ইদের দিন ও ঈদের পরের দিন কি ট্রেন চলবে? বিস্তারিত জানুন

ইদের দিন ও ঈদের পরের দিন কি ট্রেন চলবে
ইদের দিন ও ঈদের পরের দিন কি ট্রেন চলবে

ঈদে ট্রেন চলাচল নিয়ে নতুন নির্দেশনা প্রকাশ হল। আমাদের অনেকেই ইদের সময়ের ট্রেনের সময়সূচী নিয়ে ঝামেলার সম্মুখীন হয়ে থাকি। ঈদের দিনে এবং ইদের পরের দিন এবং ইদ পরবর্তী ট্রেন চলাচল বন্ধ থাকবে নাকি চাল্য থাকবে তা নিয়ে বিস্তারিত জানা যাবে।

ঈদের দিন কি ট্রেন বন্ধ থাকে

পবিত্র ঈদুল আযহা সবার জন্য আনন্দ বয়ে আনে। তাই ঈদে সবাই চায় পরিবারের সাথে সময় কাটাতে। ট্রেনের চাকরি এক ধরনের সরকারি চাকরি তাই তাদেরও ছুটির প্রয়োজন হয়। এজন্য বাংলাদেশ রেলওয়ের নির্দিষ্ট নিয়ম অনুযায়ী প্রতিবছর ঈদের দিন ট্রেন বন্ধ থাকে। তবে এবার ঈদুল আযহায় অল্প কিছু ট্রেন চালু হবে এবং ইদের পর দিন থেকে থেকে সকল ট্রেন চলবে।

ইসলামিক ফাউন্ডেশন থেকে জানা যায় যে এবছর ঈদুল আযহা শুক্রবার ৬ জুন, ২০২৫ – শনিবার, ৭ জুন, ২০২৫ এই দুই দিনের একদিনে হবে। তাই ঈদের দিন সকল আন্তঃনগর, লোকাল, কমিউটার ট্রেন সহ সকল প্রকার ট্রেন চলাচল কার্যক্রম বন্ধ থাকবে।

তবে সরকার দুইটি লোকাল ট্রেন এবং ঈদগাহ ময়দানে যাওয়ার জন্য বিশেষ কিছু ট্রেন চালু রাখবে। যেমন শোলাকিয়া ময়দানে জাওয়ার জন্য যে ট্রেন চলে সেটা চলবে। কোন কোন ট্রেন চলবে টা নিচে সুন্দর করে বুঝিয়ে বলা আছে।

পডেট নোটিশঃ যেহেতু ২১ তারিখ থেকে অনলাইনে অগ্রিম টিকেট চালু হয়েছে তাই অনলাইনে অগ্রিম টিকেট কাটার নিয়ম ও সময়সূচী জেনে টিকেট কাটুন । অনলাইনে ইতিমধ্যে টিকেট দেখাচ্ছে। বিস্তারিত জানতে পারবেন আমাদের গ্রুপে।

ঈদের পরের দিন কি ট্রেন চলবে
ঈদের পরের দিন কি ট্রেন চলবে

নির্দিষ্ট সময় অনুযায়ী ঈদের টিকেট কাটা যাবে।সাধারণত পশ্চিমাঞ্চল এবং পূর্বাঞ্চলের টিকেটিং টাইম হল সকাল ৮টা এবং দুপুর ০২টা। তবে এই দুই দিনের টিকেট যখন তখন কাটতে পারবেন। তাই সাচ্ছন্দে ঈদের টিকেট কেটে ভ্রমন করুন।

এবার ঈদুল আযহার দিন রেলওয়ে পূর্বাঞ্চলের (চট্টগ্রাম মেইল) এবং (ভাওয়াল এক্সপ্রেস) ছাড়া সব আন্তঃনগর, মেইল, এক্সপ্রেস, কমিউটার ও লোকাল ট্রেন চলাচল বন্ধ থাকবে৷ দেশের সর্ববৃহৎ ঈদ জামাত ঘিরে কিশোরগঞ্জের শোলাকিয়ায় বিশেষ ট্রেনটি শুধু ঈদের দিন চলাচল করবে৷

এছাড়া ঈদের দিন রেলওয়ে পশ্চিমাঞ্চলের সব আন্তঃনগর, মেইল, কমিউটার এবং লোকাল ট্রেন চলাচল বন্ধ থাকবে৷ সেদিন শুধু ২৫নং (নকশি কাঁথা কমিউটার ট্রেন) ট্রেনটি খুলনা-ঢাকা রুটে চলাচল করবে।

এটা ঈদুল আযহা ট্রেনের টিকেট কাটার সময়সূচী

ঈদের পরের দিন কি ট্রেন চলবে

সাধারনত ঈদের দিন এবং পরের দিন ট্রেন চলাচল কার্যক্রম বন্ধ থাকে। তাই বলা যায় ঈদের পরের দিনও ট্রেন চলবে না। তবে এক্ষেত্রে একটি খুসির খবর বাংলাদেশ রেলওয়ে থেকে পাওয়া গেছে।

এবছর সারাদেশে ট্রেন চলাচল শুরু হবে ইদের পর দিন। ঢাকা থেকে সারাদেশে এবং সারাদেশ থেকে ঢাকায় ট্রেন চলাচল আরম্ভ হওয়ার কথা ছিল। কিন্তু এবার ঈদের পরের দিন থেকেই ট্রেন চলবে। তাই বলা যায় সকল আন্তঃনগর, লোকাল এবং মেইল ট্রেন ঈদের পরদিন থেকে চলবে।

eid train schedule

ঈদে অনলাইনে ট্রেনের অগ্রিম টিকিট কাটার নিয়ম ও সময়সূচী

কমিউটার ট্রেন কি চালু থাকবে

বেসরকারি ট্রেন সংস্থার একটি সুত্র থেকে জানা যায় যে, এবছর সকল আন্তঃনগর ট্রেনগুলোর সাথে সাথে একযুগে কমিউটার বা বেসরকারি লোকাল ট্রেন চলাচলও শুরু করবে।

ট্রেনের টিকেট কিনতে বাংলাদেশ সরকারের অফিসিয়াল ওয়েবসাইট অথবা রেল সেবা অ্যাপ ব্যাবহার করুন। অনলাইনে টিকেট কাঁটার ওয়েবসাইট লিঙ্ক হলঃ https://eticket.railway.gov.bd/

এছাড়া সকল তথ্যের জন্য ফেসবুক কিংবা হোয়াটস অ্যাপ লিঙ্কে প্রবেশ করে আপনার সমস্যার সমাধান করতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 Comments

  1. মোঃ রোস্তম আলী says:

    ঈদের দিন সন্ধ্যায় ঢাকা থেকে বিবাড়িয়া তিতাস কমিউনিটি ট্রেনটি চলবে কিনা জানালে বাধিত হবো।

    1. Banglar Train says:

      ঈদের দিন চলবে না স্যার

  2. জলি says:

    ঈদের পরের দিন কি লালমনি এক্সপ্রেস ট্রেন রংপুর এক্সপ্রেস ট্রেন চলবে

  3. ইনামুল হক says:

    খুলনার জাহানাবাদ এক্সপ্রেস কবে থেকে চলবে

    1. Banglar Train says:

      ঈদের দিন বন্ধ থাকবে। এছারা প্রতিদিনই চলবে