ময়মনসিংহ থেকে জামালপুর ট্রেনের সময়সূচী ও টিকেট ২০২৫

চলতি বছরে ময়মনসিংহ থেকে জামালপুর ট্রেনের সময়সূচী ও টিকেট মূল্য কিছুটা পরিবর্তিত হয়েছে। অনেকেই জানে না ময়মনসিংহ থেকে কোন কোন ট্রেন কোন টাইমে চলাচল করে এবং কোন ট্রেনের ভাড়া কত। এইসব তথ্য না জানার কারণে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়।

যাতে আপনার ভ্রমণ সুন্দর আরামদায়ক এবং ঝামেলাহীন হয় এজন্য এই পোস্টে ময়মনসিংহ থেকে জামালপুর ট্রেনের বিস্তারিত সময়সূচি টিকেট মূল্য এবং টিকিট কিভাবে সংগ্রহ করবেন বিস্তারিত আলোচনা করা হয়েছে।

ময়মনসিংহ থেকে জামালপুর ট্রেনের সময়সূচী
ময়মনসিংহ থেকে জামালপুর ট্রেনের সময়সূচী

ময়মনসিংহ থেকে জামালপুর ট্রেনের সময়সূচী

ময়মনসিংহ জংশন স্টেশন থেকে আন্তঃনগর এবং লোকাল দুই ধরনের ট্রেনই জামালপুর স্টেশন পর্যন্ত চলাচল করে। প্রত্যেকটি ট্রেনের সময়সূচী আলাদা আলাদা হয়ে থাকে যেটা সকলেই জানে। তাই প্রথমে আন্তঃনগর ট্রেনের সময়সূচি এবং পরবর্তীতে লোকাল ট্রেনের সময়সূচী বিস্তারিত আলোচনা করা হয়েছে।

  • নতুন সময়সূচি অনুসারে, ময়মনসিংহ থেকে তিস্তা এক্সপ্রেস সকাল ১০:৩৫, জামালপুর এক্সপ্রেস দুপুর ১টা ১০, অগ্নিবীণা এক্সপ্রেস দুপুর ২ টা ৩৮, বিজয় এক্সপ্রেস বিকাল ০৪টা ৩০, যমুনা এক্সপ্রেস রাত ০৮টা ৩৭ মিনিট এবং সর্বশেষ ব্রহ্মপুত্র এক্সপ্রেস রাত ৯ টা ৩০ মিনিটে ছেড়ে যায়।

প্রথমে আন্তঃনগর ট্রেনের সময়সূচি এবং পরবর্তীতে লোকাল ট্রেনের সময়সূচী বিস্তারিত জানিয়ে দেওয়া হবে।

ময়মনসিংহ থেকে জামালপুর আন্তঃনগর ট্রেনের সময়সূচী

ময়মনসিংহ থেকে জামালপুর ট্রেনের সময়সূচি অনুসারে সর্বমোট ছয়টি আন্তঃনগর ট্রেন চলাচল করে। ট্রেনগুলো হল তিস্তা এক্সপ্রেস, জামালপুর এক্সপ্রেস, অগ্নিবীণা এক্সপ্রেস, বিজয় এক্সপ্রেস, যমুনা এক্সপ্রেস এবং আন্তঃনগর বহ্মপুত্র এক্সপ্রেস।

ময়মনসিংহ টু জামালপুর ট্রেনের সময়সূচী ২০২৫
ময়মনসিংহ টু জামালপুর ট্রেন সমুহ

তিস্তা এক্সপ্রেস

আন্তঃনগর তিস্তা এক্সপ্রেস ময়মনসিংহ জংশন স্টেশন থেকে সকাল ১০টা ৩৫ মিনিটে ছেড়ে যায়। পর্যায়ক্রমে বিদ্যাগঞ্জ, পিয়ারপুর, নান্দিনা ষ্টেশন পাড়ি দিয়ে সর্বশেষে জামালপুরে পৌঁছায় সকাল ১১ টা ৩৬ মিনিটে।

এই ট্রেনে শোভন চেয়ার, ফার্স্ট ক্লাস সিট, এসি কেবিন এবং স্নিগ্ধা এসি সিট সাধারণত পাওয়া যায়। এই ট্রেনের প্রত্যেকটা সিটের ভাড়া নিম্নরুপঃ

  • শোভন চেয়ার – ৬৫ টাকা
  • ফাস্ট ক্লাস সিট – ১০৪ টাকা
  • এসি সিট (স্নিগ্ধা) -১২৭ টাকা
  • এসি কেবিন – ১৫০ টাকা।

এছাড়াও প্রত্যেকটি সিটের জন্য অনলাইন চার্জ ২০ টাকা প্রযোজ্য হবে। এই ট্রেনটি ঢাকা থেকে ছেড়ে এসে ময়মনসিংহ হয়ে জামালপুর জেলার দেওয়ানগঞ্জ স্টেশন পর্যন্ত চলাচল করে। জেনে নিন তিস্তা এক্সপ্রেস ট্রেনের বিস্তারিত সময়সূচী

জামালপুর এক্সপ্রেস

জামালপুর এক্সপ্রেস ট্রেনটি ময়মনসিংহ থেকে দুপুর ০১টা ১০ মিনিটে ছেড়ে গিয়ে জামালপুর জংশন ষ্টেশনে পৌছায় দুপুর ০২টা ২৫ মিনিটে। এই ট্রেনে শোভন চেয়ার ট্রেনের ভাড়া ৬৫ টাকা এবং স্নিগ্ধা এসি সিটের ভাড়া ১২৭ টাকা।

জেনে নিনঃ জামালপুর এক্সপ্রেস ট্রেনের নতুন সময়সূচী

অগ্নিবীণা এক্সপ্রেস

আন্তঃনগর অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেন ময়মনসিংহ ষ্টেশন থেকে দুপুর ০২টা ৩৮ মিনিটে ছেড়ে যায় এবং পিরারপুর, নান্দিনা এবং নুরুন্দি ষ্টেশন পাড়ি দিয়ে জামালপুর জংশন ষ্টেশনে পৌছায় বিকাল ০৩টা ৩৮ মিনিটে।

প্রায় ১ ঘন্টার এই যাত্রায় শোভন সিটের জন্য গুনতে হবে ৫৫ টাকা, শোভন চেয়ার ৬৫ টাকা, ফার্স্ট ক্লাস সিট ১০৪ টাকা এবং কেবিন সিট ১০৪ টাকা।

বিজয় এক্সপ্রেস

ময়মনসিংহ থেকে জামালপুর ট্রেনের সময়সূচী জানতে হলে এই ট্রেনটির সময়সূচী ভাল করে খেয়াল করতে হবে। কেননা আগে এই ট্রেন শুধুমাত্র ময়মনসিংহ থেকে চট্টগ্রাম চলাচল করত। তবে এটি জামালপুর পর্যন্ত বর্ধিত করায় জামালপুরবাসিদের জন্য একটি সুবর্ণ সুযোগ সৃষ্টি হয়েছে।

নতুন সময়সূচী অনুসারে বিজয় এক্সপ্রেস ট্রেন বিকাল ০৪টা ২৮ মিনিটে ময়মনসিংহ ষ্টেশনে পৌছায় চট্টগ্রাম থেকে। তারপর জামালপুরের উদ্দেশ্যে ছেড়ে গিয়ে জামালপুর পৌছায় সন্ধ্যা ০৬টায়। তবে এই ট্রেনটি কিছুটা লেট করে থাকে তাই কখনও কখনও ৬টা ৩০ কিংবা ৭টা বেজে যায়।

জেনে নিনঃ বিজয় এক্সপ্রেস ট্রেনের নতুন সময়সূচী

যমুনা এক্সপ্রেস

যমুনা এক্সপ্রেস রাত ০৮টা ৩৭ মিনিটে ময়মনসিংহ ছেড়ে যায় এবং জামালপুর পৌছায় রাত ১০টা ০৫ মিনিটে। এই ট্রেনের ভাড়া অন্য ট্রেনের মতই হয়ে থাকে। যেমনঃ শোভন ৫৫টাকা, শোভন চেয়ার ৬৫ টাকা, ফার্স্ট ক্লাস সিট ১০৪ এবং কেবিন সিট ১০৪ টাকা।

ব্রহ্মপুত্র এক্সপ্রেস

এটি জামালপুরের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া সর্বশেষ ট্রেন। এটি রাত ৯টা ২০ মিনিটে ময়মনসিংহ ষ্টেশন থেকে ছেড়ে যায় এবং জামালপুর পৌছায় রাত ১০টা ৩৯ মিনিটে। তবে এই ট্রেনটি যেহেতু ঢাকা থেকে সবার শেষে ছেড়ে আসে তাই সময় একটু বেশি লাগে। এক্ষেত্রে ৩০ মিনিট বিলম্ব হতে পারে, তবে এই অতিরিক্ত ৩০ মিনিট কোন অফিসিয়াল সময়সূচী না।

জেনে নিনঃ ময়মনসিংহ থেকে ঢাকা লোকাল ট্রেনের নতুন সময়সূচী

ময়মনসিংহ থেকে জামালপুর লোকাল ট্রেনের সময়সূচী

ময়মনসিংহ ষ্টেশন থেকে বেশ কিছু লোকাল ট্রেন জামালপুর এর উদ্দেশ্যে ছেড়ে যায়। এসব ট্রেনের মধ্যে উল্লেখযোগ্য ট্রেন হচ্ছে জামালপুর কমিউটার এবং দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেন।

  • নতুন সময়সূচী অনুসারে ভোর ৪টা ধলেশ্বরী এক্সপ্রেস, সকাল ৯টায় দেওয়ানগঞ্জ কমিউটার, রাত ০৭টা ১০ মিনিটে জামালপুর কমিউটার এবং রাত ১২টায় ভাওয়াল এক্সপ্রেস ট্রেন ময়মনসিংহ থেকে জামালপুর ষ্টেশনে যাত্রা করে থাকে।

