তিতুমীর এক্সপ্রেস ট্রেনের নতুন সময়সূচী ২০২৫

বাংলাদেশের উত্তরাঞ্চলের জনপ্রিয় আন্তঃনগর ট্রেনগুলোর মধ্যে তিতুমীর এক্সপ্রেস অন্যতম। প্রতিদিন হাজারো যাত্রী রাজশাহী থেকে চিলাহাটি কিংবা চিলাহাটি থেকে রাজশাহী রুটে যাতায়াত করেন এই ট্রেনে। আর ২০২৫ সালের জন্য বাংলাদেশ রেলওয়ে এই ট্রেনের নতুন সময়সূচী ও ভাড়া প্রকাশ করেছে।

আপনি যদি এই রুটে ভ্রমণের পরিকল্পনা করে থাকেন, তাহলে সঠিক সময়সূচী ও ভাড়ার তালিকা জেনে নেওয়া খুবই জরুরি। কারণ ভুল তথ্যের কারণে যাত্রার দিনে ঝামেলায় পড়তে হতে পারে। তাই আজকের এই ব্লগে থাকছে তিতুমির এক্সপ্রেসের সর্বশেষ সময়সূচী, ভাড়া এবং যাত্রার প্রয়োজনীয় টিপস।

তিতুমীর এক্সপ্রেস ট্রেনের সময়সূচী ২০২৫

নতুন সময়সূচী অনুসারে, ৭৩৩ নং আন্তঃনগর তিতুমীর এক্সপ্রেস ট্রেনটি রাজশাহী জংশন ষ্টেশন ছেড়ে যায় সকাল ০৬টা ২০ মিনিটে এবং নির্দিষ্ট স্টেশনে যাত্রা বিরতি শেষে চিলাহাটি স্টেশনে পৌছায় দুপুর ০১টা ০০ মিনিটে।

  • অপরদিকে, চিলাহাটি স্টেশন থেকে ৭৩৪ নম্বর তিতুমীর এক্সপ্রেস ট্রেন বিকাল ০৩টায় ছেড়ে যায়। পর্যায়ক্রমে ১৫ টি স্টেশনে যাত্রা বিরতি করে সর্বশেষ রাজশাহী স্টেশনে পৌছায় রাত ০৯টা ৩০ মিনিটে। তবে ট্রেনের শিডিউল বিপর্যয় হলে কিছুটা সময় বেশি লাগতে পারে।

রাজশাহী টু চিলাহাটি তিতুমীর এক্সপ্রেস ট্রেনের সময়সূচী

রাজশাহী জংশন স্টেশন থেকে ট্রেনটি বাংলাদেশ সময় সকাল ০৬টা ২০ মিনিটে যাত্রা শুরু করে। তারপর পর্যায়ক্রমে আব্দুলপুর, নাটোর, মাধনগর, আশুগঞ্জ, সান্তাহার, আক্কেলপুর, জামালগঞ্জ, জয়পুরহাট, পাঁচবিবি, হিলি সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ স্টেশনে যাত্রা বিরতি করে থাকে।

এসব স্টেশনে যাত্রা বিরতি শেষে সর্বশেষ চিলাহাটি স্টেশনে পৌছায় দুপুর ০১টায়। এই ট্রেনের বিস্তারিত সময়সূচী নিচে টেবিল আকারে প্রকাশ করা হল।

স্টেশনের নামট্রেন ছাড়ার সময়
রাজশাহীসকাল ০৬টা ২০মিনিট
আব্দুলপুরসকাল ০৭টা ২০মিনিট
নাটোরসকাল ০৭টা ৫১মিনিট
মাধনগরসকাল ০৮টা ০৭মিনিট
আশুগঞ্জসকাল ০৮টা ১৯মিনিট
সান্তাহারসকাল ০৮টা ৫০মিনিট
আক্কেলপুরসকাল ০৯টা ১২মিনিট
জামালগঞ্জসকাল ০৯টা ২২মিনিট
জয়পুরহাটসকাল ০৯টা ৩৩মিনিট
পাঁচবিবিসকাল ০৯টা ৪৬মিনিট
হিলিসকাল ১০টা ০০মিনিট
বিরামপুরসকাল ১০টা ১৩মিনিট
ফুলবাড়িসকাল ১০টা ৩৪মিনিট
পার্বতীপুরসকাল ১১টা ৩০মিনিট
সৈয়দপুরসকাল ১১টা ৫২মিনিট
নীলফামারীদুপুর ১২টা ১৫মিনিট
ডমারদুপুর ১২টা ৩৩মিনিট
চিলাহাটিদুপুর ০১টা ০০মিনিট

বলে রাখা ভাল রাজশাহী থেকে পার্বতীপুর পর্যন্ত রাস্তায় স্টেশন গুলোতে আরও একটি ট্রেন চলাচল করে যার নাম আন্তঃনগর বাংলাবান্ধা এক্সপ্রেস। এই ট্রেনের বিস্তারিত সময়সূচী জেনে নিতে পারেন অনেক কাজে লাগবে যখন টিকেট না পাবেন।

জেনে নিনঃ রাজশাহী লোকাল ট্রেনের সময়সূচী

চিলাহাটি টু রাজশাহী তিতুমীর এক্সপ্রেস এর সময়সূচী

চিলাহাটি থেকে রাজশাহী স্টেশন পর্যন্ত ০২টি ট্রেন চলাচল করে থাকে যার মধ্যে একটি হচ্ছে বরেন্দ্র এক্সপ্রেস ট্রেন এবং অপরটি আন্তঃনগর তিতুমীর এক্সপ্রেস ট্রেন।

এই ট্রেনটি ফিরতি পথে চিলাহাটি স্টেশন থেকে বিকাল ০৩টায় ছেড়ে যায়। পরবর্তীতে নির্দিষ্ট স্টপেজ গুলোতে যাত্রা বিরতি শেষে সর্বশেষ রাজশাহী স্টেশনে পৌছায় রাত ০৯টা ৩০ মিনিটে। এই ট্রেনের বিস্তারিত সময়সূচী নিচে টেবিল আকারে প্রকাশ করা হয়েছে।

ষ্টেশনের নামবিস্তারিত সময়সূচী
চিলাহাটি03.00 PM
ডমার03.21 PM
নীলফামারী03.41 PM
সৈয়দপুর04.15 PM
পার্বতীপুর04.35 PM
ফুলবাড়ি05.13 PM
বিরামপুর05.27 PM
পাঁচবিবি06.00 PM
জয়পুরহাট06.12 PM
জামালগঞ্জ06.23 PM
আক্কেলপুর06.33 PM
সান্তাহার06.55 PM
আশুগঞ্জ07.22 PM
মাধনগর07.33 PM
নাটোর07.50 PM
আব্দুলপুর08.10 PM
রাজশাহী জংশন09.30 PM
তিতুমীর এক্সপ্রেস ট্রেনের সময়সূচী ২০২৫

যদি এই ট্রেনের টিকেট না পেয়ে থাকেন তবে আরও কিছু ট্রেন রয়েছে যার মাধ্যমে আপনি নাটোর স্টেশন পর্যন্ত চলে আসতে পারবেন খুব সহজেই। কারন চিলাহাটি থেকে নাটোর পর্যন্ত বেশ কিছু ট্রেনের মধ্যে অন্যতম জনপ্রিয় একটি ট্রেন হচ্ছে আন্তনগর চিলাহাটি এক্সপেস।

এই চিলাহাটি এক্সপ্রেস ট্রেন ঢাকা থেকে চিলাহাটি স্টেশন পর্যন্ত চলাচল করে থাকে। জেনে নিন চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের বিস্তারিত সময়সূচী সম্পর্কে।

তিতুমীর এক্সপ্রেস ট্রেনের ভাড়া ২০২৫

এখানে চিলাহাটি থেকে প্রতিটি স্টেশনের নির্দিষ্ট ভাড়ার তালিকা তুলে ধরা হয়েছে। তবে অনালাইনে টিকেট ক্রয় করলে প্রতি সিটের জন্য ২০ টাকা অতিরিক্ত চার্জ প্রযোজ্য হবে। মনে রাখবেন এই ট্রেনে শুধুমাত্র শোভন চেয়ার সিট রয়েছে।

  • চিলাহাটি টু রাজশাহী- ৩১৫ টাকা
  • চিলহাটি টু আব্দুলপুর – ২৬৫ টাকা
  • চিলাহাটি টু নাটোর – ২৫০ টাকা
  • চিলাহাটি টু মাধনগর – ২৩০ টাকা
  • চিলাহাটি টু সান্তাহার – ১৯৫ টাকা
  • চিলাহাটি টু আক্কেলপুর – ১৭৫ টাকা
  • চিলাহাটি টু জয়পুরহাট – ১৫৫ টাকা
  • চিলাহাটি টু পাঁচবিবি – ১৪৫ টাকা
  • চিলাহাটি টু বিরামপুর – ১২০ টাকা
  • চিলাহাটি টু ফুলবাড়ি – ১০৫ টাকা
  • চিলাহাটি টু পার্বতীপুর – ৮০ টাকা
  • চিলাহাটি টু সৈয়দপুর – ৬৫ টাকা
  • চিলাহাটি টু নীলফামারী – ৫০ টাকা
  • চিলাহাটি টু ডোমার – ৫০ টাকা
চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের সময়সূচী
চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের সময়সূচী

তবে আপনি যদি এসি কিংবা শোভন চেয়ার এর পাশাপাশি ফার্স্ট ক্লাস সিটে ভ্রমন করতে চান তবে আপনার জন্য বেস্ট একটি ট্রেন হতে পারে আন্তঃনগর রূপসা এক্সপ্রেস ট্রেন

কেননা এই ট্রেনে এসি কেবিন, এসি সিট (স্নিগ্ধা) এবং শোভন চেয়ার সিট সকল ধরনের সিটই রয়েছে এবং ভাড়াও তুলনামূলক কম। এবার জেনে নিন রাজশাহী থেকে এই ট্রেনের কোন স্টপেজের ভাড়া কত টাকা।

রাজশাহী থেকে ভাড়ার তালিকা

গন্তব্যটিকেট মূল্য
রাজশাহী টু আব্দুলপুর ৫০ টাকা
রাজশাহী টু নাটোর৭৫ টাকা
রাজশাহী টু মাধনগর৯০ টাকা
রাজশাহী টু আশুগঞ্জ১০০ টাকা
রাজশাহী টু সান্তাহার১২৫ টাকা
রাজশাহী টু আক্কেলপুর১৪৫ টাকা
রাজশাহী টু জয়পুরহাট১৬৫ টাকা
রাজশাহী টু পাঁচবিবি১৭৫ টাকা
রাজশাহী টু হিলি১৮৫ টাকা
রাজশাহী টু বিরামপুর২০৫ টাকা
রাজশাহী টু ফুলবাড়ি২১৫ টাকা
রাজশাহী টু পার্বতীপুর২৩৫ টাকা
রাজশাহী টু সৈয়দপুর২৫৫ টাকা
রাজশাহী টু নীলফামারী২৮০ টাকা
রাজশাহি টু ডোমার৩১৫ টাকা
রাজশাহী টু চিলাহাটি৩১৫ টাকা

গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর

তিতুমীর এক্সপ্রেস বন্ধের দিন কবে ?

আন্তঃনগর ৭৩৪ নং এবং ৭৩৩ নম্বর ট্রেনটি বুধবার বন্ধ থাকে। এছাড়া সপ্তাহের প্রতি দিনই চলাচল করে থাকে।

তিতুমীর এক্সপ্রেস ট্রেন এখন কোথায় আছে ?

এই ট্রেনের লাইভ লোকেশন জানতে হলে ০১৯২৩৬৩৮৭৭১ এই নম্বরে WhatsApp এ নক দিতে হবে অথবা বাংলাদেশ রেলওয়ের সময়সূচী দেখে সিদ্ধান্ত নিতে হবে। “বাংলার ট্রেন” ওয়েবসাইট এর মাধ্যমেও ট্রেন এখন কোথায় আছে তা জানতে পারবেন।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *