ময়মনসিংহ লোকাল ট্রেনের সময়সূচী ও টিকেট ২০২৫
অনেকেই ময়মনসিংহ লোকাল ট্রেনের সময়সূচী সম্পর্কে জানতে চান। তাই এখানে ট্রেনের বিস্তারিত সময়সূচী, টিকেট এবং কোন ট্রেন কোন স্টেশনে থামে তার বিস্তারিত তথ্য তুলে ধরা হবে। বিশেষ করে ঢাকা থেকে ময়মনসিংহ ষ্টেশন পর্যন্ত যে কয়টি লোকাল ট্রেন রয়েছে তাদের বিস্তারিত তথ্য তুলে ধরা হয়েছে
ময়মনসিংহের লোকাল ট্রেন সময়ের মধ্যে রয়েছে বলাকা কমিউটার, দেওয়ানগঞ্জ কমিউটার, মহুয়া কমিউটার, জামালপুর কমিউটার এবং ভাওয়াল এক্সপ্রেস।
ময়মনসিংহ লোকাল ট্রেনের সময়সূচী
ময়মনসিংহ লোকাল ট্রেনসমূহের মধ্যে বলাকা কমিউটার ভোর ০৪টা ৪৫ মিনিটে, দেওয়ানগঞ্জ কমিউটার, ০৫টা ৪০ মিনিটে, মহুয়া কমিউটার সকাল ০৮টা ১৫ মিনিটে, জামালপুর কমিউটার বিকাল ০৩টা ৪০ মিনিটে এবং ভাওয়াল এক্সপ্রেস রাত ০৮টা ১৫ মিনিটে ঢাকা (কমলাপুর) ষ্টেশন থেকে ছেড়ে যায়। পরবর্তীতে নির্দিষ্ট সময়সূচী অনুসারে আবার পুনরায় ময়মনসিংহ থেকে ঢাকা ফেরত আসে।
এবার চলুন প্রত্যেকটি ট্রেনের বিস্তারিত সময়সূচী এবং স্টপেজ সম্পর্কে জেনে নিই। তবে এই সময়সূচি কিছুটা পরিবর্তিত হতে পারে যদি ট্রেনের সিডিউল বিপর্যয় ঘটে। প্রথমেই শুরু করি বলাকা কমিউটার ট্রেন দিয়ে।
বলাকা কমিউটার
বলাকা কমিউটার ট্রেনের কোড নম্বর হচ্ছে ৪৯। এই ট্রেনটি ঢাকা কমলাপুর থেকে ভোর ৪: ৪৫ মিনিটে ছেড়ে যায় তারপর বিভিন্ন স্টেশনে যাত্রা বিরতি শেষে ময়মনসিংহে পৌঁছায় সকাল ০৮ টা ১৫ মিনিটে।
স্টেশনের নাম | সময়সূচি |
---|---|
ঢাকা কমলাপুর | ভোর ০৪টা ৪৫ মিনিট |
তেজগাঁও | ভোর ০৪টা ৫৮ মিনিট |
বিমানবন্দর | সকাল ০৫টা ১৫ মিনিট |
টঙ্গী | সকাল ০৫টা ২৫ মিনিট |
জয়দেবপুর | সকাল ০৫টা ৪২ মিনিট |
রাজেন্দ্রপুর | সকাল ০৬টা ০২ মিনিট |
শ্রীপুর | সকাল ০৬টা ২৩মিনিট |
কাওরাইদ | সকাল ০৬টা ৪৫মিনিট |
মশাখালী | সকাল ০৭টা ০০ মিনিট |
গফরগাঁও | সকাল ০৭টা ১৫ মিনিট |
ধলা | সকাল ০৭টা ৩০ মিনিট |
আউলিনগর | সকাল ০৭টা ৩৮ মিনিট |
ফাতেমা নগর | সকাল ০৮টা ০০ মিনিট |
ময়মনসিংহ জংশন | সকাল ০৮টা ১৫ মিনিট |
গৌরীপুর | সকাল ০৯টা ০০ মিনিট |
জারিয়া | সকাল ১০টা ১০ মিনিট |
আমাদের সাথে যুক্ত হতে জয়েন করুন
কিছু জানার থাকলে জয়েন
দেওয়ানগঞ্জ কমিউটার
দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেন ময়মনসিংহ লোকাল ট্রেনের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটি ট্রেন। এই ট্রেনটি জামালপুরের দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসে। পরবর্তীতে ময়মনসিংহ হয়ে ঢাকায় পৌঁছায়। একইভাবে ঢাকা কমলাপুর থেকে নির্দিষ্ট স্টেশনে যাত্রা বিরতি শেষে পুনরায় জামালপুর পৌঁছায়।
