দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনের সময়সূচী ও ভাড়া ২০২৫
দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেন (Dewanganj Commuter Train) বাংলাদেশের অন্যতম জনপ্রিয় একটি ট্রেন, যা ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে জামালপুর জেলার দেওয়ানগঞ্জ পর্যন্ত যাত্রী পরিবহন করে। এটি বিশেষত নিম্ন ও মধ্যম আয়ের মানুষের জন্য একটি সুবিধাজনক ট্রেন। দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনের সময়সূচী, ভাড়ার তালিকা, স্টপেজ সহ সকল তথ্য বিস্তারিতভাবে উপস্থাপন করা হয়েছে।
দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনের সময়সূচী
নতুন সময়সূচী অনুসারে দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেন ঢাকা (কমলাপুর) স্টেশন ছেড়ে যায় ভোর ৫টা ৪০ মিনিটে এবং দেওয়ানগঞ্জ পৌছায় সকাল ১১টা ৪৫ মিনিটে। অপরদিকে দেওয়ানগঞ্জ স্টেশন ছেড়ে যায় দুপুর ১টায় এবং ঢাকা পৌছায় সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে।
এই ট্রেনের বিস্তারিত সময়সূচী এখানে প্রকাশ করা হল যা আগে কোন ওয়েবসাইট দিতে পারে নি। তবে ট্রেনের শিডিউল বিপর্যয় ঘটলে এই সময়সূচীর কিছুটা পরিবর্তন হতে পারে। সময়সূচী নিতে কোন পরামর্শ থাকলে কমেন্টে জানাবেন।
ঢাকা টু দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনের সময়সূচী
ষ্টেশনের নাম | সময়সূচী ২০২৫ |
---|---|
কমলাপুর | 05:40 AM |
তেজগাঁও | 05:54 AM |
ঢাকা বিমানবন্দর | 06:12 AM |
টঙ্গি জংশন | 06:22 AM |
জয়দেবপুর | 06:46 AM |
শ্রীপুর | 07:17 AM |
কাওরাইদ | 07:38 AM |
মশাখালি | 07:52 AM |
গফরগাঁও | 08:06 AM |
ময়মনসিংহ | 09:02 AM |
বিদ্যাগঞ্জ | 09:24 AM |
পিয়ারপুর | 09:37 AM |
নুরুন্দি | 09:52 AM |
নান্দিনা | 10:07 AM |
জামালপুর | 10:25 AM |
মেলান্দহ | 10:44 AM |
দুরমুঠ | 10:56 AM |
ইসলামপুর | 11:08 AM |
দেওয়ানগঞ্জ বাজার | 11:40 AM |
দেওয়ানগঞ্জ থেকে ঢাকা সময়সূচী
ষ্টেশনের নাম | সময়সূচী |
---|---|
দেওয়ানগঞ্জ বাজার | 01:00 PM |
ইসলামপুর | 01:17 PM |
দুরমুঠ | 01:28 PM |
মেলান্দহ বাজার | 01:40 PM |
জামালপুর জংশন | 02:05 PM |
নান্দিনা | 02:21 PM |
নুরুন্দি | 02:40 PM |
পিয়ারপুর | 02:54 PM |
বিদ্যাগঞ্জ | 03:09 PM |
ময়মনসিংহ জং | 03:50 PM |
গফরগাঁও | 04:31 PM |
মশাখালি | 04:44 PM |
কাওরাইদ | 04:58 PM |
শ্রীপুর | 05:18 PM |
জয়দেবপুর জংশন | 06:12 PM |
টঙ্গি জংশন | 06:32 PM |
ঢাকা বিমানবন্দর | 0649 PM |
তেজগাঁও | 07:12 PM |
ঢাকা কমলাপুর | 07:25 PM |
যাত্রা পথে এই ট্রেনটি ১৯টি স্টেশনে যাত্রা বিরতি করে। তাই ঢাকা থেকে দেওয়ানগঞ্জ কিংবা দেওয়ানগঞ্জ থেকে ঢাকা যেতে প্রায় ৭ ঘন্টা ২ মিনিট সময় লাগে। বলে রাখা ভাল এটি জামালপুর এর অন্যতম পুরাতন একটি ট্রেন।
দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনের ইতিহাস
ঢাকা থেকে ময়মনসিংহ ট্রেন চালু হয় সেই ব্রিটিশ আমলে ১৮৮৫ সালে। তারপর ১৮৯৪ সালে এই রেল লাইন সম্প্রসারন করে জামালপুর পর্যন্ত করা হয়। তারপর থেকে জামালপুরে সর্বপ্রথম একটি স্টেশন চালু হয় যার নাম জামালপুর কোর্ট স্টেশন।
তারপর জামালপুর টু দেওয়ানগঞ্জ এই ট্রেনটি বাহাদুরাবাদ ঘাট পর্যন্ত যায়, কারন তখন রেল ফেরি চলত। এই রেল ফেরি এবং দেওয়ানগঞ্জ চিনি কলে চিনি তৈরির জন্য আঁখ আনা নেওয়ার জন্য এই লাইন ব্যাবহার করা হত। শুধু তাই নয় উৎপাদিত চিনি বাদাদুরাবাদ পয়েন্ট দিয়ে এবং ততকালিন মমিসিং স্টেশন হয়ে ঢাকা পৌঁছাত।
পরবর্তীতে এই ট্রেনের লাইন তারাকান্দি পর্যন্ত সংযুক্ত করা হয় দক্ষিন এশিয়ার বৃহত্তম যমুনা ফার্টিলাইজার কোম্পানির ইউরিয়া সার পরিবহণের জন্য। যাই হোক, বাহাদুরাবাদ ঘাট বন্ধ হয়ে গেলে এই রোডে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়তবে সেই ধারাবাহিকতায় প্রথম ২০০৮ সালের ১লা জুন দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেন চালু করা হয় যাত্রীবাহী ট্রেন হিসাবে।
অনেকেই ভুলবশত দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনকে “দেওয়ানগঞ্জ কম্পিউটার ট্রেন” বলে থাকে। তবে সঠিক উচ্চারণ হলো কমিউটার ট্রেন। এই ধরনের ট্রেন মূলত শহর ও শহরতলির মধ্যে দ্রুত যোগাযোগের জন্য ব্যবহৃত হয়।
দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনের ভাড়া
দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনের টিকিটের মূল্য বেশ সাশ্রয়ী। কেননা এখানে খুব কম দামে টিকেট পেয়ে যাবেন। অনেক সময় অনলাইনে কোন টিকেট পাওয়া যায় না তখন কাউন্টারে গিয়ে বললেই এই ট্রেনের টিকেট পাবেন, কেননা এই ট্রেনের টিকেট অনলাইনে কাটা যায় না।
স্টেশন | টিকেট মূল্য |
---|---|
ঢাকা থেকে জামালপুর | ৮৫ টাকা |
ঢাকা দেওয়ানগঞ্জ | ৯৫ টাকা |
দেওয়ানগঞ্জ থেকে ঢাকা | ৯৫ টাকা |
জামালপুর থেকে ঢাকা | ৮৫ টাকা |
বৃহত্তর ময়মনসিংহ বিভাগের জামালপুর ও ময়মনসিংহ জেলার মানুষের কাছে এটি একটি অত্যন্ত জনপ্রিয় ট্রেন। কম খরচে যাতায়াত এবং নির্ধারিত সময়সূচীর কারণে প্রতিদিন বিপুল সংখ্যক যাত্রী এই ট্রেনে যাতায়াত করেন। যাত্রীদের জন্য সুবিধা বিবেচনায় এই ট্রেনের টিকিট অনলাইনে কেনা যায় না; শুধুমাত্র স্টেশন থেকেই সংগ্রহ করা যায়।
বিকল্প ট্রেনসমূহ
যদি আপনি একটু আরামদায়ক ভ্রমণ চান, তবে অন্যান্য আন্তঃনগর ট্রেন ব্যবহার করতে পারেন যে ট্রেনগুলো ঢাকা থেকে জামালপুর নিয়মিত যাত্রা করে।
- জামালপুর এক্সপ্রেস
- তিস্তা এক্সপ্রেস
- ব্রহ্মপুত্র এক্সপ্রেস
- যমুনা এক্সপ্রেস
- অগ্নিবীণা এক্সপ্রেস
- ধলেশ্বরী এক্সপ্রেস
- ভাওয়াল এক্সপ্রেস
সচরাচর জিজ্ঞাসিত প্রশ্ন (FAQ)
দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনের কোড কত
এই ট্রেনের আপ ও ডাউন টাইম কোড যথাক্রমে ৪৮ ও ৪৮।
দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনের অফ ডে
দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেন সপ্তাহের সাত দিনই চালু থাকে, অর্থাৎ এর কোনও নির্দিষ্ট বন্ধের দিন নেই। এটি প্রতিদিন নিরবচ্ছিন্নভাবে যাত্রী সেবা প্রদান করে।
জয়দেবপুর থেকে দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনের সময়সূচী
জয়দেবপুর থেকে দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেন সকাল ০৬টা ৪৬ মিনিটে ছেড়ে যায় এবং সর্বশেষ দেওয়ানগঞ্জ পৌছায় সকাল ১১টা ৪৫ মিনিটে।
শ্রীপুর টু দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনের সময়সূচী
নতুন সময়সুচি অনুসারে শ্রীপুর থেকে সকাল ০৭টা ১৭ মিনিটে এই ট্রেন যাত্রা শুরু করে এবং দেওয়ানগঞ্জ পৌছায় ১১টা ৪৫ মিনিটে।
জামালপুর টু দেওয়ানগঞ্জ ট্রেনের সময়সূচী
জামালপুর থেকে দেওয়ানগঞ্জ অভিমুখী দেওয়ানগঞ্জ কমিউটার সকাল ১০টা ২৫ মিনিটে যাত্রা বিরতি করে দেওয়ানগঞ্জ পৌছায় ১১টা ৪৫ মিনিটে। একইভাবে দেওয়ানগঞ্জ থেকে দুপুর ১টায় ছেড়ে গিয়ে জামালপুর পৌছায় দুপুর ২টা ০৫ মিনিটে।
দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেন কোথায় কোথায় থামে
এই ট্রেনটি সর্বমোট ১৯টি ষ্টেশনে থামে। ঢাকা থেকে শুরু করে তেজগাঁও, বিমানবন্দর, টঙ্গি, ধিরাস্রম
জামালপুর কমিউটার নিয়ে পোস্ট চাই