তিতুমীর এক্সপ্রেস ট্রেনের নতুন সময়সূচী ২০২৫
বাংলাদেশের উত্তরাঞ্চলের জনপ্রিয় আন্তঃনগর ট্রেনগুলোর মধ্যে তিতুমীর এক্সপ্রেস অন্যতম। প্রতিদিন হাজারো যাত্রী রাজশাহী থেকে চিলাহাটি কিংবা চিলাহাটি থেকে রাজশাহী রুটে যাতায়াত করেন এই ট্রেনে। আর ২০২৫ সালের জন্য বাংলাদেশ রেলওয়ে এই ট্রেনের নতুন সময়সূচী ও ভাড়া প্রকাশ করেছে।
আপনি যদি এই রুটে ভ্রমণের পরিকল্পনা করে থাকেন, তাহলে সঠিক সময়সূচী ও ভাড়ার তালিকা জেনে নেওয়া খুবই জরুরি। কারণ ভুল তথ্যের কারণে যাত্রার দিনে ঝামেলায় পড়তে হতে পারে। তাই আজকের এই ব্লগে থাকছে তিতুমির এক্সপ্রেসের সর্বশেষ সময়সূচী, ভাড়া এবং যাত্রার প্রয়োজনীয় টিপস।
তিতুমীর এক্সপ্রেস ট্রেনের সময়সূচী ২০২৫
নতুন সময়সূচী অনুসারে, ৭৩৩ নং আন্তঃনগর তিতুমীর এক্সপ্রেস ট্রেনটি রাজশাহী জংশন ষ্টেশন ছেড়ে যায় সকাল ০৬টা ২০ মিনিটে এবং নির্দিষ্ট স্টেশনে যাত্রা বিরতি শেষে চিলাহাটি স্টেশনে পৌছায় দুপুর ০১টা ০০ মিনিটে।
- অপরদিকে, চিলাহাটি স্টেশন থেকে ৭৩৪ নম্বর তিতুমীর এক্সপ্রেস ট্রেন বিকাল ০৩টায় ছেড়ে যায়। পর্যায়ক্রমে ১৫ টি স্টেশনে যাত্রা বিরতি করে সর্বশেষ রাজশাহী স্টেশনে পৌছায় রাত ০৯টা ৩০ মিনিটে। তবে ট্রেনের শিডিউল বিপর্যয় হলে কিছুটা সময় বেশি লাগতে পারে।
রাজশাহী টু চিলাহাটি তিতুমীর এক্সপ্রেস ট্রেনের সময়সূচী
রাজশাহী জংশন স্টেশন থেকে ট্রেনটি বাংলাদেশ সময় সকাল ০৬টা ২০ মিনিটে যাত্রা শুরু করে। তারপর পর্যায়ক্রমে আব্দুলপুর, নাটোর, মাধনগর, আশুগঞ্জ, সান্তাহার, আক্কেলপুর, জামালগঞ্জ, জয়পুরহাট, পাঁচবিবি, হিলি সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ স্টেশনে যাত্রা বিরতি করে থাকে।
এসব স্টেশনে যাত্রা বিরতি শেষে সর্বশেষ চিলাহাটি স্টেশনে পৌছায় দুপুর ০১টায়। এই ট্রেনের বিস্তারিত সময়সূচী নিচে টেবিল আকারে প্রকাশ করা হল।
স্টেশনের নাম | ট্রেন ছাড়ার সময় |
---|---|
রাজশাহী | সকাল ০৬টা ২০মিনিট |
আব্দুলপুর | সকাল ০৭টা ২০মিনিট |
নাটোর | সকাল ০৭টা ৫১মিনিট |
মাধনগর | সকাল ০৮টা ০৭মিনিট |
আশুগঞ্জ | সকাল ০৮টা ১৯মিনিট |
সান্তাহার | সকাল ০৮টা ৫০মিনিট |
আক্কেলপুর | সকাল ০৯টা ১২মিনিট |
জামালগঞ্জ | সকাল ০৯টা ২২মিনিট |
জয়পুরহাট | সকাল ০৯টা ৩৩মিনিট |
পাঁচবিবি | সকাল ০৯টা ৪৬মিনিট |
হিলি | সকাল ১০টা ০০মিনিট |
বিরামপুর | সকাল ১০টা ১৩মিনিট |
ফুলবাড়ি | সকাল ১০টা ৩৪মিনিট |
পার্বতীপুর | সকাল ১১টা ৩০মিনিট |
সৈয়দপুর | সকাল ১১টা ৫২মিনিট |
নীলফামারী | দুপুর ১২টা ১৫মিনিট |
ডমার | দুপুর ১২টা ৩৩মিনিট |
চিলাহাটি | দুপুর ০১টা ০০মিনিট |
বলে রাখা ভাল রাজশাহী থেকে পার্বতীপুর পর্যন্ত রাস্তায় স্টেশন গুলোতে আরও একটি ট্রেন চলাচল করে যার নাম আন্তঃনগর বাংলাবান্ধা এক্সপ্রেস। এই ট্রেনের বিস্তারিত সময়সূচী জেনে নিতে পারেন অনেক কাজে লাগবে যখন টিকেট না পাবেন।
জেনে নিনঃ রাজশাহী লোকাল ট্রেনের সময়সূচী
চিলাহাটি টু রাজশাহী তিতুমীর এক্সপ্রেস এর সময়সূচী
চিলাহাটি থেকে রাজশাহী স্টেশন পর্যন্ত ০২টি ট্রেন চলাচল করে থাকে যার মধ্যে একটি হচ্ছে বরেন্দ্র এক্সপ্রেস ট্রেন এবং অপরটি আন্তঃনগর তিতুমীর এক্সপ্রেস ট্রেন।
এই ট্রেনটি ফিরতি পথে চিলাহাটি স্টেশন থেকে বিকাল ০৩টায় ছেড়ে যায়। পরবর্তীতে নির্দিষ্ট স্টপেজ গুলোতে যাত্রা বিরতি শেষে সর্বশেষ রাজশাহী স্টেশনে পৌছায় রাত ০৯টা ৩০ মিনিটে। এই ট্রেনের বিস্তারিত সময়সূচী নিচে টেবিল আকারে প্রকাশ করা হয়েছে।
ষ্টেশনের নাম | বিস্তারিত সময়সূচী |
---|---|
চিলাহাটি | 03.00 PM |
ডমার | 03.21 PM |
নীলফামারী | 03.41 PM |
সৈয়দপুর | 04.15 PM |
পার্বতীপুর | 04.35 PM |
ফুলবাড়ি | 05.13 PM |
বিরামপুর | 05.27 PM |
পাঁচবিবি | 06.00 PM |
জয়পুরহাট | 06.12 PM |
জামালগঞ্জ | 06.23 PM |
আক্কেলপুর | 06.33 PM |
সান্তাহার | 06.55 PM |
আশুগঞ্জ | 07.22 PM |
মাধনগর | 07.33 PM |
নাটোর | 07.50 PM |
আব্দুলপুর | 08.10 PM |
রাজশাহী জংশন | 09.30 PM |
যদি এই ট্রেনের টিকেট না পেয়ে থাকেন তবে আরও কিছু ট্রেন রয়েছে যার মাধ্যমে আপনি নাটোর স্টেশন পর্যন্ত চলে আসতে পারবেন খুব সহজেই। কারন চিলাহাটি থেকে নাটোর পর্যন্ত বেশ কিছু ট্রেনের মধ্যে অন্যতম জনপ্রিয় একটি ট্রেন হচ্ছে আন্তনগর চিলাহাটি এক্সপেস।
এই চিলাহাটি এক্সপ্রেস ট্রেন ঢাকা থেকে চিলাহাটি স্টেশন পর্যন্ত চলাচল করে থাকে। জেনে নিন চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের বিস্তারিত সময়সূচী সম্পর্কে।
তিতুমীর এক্সপ্রেস ট্রেনের ভাড়া ২০২৫
এখানে চিলাহাটি থেকে প্রতিটি স্টেশনের নির্দিষ্ট ভাড়ার তালিকা তুলে ধরা হয়েছে। তবে অনালাইনে টিকেট ক্রয় করলে প্রতি সিটের জন্য ২০ টাকা অতিরিক্ত চার্জ প্রযোজ্য হবে। মনে রাখবেন এই ট্রেনে শুধুমাত্র শোভন চেয়ার সিট রয়েছে।
- চিলাহাটি টু রাজশাহী- ৩১৫ টাকা
- চিলহাটি টু আব্দুলপুর – ২৬৫ টাকা
- চিলাহাটি টু নাটোর – ২৫০ টাকা
- চিলাহাটি টু মাধনগর – ২৩০ টাকা
- চিলাহাটি টু সান্তাহার – ১৯৫ টাকা
- চিলাহাটি টু আক্কেলপুর – ১৭৫ টাকা
- চিলাহাটি টু জয়পুরহাট – ১৫৫ টাকা
- চিলাহাটি টু পাঁচবিবি – ১৪৫ টাকা
- চিলাহাটি টু বিরামপুর – ১২০ টাকা
- চিলাহাটি টু ফুলবাড়ি – ১০৫ টাকা
- চিলাহাটি টু পার্বতীপুর – ৮০ টাকা
- চিলাহাটি টু সৈয়দপুর – ৬৫ টাকা
- চিলাহাটি টু নীলফামারী – ৫০ টাকা
- চিলাহাটি টু ডোমার – ৫০ টাকা
তবে আপনি যদি এসি কিংবা শোভন চেয়ার এর পাশাপাশি ফার্স্ট ক্লাস সিটে ভ্রমন করতে চান তবে আপনার জন্য বেস্ট একটি ট্রেন হতে পারে আন্তঃনগর রূপসা এক্সপ্রেস ট্রেন।
কেননা এই ট্রেনে এসি কেবিন, এসি সিট (স্নিগ্ধা) এবং শোভন চেয়ার সিট সকল ধরনের সিটই রয়েছে এবং ভাড়াও তুলনামূলক কম। এবার জেনে নিন রাজশাহী থেকে এই ট্রেনের কোন স্টপেজের ভাড়া কত টাকা।
রাজশাহী থেকে ভাড়ার তালিকা
গন্তব্য | টিকেট মূল্য |
---|---|
রাজশাহী টু আব্দুলপুর | ৫০ টাকা |
রাজশাহী টু নাটোর | ৭৫ টাকা |
রাজশাহী টু মাধনগর | ৯০ টাকা |
রাজশাহী টু আশুগঞ্জ | ১০০ টাকা |
রাজশাহী টু সান্তাহার | ১২৫ টাকা |
রাজশাহী টু আক্কেলপুর | ১৪৫ টাকা |
রাজশাহী টু জয়পুরহাট | ১৬৫ টাকা |
রাজশাহী টু পাঁচবিবি | ১৭৫ টাকা |
রাজশাহী টু হিলি | ১৮৫ টাকা |
রাজশাহী টু বিরামপুর | ২০৫ টাকা |
রাজশাহী টু ফুলবাড়ি | ২১৫ টাকা |
রাজশাহী টু পার্বতীপুর | ২৩৫ টাকা |
রাজশাহী টু সৈয়দপুর | ২৫৫ টাকা |
রাজশাহী টু নীলফামারী | ২৮০ টাকা |
রাজশাহি টু ডোমার | ৩১৫ টাকা |
রাজশাহী টু চিলাহাটি | ৩১৫ টাকা |
গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর
তিতুমীর এক্সপ্রেস বন্ধের দিন কবে ?
আন্তঃনগর ৭৩৪ নং এবং ৭৩৩ নম্বর ট্রেনটি বুধবার বন্ধ থাকে। এছাড়া সপ্তাহের প্রতি দিনই চলাচল করে থাকে।
তিতুমীর এক্সপ্রেস ট্রেন এখন কোথায় আছে ?
এই ট্রেনের লাইভ লোকেশন জানতে হলে ০১৯২৩৬৩৮৭৭১ এই নম্বরে WhatsApp এ নক দিতে হবে অথবা বাংলাদেশ রেলওয়ের সময়সূচী দেখে সিদ্ধান্ত নিতে হবে। “বাংলার ট্রেন” ওয়েবসাইট এর মাধ্যমেও ট্রেন এখন কোথায় আছে তা জানতে পারবেন।