এই ট্রেনের সময়সূচী নিচের টেবিলে দেওয়া আছে। দেওয়ানগঞ্জ কমিউটার সম্পর্কে আরো বিস্তারিত জানতে পড়ুনঃ দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেন
স্টেশনের নাম | সময়সূচি |
---|---|
ঢাকা কমলাপুর | সকাল ০৫টা ৪০ মিনিট |
তেজগাঁও | সকাল ০৫টা ৫৫ মিনিট |
বিমানবন্দর | সকাল ০৬টা ১০ মিনিট |
টঙ্গী | সকাল ০৬টা ২০ মিনিট |
জয়দেবপুর | সকাল ০৬টা ৩৫ মিনিট |
শ্রীপুর | সকাল ০৭টা ০২ মিনিট |
কাওরাইদ | সকাল ০৭টা ২৫ মিনিট |
মশা খালি | সকাল ০৭টা ৩৪ মিনিট |
গফরগাঁও | সকাল ০৭টা ৫০ মিনিট |
ধলা | সকাল ০৮টা ০০ মিনিট |
আউলিনগর | সকাল ০৮টা ১১ মিনিট |
ফাতেমা নগর | সকাল ০৮টা ৩০ মিনিট |
ময়মনসিংহ জংশন | সকাল ০৮টা ৫৫ মিনিট |
বিদ্যা গঞ্জ | সকাল ০৯টা ১৬ মিনিট |
মহুয়া কমিউটার
এই ট্রেনটি সকাল ০৮টা ১৫ মিনিটে কমলাপুর স্টেশন থেকে ছেড়ে আসে। তারপর সকল ষ্টেশনে যাত্রা বিরতি শেষে ময়মনসিংহ পৌছায়। এই ট্রেনটি পরবর্তীতে গৌরীপুর নেত্রকোনা হয়ে মোহনগঞ্জ পর্যন্ত চলাচল করে।
ট্রেনের শিডিউল বিপর্যয় হলে কিংবা ট্রেন কমলাপুর থেকে দেরিতে ছারলে এই সমস্যাটির কিছুটা পরিবর্তন হতে পারে। তখন 10 থেকে 15 মিনিট লেট হতেই পারে।
স্টেশনের নাম | সময়সূচী |
---|---|
ঢাকা কমলাপুর | সকাল ০৮টা ১৫ মিনিট |
তেজগাঁও | সকাল ০৮টা ২৬ মিনিট |
বিমানবন্দর | সকাল ০৮টা ৪৩ মিনিট |
টঙ্গী | সকাল ০৮টা ৫৫ মিনিট |
জয়দেবপুর | সকাল ০৯টা ১৫ মিনিট |
ভাওয়াল গাজীপুর | সকাল ০৯টা ২৫ মিনিট |
রাজেন্দ্রপুর | সকাল ০৯টা ৩২ মিনিট |
শ্রীপুর | সকাল ০৯টা ৫১ মিনিট |
কাওরাইদ | সকাল ১০টা ০৮ মিনিট |
মশাখালী | সকাল ১০টা ৩০ মিনিট |
গফরগাঁও | সকাল ১০টা ৪৫ মিনিট |
আউলিয়া নগর | সকাল ১১টা ১০ মিনিট |
আহমেদ বাড়ি | সকাল ১১টা ২০ মিনিট |
ফাতেমা নগর | সকাল ১১টা ৩০ মিনিট |
ময়মনসিংহ জংশন | সকাল ১১টা ৫০ মিনিট |
জামালপুর কমিউটার
ময়মনসিংহ লোকাল ট্রেনের সময়সূচী জানতে হলে অবশ্যই জামালপুর কম্পিউটার সম্পর্কে জানতে হবে। কেননা এটি ময়মনসিংহের অন্যতম জনপ্রিয় একটি কমিটার ট্রেন। জামালপুর কমিউটার ট্রেনটি নিয়মিত ঢাকা কমলাপুর থেকে জামালপুর জেলার দেওয়ানগঞ্জ ষ্টেশন পর্যন্ত চলাচল করে।