জামালপুর কমিউটার

জামালপুর কমিউটার ট্রেনটি রাত ০৭টা ১০ মিনিটে ময়মনসিংহ টু জামালপুর উদ্দেশ্যে যাত্রা শুরু করে। প্রায় দেড় ঘণ্টা যাত্রা শেষে জামালপুর পৌছায় রাত ০৮টা ৪৮ মিনিটে। তবে যেহেতু এসব লোকাল ট্রেন সেহেতু কিছুটা শিডিউল বিপর্যয় হতে পারে।

জেনে নিনঃ জামালপুর কমিউটার ট্রেনের নতুন সময়সূচী ও টিকেট মূল্য

দেওয়ানগঞ্জ কমিউটার

দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনটি সকাল ০৯টায় ময়মনসিংহ থেকে ছাড়ে। তারপর নির্দিষ্ট কিচু ষ্টেশনে যাত্রা বিরতি শেষে জামালপুর পৌছায় সকাল ১০টা ২৫ মিনিটে। জেনে নিন দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনের বিস্তারিত সময়সূচী ও টিকেট মূল্য সম্পর্কে।

ধলেশ্বরী এক্সপ্রেস

এটি অনেক পুরনো একটি লোকাল ট্রেন যা ময়মনসিংহ হতে ভোর ০৪ টায় ছেড়ে আসে এবং পর্যায়ক্রমে জামালপুর পৌছায় সকাল ০৫টা ৫০ মিনিটে। তবে এই ট্রেনটি করোনা মহামারি পর থেকে বন্ধ ছিল, তবে এখন চালু আছে কিনা ষ্টেশন থেকে তথ্য নিতে হবে।

ভাওয়াল এক্সপ্রেস

মেইল ট্রেন ভাওয়াল এক্সপ্রেস ময়মনসিংহ থেকে রাত ১২টায় যাত্রা শুরু করে এবং জামালপুর পৌছায় রাত ০১টা ৩০ মিনিটে। তবে এই ট্রেনটিও বর্তমানে বন্ধ থাকার কথা। বিস্তারিত সময়সূচী ষ্টেশন মাস্টার থেকে জেনে নিতে পারবেন।

বিবিই লোকাল

এই ট্রেনটি অনেকে ফাইবাব ট্রেনও বলে থাকেন যতদূর জানা যায়। এই ট্রেনটি রাত ০৮টা ৫০ মিনিটে যাত্রা শুরু করে এবং পর্যায়ক্রমে জামালপুর জংশন ষ্টেশনে পৌছায় রাত ১১টা ২০ মিনিটে।

ময়মনসিংহ থেকে জামালপুর কত কিলোমিটার

ময়মনসিংহ ষ্টেশন থেকে জামালপুর ষ্টেশন পর্যন্ত প্রায় ৫৮ কিলোমিটার পথ। যাত্রা পথে গুরুত্বপূর্ণ স্টপেজ সমুহ হচ্ছে বিদ্যাগঞ্জ, পিয়ারপুর, নান্দিনা এবং নুরুন্দি ষ্টেশন।

ময়মনসিংহ থেকে জামালপুর কত কিলোমিটার
ময়মনসিংহ থেকে জামালপুর কত কিলোমিটার

ময়মনসিংহ থেকে জামালপুর ট্রেনের সময়সূচী ও টিকেট মূল্য সম্পর্কে জানা হয়ে গেলে কিভাবে টিকেট কাটবেন তাও জানা জরুরি। মনে রাখতে হবে আন্তঃনগর ট্রেনের টিকেট অনলাইনে কাটা গেলেও লোকাল ট্রেনের টিকেট অনলাইনে পাওয়া যায় না।

লোকাল ট্রেনের টিকেট, ট্রেন ছাড়ার ১ ঘন্টা আগে থেকে নির্দিষ্ট কাউন্টারে লাইনে দাড়িয়ে সংগ্রহ করতে হয়। জেনে নিন অনলাইনে ট্রেনের টিকিট কাটার নিয়ম সম্পর্কে।

অনলাইনে ট্রেনের টিকেট কাটার নিয়ম

  • ভিসিট করুন eticket.railway.gov.bd
  • নতুন একাউন্ট খুলতে রেজিস্ট্রেশন করুন
  • আগে থেকে একাউন্ট থাকলে লগিন করুন
  • যাত্রার তারিখ এবং গন্তব্য সিলেক্ট করুন
  • ট্রেন এবং আসন বেছে নিন
  • বিকাশ, নগদ, রকেট কিংবা কার্ড দিয়ে পেমেন্ট সম্পন্ন করুন
  • টিকেট অনলাইন কপি ডাউনলোড করুন।

চাইলে Rail Seba অ্যাপ থেকেও সহজেই টিকেট সংগ্রহ করতে পারবেন। তবে আপনি যদি অগ্রিম টিকেট কাটতে চান তবে জেনে নিন ট্রেনের অগ্রিম টিকেট কাটার নিয়ম সম্পর্কে বিস্তারিতভাবে।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *