আর মাত্র 2 দিন: রেলওয়ে কাউন্টার থেকে আপনার টিকেটের টাকা বুঝে নিন
বাংলাদেশ রেলওয়ে এক সুত্রে জানা গেছে যে, সবাই সবার প্রাপ্য টিকেটের টাকা বুঝে পাবেন। তবে সেই টাকা অনলাইনে নেওয়া যাবে না। টাকা নিতে পারবেন আপনার নিকটস্থ টিকেট কাউন্টার থেকে। এই টাকা পেতে কোন ট্যাক্স দিতে হবে না, সম্পূর্ণ টাকা নিতে পারবেন। তবে এক্ষেত্রে কিছু শর্ত রয়েছে।
প্রথম শর্ত অনুযায়ী একটি নির্দিষ্ট সময়ের মধ্যে কাউন্টারে উপস্থিত থাকতে হবে। সময়টি হচ্ছে ১০ই ফেব্রুয়ারি থেকে ২০ই ফেব্রুয়ারি পর্যন্ত, সেই হিসাবে আপনাকে ৪ দিনের মধ্যে কাউন্টারে উপস্থিত থাকতে হবে। ইতিমধ্যে অনেকেই টাকা বুঝে পেয়েছেন এবং তাদের হাসিমুখে কাউন্টার ত্যাগ করতে দেখা গেছে।
মুলত গত ২৮.০১.২০২৫ ইং তারিখে অনিবার্য কারণে ট্রেন চলাচল স্থগিত থাকায়, যে সকল ট্রেন সম্পূর্ণ চলাচল করে নাই, সে সকল ট্রেনের টিকিট রিফান্ডের একটি সিস্টেম চালু হয়েছে। এই টিকিট রিফান্ডের ক্ষেত্রে যাত্রীদের কিছু করণীয় রয়েছে।

নোটিশঃ যে সকল যাত্রী ইন্টারনেটের মাধ্যমে (রেল সেবা অ্যাপস ও ওয়েবসাইট) টিকিট ক্রয় করেছিলেন তাঁরা ইন্টারনেটের মাধ্যমে এবং যারা স্টেশন কাউন্টার হতে টিকিট ক্রয় করেছিলেন তাঁরা স্টেশন কাউন্টারের মাধ্যমে ক্রয়কৃত টিকিট, ওটিপি (OTP) প্রদর্শন পূর্বক রিফান্ড করতে পারবেন। ওটিপি (OTP) প্রদানের জন্য টিকিট ক্রয়ে ব্যবহৃত মোবাইল নম্বরটি সাথে রাখতে হবে।
তার মানে আপনি যদি রেল সেবা অ্যাপ এর মাধ্যমে টিকেট কেটে থাকেন তবে সেই টিকেট কাউন্টারে দেখিয়ে আগামী ৪ দিনের মধ্যে আপনার টাকা রিফান্ড নিতে পারবেন।
তাছাড়া আপনি যদি অনলাইনে টিকেট ক্রয় করে থাকেন তবে আপনার টিকেট এর কোড নম্বর এবং মোবাইল সাথে নিয়ে যাবেন। উল্লেখ্য যে ২০ তারিখের পর কোন যাত্রী রিফেন্ডের আবেদন নিয়ে গেলে তা গ্রহন করা হবে না।