মধুমতি এক্সপ্রেস ট্রেনের নতুন সময়সূচী ও ভাড়া ২০২৫

রাজশাহীর আমের মৌসুমে কিংবা ঢাকার ব্যস্ত জীবনের ফাঁকে যাত্রীদের নির্ভরযোগ্য সঙ্গী হয়ে উঠেছে মধুমতি এক্সপ্রেস। প্রতিদিন হাজারো যাত্রী এই ট্রেনে করে যাতায়াত করেন। কিন্তু আপনার কি জানা আছে এর সর্বশেষ সময়সূচী ও টিকেটের ভাড়া কত ?

আন্তঃনগর এই ট্রেনটি প্রতিদিন ঢাকা থেকে রাজশাহী জংশন স্টেশন পর্যন্ত যাত্রা করা থাকে। যাত্রা পথে এটি প্রায় ২২ টি ষ্টেশনে যাত্রাবিরতি করে থাকে। এই ট্রেনের টিকেট, ভাড়া এবং সময়সূচী নিয়ে বিস্তারিত নির্দেশনা দেওয়া আছে এখানে।

মধুমতি এক্সপ্রেস ট্রেনের সময়সূচী
মধুমতি এক্সপ্রেস ট্রেনের সময়সূচী

মধুমতি এক্সপ্রেস ট্রেনের সময়সূচী

২০২৫ সালের নতুন সময়সুচি অনুসারে, আন্তঃনগর মধুমতি এক্সপ্রেস ট্রেন (755) ঢাকা কমলাপুর থেকে বিকাল ০৩টা ০০ মিনিটে যাত্রা শুরু করে। পরবর্তীতে নির্দিষ্ট ষ্টেশনে যাত্রা বিরতি শেষে রাজশাহী পৌছায় রাত ১০টা ৩০ মিনিটে।

  • অপরদিকে Banglar Train ওয়েবসাইট অনুসারে, মধুমতী এক্সপ্রেস ট্রেন (৭৫৬) রাজশাহী থেকে সকাল ০৬টা ৪০ মিনিটে ছেড়ে যায়। পর্যায়ক্রমে ২২ টি ষ্টেশনে স্টপেজ শেষে ঢাকা ফিরে আসে দুপুর ০২ টায়। তবে এই সময়সূচী পরিবর্তনশীল।

আরও জানুনঃ রাজশাহী লোকাল ট্রেনের সময়সূচী

মধুমতি এক্সপ্রেস ট্রেনের সময়সূচী ঢাকা টু রাজশাহী

ঢাকা টু রাজশাহী ৭৫৫ নং ট্রেনটি বিকাল ০৩ টায় যাত্রা শুরু করে। এই ট্রেনের বিস্তারিত সময়সূচী নিচে টেবিল আকারে প্রকাশ করা হলঃ

স্টেশনের নামবিস্তারিত সময়সূচী
ঢাকা কমলাপুরবিকাল ০৩টা
মাওয়া০৩টা ৩৬মিনিট
পদ্মা ০৩টা ৫১মিনিট
শিবচর০৪টা ০৩মিনিট
ভাঙ্গা০৪টা ৩০ মিনিট
পাকুরিয়া০৪টা ৪৫মিনিট
তালমা০৪টা ৫০মিনিট
ফরিদপুর০৫টা ০৩মিনিট
আমিরাবাদ০৫টা ১৮মিনিট
পাচুরিয়া০৫টা ৩৫মিনিট
কালুখালি০৬টা ২৩মিনিট
পাংশা০৬টা ৩৫মিনিট
খোকসা০৬টা ৫২মিনিট
কুমারখালিসন্ধ্যা ০৭টা ২২মিনিট
কুষ্টিয়া কোর্ট০৭টা ২২মিনিট
পোড়াদহ০৭টা ৪৫মিনিট
মিরপুররাত ০৮টা ২০মিনিট
ভেরামারা০৮টা ৩২মিনিট
পাকশি০৮টা ৪৭মিনিট
ঈশ্বরদী০৯টা ০৫মিনিট
রাজশাহী জংশনরাত ১০টা ৩০মিনিট

মধুমতি এক্সপ্রেস ট্রেনের বন্ধের দিন

আন্তঃনগর এই ট্রেনের সর্বশেষ তথ্য অনুযায়ী ঢাকা থেকে রাজশাহী এবং রাজশাহী থেকে ঢাকা যথাক্রমে ৭৫৫ ও ৭৫৬ নম্বর ট্রেন প্রতি শনিবার বন্ধ থাকে। শনিবার ছাড়া সপ্তাহের বাকি দিনগুলোতে নিরবচ্ছিন্নভাবে চলাচল করে। এই ট্রেনের টিকেট সংক্রান্ত যেকোনো তথ্য জানতে ০১৯২৩৬৩৮৭৭১ নম্বরে কল করতে পারেন।

তবে যদি একান্ত শনিবারে জেতে হয় তবে আন্তঃনগর সিল্কসিটি এক্সপ্রেস ট্রেন হতে পারে আপনার সেরা চয়েজ। কারন শনিবার এই ট্রেন চালু থাকে।

রাজশাহী টু ঢাকা মধুমতি ট্রেনের সময়সূচী ২০২৫

রাজশাহী থেকে সকাল ০৬টা ৪০ মিনিটে এই ট্রেন যাত্রা শুরু করে পর্যায়ক্রমে ০৮টা ২৪ মিনিটে ভেরামারা, ১০টা ৫০মিনিটে রাজবাড়ি এবং দুপুর ০১টা ১৫মিনিটে মাওয়া ষ্টেশনে পৌছায়।

মধুমতি ট্রেনের বিস্তারিত সময়সূচী নিম্নরূপ:

স্টেশনের নামট্রেন ছাড়ার সময়
রাজশাহী জংশন06:40 am BST
ঈশ্বরদী08:00 am
পাকশি08:12 am
ভেড়ামারা08:27 am
মিরপুর08:39 am
পোড়াদহ09:10 am
কুষ্টিয়া কোর্ট09:25 am
কুমার খালি09:44 am
খোকসা10:03 am
পাংশা10:20 am
কালুখালি10:31 am
রাজবাড়ি11:05 am
পাচুরিয়া11:20 am
আমিরাবাদ11:32 am
ফরিদপুর11:49 am
তালমা12:10 pm
পাকুরিয়া12:20 pm
ভাঙ্গা12:30 pm
শিবচর12:50 pm 
পদ্মা01:16 pm
মাওয়া02:00 pm
ঢাকা
মধুমতি এক্সপ্রেস ট্রেনের টিকেট মূল্য
মধুমতি এক্সপ্রেস ট্রেনের টিকেট মূল্য

মধুমতি এক্সপ্রেস ট্রেনের টিকেট মূল্য

আন্তঃনগর মধুমতি এক্সপ্রেস ট্রেনের ভাড়ার তালিকা প্রকাশ করেছে Banglar Train ওয়েবসাইট। এই সাইটের সর্বশেষ আপডেট অনুসারে টিকেট মূল্য নিচে প্রকাশ করে রয়েছে।

নতুন ভাড়া অনুসারে প্রতিটি শোভন চেয়ার সিটের জন্য ২০ টাকা অনলাইন চার্জ যুক্ত হবে। তবে এসি সিটের জন্য প্রতি সিটের জন্য ৫০ টাকা বেশি দিতে হবে। অনলাইনে পেমেন্ট করার জন্য বিকাশ, নগদ, রকেট সহ সকল ধরনের কার্ড ব্যাবহার করা যাবে।