এখানে ময়মনসিংহ পর্যন্ত সময়সূচী দেওয়া হল। এই ট্রেনের আরও তথ্য যেমন টিকেট, কোন কোন ষ্টেশনে থামে বিস্তারিত জেনে নিতে পারবেন। বিস্তারিত সময়সূচী জানতে দেখে নিন জামালপুর কমিউটার ট্রেনের বিস্তারিত তথ্য
ষ্টেশনের নাম | সময়সূচী |
---|---|
ঢাকা কমলাপুর | বিকাল ০৩টা ৪০ মিনিট |
তেজগাঁও | বিকাল ০৩টা ৫১ মিনিট |
বিমানবন্দর | বিকাল ০৪টা ০৮ মিনিট |
টঙ্গী | বিকাল ০৪টা ২০ মিনিট |
জয়দেবপুর | বিকাল ০৪টা ৩৬ মিনিট |
শ্রীপুর | বিকাল ০৫টা ০২ মিনিট |
কাউরাইদ | বিকাল ০৫টা ২০ মিনিট |
মশাখালী | বিকাল ০৫টা ৩৫ মিনিট |
গফরগাঁও | বিকাল ০৫টা ৪৮ মিনিট |
ধলা | বিকাল ০৬টা ০৫ মিনিট |
আউলিয়া নগর | সন্ধা ০৬টা ২০ মিনিট |
ময়মনসিংহ জংশন | সন্ধা ০৬টা ৪৮ মিনিট |
বিদ্যা গঞ্জ | সন্ধা ০৭টা ২০ মিনিট |
ভাওয়াল এক্সপ্রেস
ভাওয়াল এক্সপ্রেস ট্রেনটির নাম শুনে মনে হতে পারে এটি একটি আন্তঃনগর ট্রেন। কিন্তু না এটি কোন এক্সপ্রেস, মেইল কিংবা আন্তঃনগর ট্রেন নয়। এটি একটি সাধারণ কমিউটার ট্রেন অন্য সকল লোকাল ট্রেনের মতই।
এটি রাতের সর্বশেষ ট্রেন। ঢাকা কমলাপুর থেকে রাত আটটা পনের মিনিটে জামালপুরে উদ্দেশ্যে ছেড়ে যায়। যাত্রাপথে নির্দিষ্ট কিছু স্টেশনে যাত্রা বিরতি শেষে ময়মনসিংহ পৌঁছায় রাত ১১ঃ৫০ মিনিটে। তবে এই সময়সূচির কিছুটা পরিবর্তন হতে পারে।
মাঝে মাঝে ট্রেন লেটে ছেড়ে আসে আমরা সবাই জানি। তাই লেট করার কারণে নির্দিষ্ট স্টেশনে পৌঁছাতে ১০-১৫ মিনিট লেট হতেই পারে।
ঢাকা থেকে ময়মনসিংহ লোকাল ট্রেনের সময়সূচী
- ভাওয়াল এক্সপ্রেসঃ কমলাপুর থেকে রাত ০৮:১৫ মিনিটে ছাড়ে।
- জামালপুর কমিউটারঃ কমলাপুর থেকে বিকাল ০৩:৪৫ মিনিটে ছাড়ে।
- মহুয়া কমিউটারঃ কমলাপুর থেকে সকাল ০৮ঃ১৫ মিনিটে ছাড়ে।
- দেওয়ানগঞ্জ কমিউটারঃ ঢাকা থেকে ভোর ০৫ঃ৪০ মিনিটে ছাড়ে।
- বলাকা কমিউটারঃ ঢাকা থেকে ভোর ০৪টা ৪৫ মিনিটে ছাড়ে।
ময়মনসিংহ লোকাল ট্রেনের ভাড়া
ময়মনসিংহ লোকাল ট্রেনের সময়সূচী সম্পর্কে আমরা বিস্তারিত জানলাম। লোকাল ট্রেনের ভাড়া নির্ভর করে আপনি কোন স্টেশন থেকে কোন স্টেশনে যাত্রা করছেন তার ওপর। তবে এই ট্রেনের ভাড়া খুব কম।
যেখানে আন্তঃনগর ট্রেনের ভাড়া অনেক বেশি সেখানে বলতে গেলে লোকাল ট্রেনের ভাড়া অর্ধেক। আন্তঃনগর ট্রেনে অনলাইনে সিট কাটা নিয়ে যুদ্ধ করতে হয়। অপরদিকে লোকাল ট্রেনের টিকিট যখন তখন পাওয়া যায় কাউন্টার থেকে।
তাই যেকোনো স্টেশনে যাত্রার পূর্বে কমপক্ষে এক ঘন্টা আগে স্টেশন কাউন্টারে যোগাযোগ করে টিকিট সংগ্রহ করুন এবং নিরাপদ যাত্রা করুন।