প্রায় ৪৪৫ কিলোমিটার রাস্তা অতিক্রম করে, যা বাংলাদেশের চতুর্থ বৃহত্তম। বলে রাখি, বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম ট্রেন রুট হল ঢাকা টু পঞ্চগড়, আন্তঃনগর পঞ্চগড় এক্সপ্রেস।
বিজয় এক্সপ্রেস ট্রেনের নতুন সময়সূচী ২০২৫
নতুন সময়সূচী অনুসারে আন্তঃনগর বিজয় এক্সপ্রেস ট্রেনটি চট্টগ্রাম স্টেশন ছেড়ে যায় সকাল ০৯টা ১৫ মিনিটে এবং ১২টি ষ্টেশনে যাত্রা বিরতি করে জামালপুর পৌছায় সন্ধ্যা ০৬টা ১০ মিনিটে। অপরদিকে জামালপুর থেকে রাত ০৮ঃ১০ টায় যাত্রা শুরু করে চট্টগ্রাম ষ্টেশনে পৌছায় ভোর ০৫ টায়।
ষ্টেশনের নাম | সময়সূচী |
---|---|
চট্টগ্রাম | 09:15 AM |
ভাটিয়ারী | 09:35 AM |
ফেনী | 10:41 AM |
লাকসাম | 11:20 AM |
কুমিল্লা | 11:44 AM |
আখাওড়া | 12:38 PM |
ভৈরব বাজার | 01:17 PM |
চরাছর | 01:48 PM |
কিশোরগঞ্জ | 02:32 PM |
আত্রাবাড়ি | 03:10 PM |
ময়মনসিং গৌরীপুর | 03: 52 PM |
ময়মনসিংহ জং | 04:30 PM |
পিয়ারপুর | 05:12 PM |
জামালপুর জংশন | 06:10 PM |
চট্টগ্রাম টু জামালপুর এই রুটে আন্তঃনগর বিজয় এক্সপ্রেস ট্রেনটির যাত্রাকাল প্রায় ৮ ঘন্টা ৫৫ মিনিট। তবে এই সময়সূচী কিছু পরিবর্তন হতে পারে, কেননা ট্রেনের শিডিউল বিপর্যয় ঘটলে ষ্টেশনে পৌছাতে একটু বেশি সময় লাগে।
Also Read: চট্টগ্রাম টু ঢাকা ট্রেনের সময়সূচী
বিজয় এক্সপ্রেস ট্রেনের সময়সূচী জামালপুর
পূর্ববর্তী সময়সূচী অনুসারে ময়মনসিংহ থেকে যাত্রা করলেও বর্তমানে জামালপুর থেকে বিজয় এক্সপ্রেস ট্রেনটি রাত ০৮ঃ১০ টায় যাত্রা শুরু করে চট্টগ্রাম ষ্টেশনে পৌছায় ভোর ০৫ টায়। এই ট্রেনের সাপ্তাহিক বন্ধের দিন মঙ্গলবার।
স্টেশনের নাম | সময়সূচী ২০২৫ |
---|---|
জামালপুর জংশন | রাত ০৮.১০ |
পিয়ারপুর | রাত ০৮.৪৫ |
ময়মনসিংহ | রাত ০৯.৪০ |
ময়মনসিংহ গৌরীপুর | রাত ১০.২৩ |
আত্রাবাড়ি | রাত ১০.৫৫ |
কিশোরগঞ্জ | রাত ১১.২৫ |
চরাছর | রাত ১২.০৫ |
ভৈরব বাজার | রাত ১২.৪২ |
আখাওড়া | ভোর ০১.৩০ |
কুমিল্লা | ভোর ০২.৪২ |
লাকসাম | ভোর ০২.৪০ |
ফেনী | ভোর ০৩.২২ |
ভাটিয়ারী | ভোর ০৪.৩২ |
চট্টগ্রাম জংশন | সকাল ০৫.০০ |
বিজয় এক্সপ্রেস ট্রেনের টিকেট মূল্য
আন্তঃনগর বিজয় এক্সপ্রেস ট্রেনে সাধারণত শোভন চেয়ার, স্নিগ্ধা, এসি এবং ফার্স্ট ক্লাস সিট রয়েছে। যেখানে শোভন চেয়ার ৫২৫ টাকা, স্নিগ্ধা ১০০৭ টাকা, ফার্স্ট ক্লাস সিট ১২০৮ টাকা এবং এসি ১৮০৬ টাকা। তবে অনলাইনে টিকেট কাটলে ২০ টাকা অতিরিক্ত ভাড়া প্রযোজ্য হবে।

- Shovon Chair – 525 TK
- Snighda– 1007 TK
- First Berth – 1208 TK
- AC -1805 TK
ট্রেনটির ইতিহাস
এই ট্রেনটি ২০১১ সালের ১৯শে ডিসেম্বর থেকে নিয়মিত ময়মনসিংহ থেকে চট্টগ্রাম চলাচল করত। পরবর্তীতে এক জামালপুর জেলার মানুষের এই ট্রেনটিকে জামালপুর পর্যন্ত বর্ধিত করার আন্দোলনে রায় দিয়ে দেওয়া হয়। যার ফলে ২০২৩ সালের ১লা ডিসেম্বর থেকে জামালপুর থেকে নিয়মিত চলাচল করে আসছে এবং সাপ্তাহিক বন্ধের দিন করা হয় মঙ্গলবার।
এই ট্রেনটি ২৯০০ সিরিজের লোকোমটিভ নিয়ে চলাচল করে। তবে আগে সাদা রঙের কোচ নিয়ে চচাচল করলেও বর্তমানে লাল সবুজ রঙের ইনকা কোচ নিয়ে চলাচল করে।
টেনের শিত পাওয়া যাবে
2টা শিত লাগবে……ভাতীয়ালি স্টেশন
785
আজকে কোন টিকিট আছে কি না
সোমবার রাতে কিশোরগঞ্জ থেকে ফেনি একটা সিট লাগবে