রাজশাহী টু ঢাকা ভাড়ার তালিকা

  • রাজশাহী টু ঈশ্বরদী– শোভন চেয়ার ৭৫ টাকা, এসি স্লিপার কোচ ১৬৭ টাকা মাত্র
  • রাজশাহী টু পাকশি– শোভন চেয়ার ৮০ টাকা
  • রাজশাই টু ভেড়ামারা – শোভন চেয়ার ১৪০, এসি ৩২২ টাকা
  • রাজশাহী টু মিরপুর – শোভন চেয়ার ১৫০ টাকা
  • রাজশাহী টু পোড়াদহ – শোভন চেয়ার ১৬০, এসি ৩৬৮ টাকা
  • রাজশাহী টু কুষ্টিয়া কোর্ট – শোভন চেয়ার ১৭৫ টাকা, এসি ৪০৩ টাকা
  • রাজশাহী টু কুমারখালি – শোভন চেয়ার ১৯০টাকা
  • রাজশাহী টু খোকসা– শোভন চেয়ার ২০০ টাকা
  • রাজশাহী টু পাংশা – শোভন চেয়ার ২১৫টাকা, এসি ৪৮৯টাকা
  • রাজশাহী টু কালুখালি – শোভন চেয়ার ২২৫ টাকা
  • রাজশাহী টু রাজবাড়ী– শোভন চেয়ার ২৪৫টাকা, এসি ৫৫৮ টাকা
  • রাজশাহী টু পাচুরিয়া – শোভন চেয়ার ২৫৫ টাকা
  • রাজশাহী টু আমিরাবাদ– শোভন চেয়ার ২৭০ টাকা
  • রাজশাহী টু ফরিদপুর – শোভন চেয়ার ২৮৫টাকা, এসি ৬৫০ টাকা
  • রাজশাহী টু তালমা – শোভন চেয়ার ৩০০ টাকা
  • রাজশাহী টু ভাঙ্গা – শোভন চেয়ার ৩২০ টাকা
  • রাজশাহী টু শিবচর – শোভন চেয়ার ৩৪০ টাকা
  • রাজশাহী টু পদ্মা – শোভন চেয়ার ৩৫০ টাকা
  • রাজশাহী টু মাওয়া – শোভন চেয়ার ৫৩৫ টাকা
  • রাজশাহী টু ঢাকা – শোভন চেয়ার ৫৮৫, এসি ১৩৪০টাকা।

আলোচিত প্রশ্নোত্তর

ঢাকা থেকে রাজশাহী ট্রেনের টিকেট মূল্য কত ?

রাজধানী ঢাকার কমলাপুর থেকে রাজশাহী স্টেশন পর্যন্ত আন্তঃনগর মধুমতি এক্সপ্রেস ট্রেনের টিকেট মূল্য যথাক্রমে শোভন চেয়ার ৫৮৫ টাকা এবং এসি ১৩৪০ টাকা। তবে অনলাইন টিকেট ক্রয় করলে শোভন চেয়ার বাবদ ২০ টাকা চার্জ দিতে হবে।

মধুমতি এক্সপ্রেস ট্রেন কোথায় কোথায় থামে ?

মধুমতী এক্সপ্রেস ট্রেনটি মূলত ঢাকা কমলাপুর, মাওয়া। পদ্মা, ফরিদপুর, রাজবাড়ী সহ কুষ্টিয়া, ভেড়ামারা, ঈশ্বরদী এবং রাজশাহী জংশন ষ্টেশনে থামে। তবে এই ট্রেনের বিস্তারিত স্টপেজ জানতে হলে Banglartrain.com ওয়েবসাইট খেয়াল রাখতে হবে।

মধুমতী এক্সপ্রেস ট্রেনের টিকেট কিভাবে কাটব?

এই ট্রেনের টিকেট অনলাইনের মাধ্যমে সংগ্রহ করা যায়। তার জন্য প্রথমে https://eticket.railway.gov.bd/ এই ওয়েবসাইটে জেতে হবে। তারপর স্টেশনের নাম এবং যাত্রার তারিখ দিয়ে টিকেট কাটতে পারবেন। যেকোনো সমস্যা সমাধানে যোগাযোগ করুন ০১৯২৩৬৩৮৭৭১ নম্বরে WhatsApp এ ম্যাসেজ দিয়ে।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *