চট্টগ্রাম থেকে ঢাকা ট্রেনের সময়সূচী ও ভাড়ার তালিকা ২০২৫
চট্টগ্রাম থেকে ঢাকা ট্রেনের সময়সূচী কিংবা চট্টগ্রাম থেকে ঢাকা ট্রেনের ভাড়ার তালিকা সম্পর্কে অনেকেই জানেন না, যার ফলে নানান জটিলতার সম্মুখীন হতে হয়। বলে রাখি চট্টগ্রাম থেকে ঢাকা আন্তঃনগর, মেইল এক্সপ্রেস এবং লোকাল সব ধরনের ট্রেন চলাচল করে থাকে। প্রত্যেকটি ট্রেনের সময়সূচী ও ভাড়ার তালিকা এবং অনলাইন টিকেট কাটা সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন।
চট্টগ্রাম থেকে ঢাকা প্রতিদিন সব মিলিয়ে ১০টি ট্রেন আসা যাওয়া করে। ট্রেনগুলো হলঃ চট্টলা এক্সপ্রেস, কর্ণফুলী মেইল, ঢাকা মেইল, আন্তঃনগর সোনার বাংলা এক্সপ্রেস, আন্তঃনগর তূর্ণা এক্সপ্রেস, আন্তঃনগর মহানগর এক্সপ্রেস, আন্তঃনগর মহানগর গোধূলি, আন্তঃনগর সুবর্ণা এক্সপ্রেস ট্রেন, আন্তঃনগর কক্সবাজার এক্সপ্রেস এবং আন্তঃনগর পর্যটক এক্সপ্রেস ট্রেন।
চট্টগ্রাম থেকে ঢাকা ট্রেনের সময়সূচী ২০২৫
২০২৫ সালের নতুন সময়সূচী অনুসারে চট্টগ্রাম থেকে আন্তঃনগর সুবর্ণ এক্সপ্রেস সকাল ০৭.৩০ মিনিট, চট্টলা এক্সপ্রেস সকাল ০৬টা, কর্ণফুলী সকাল ১০ঃ০০ টা, মহানগর এক্সপ্রেস দুপুর ১২ঃ৩০, মহানগর গোধূলি বিকাল ০৩টা, কক্সবাজার এক্সপ্রেস বিকাল ০৪টা, সোনার বাংলা বিকাল ০৫টা, ঢাকা মেইল রাত ১০ঃ৩০, পর্যটক এক্সপ্রেস রাত ১১ঃ১৫ মিনিট এবং তূর্ণা এক্সপ্রেস রাত ১১ঃ৩০ মিনিটে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।
অপরদিকে উক্ত ট্রেনগুলো পুরনায় ঢাকা থেকে চট্টগ্রাম পৌছায়ঃ তূর্ণা এক্সপ্রেস ভোর ৫.১৫, ঢাকা মেইল সকাল ৬.৫৫ মিনিট, সুবর্ণ এক্সপ্রেস দুপুর ১২.১০ মিনিট, চট্টলা এক্সপ্রেস বিকাল ০৩.৫০ মিনিট, মহানগর এক্সপ্রেস সন্ধ্যা ৭.১০ মিনিট, কর্ণফুলী লোকাল সন্ধ্যা ৭.৪৫ মিনিট, মহানগর প্রভাতী রাত ০৯.২৫ মিনিট এবং সর্বশেষ সোনার বাংলা এক্সপ্রেস রাত ১১ঃ৫৫ মিনিটে ঢাকা থেকে চট্টগ্রাম পৌছায়।
ট্রেনের নাম | ছেড়ে যায় | পৌছায় |
---|---|---|
চট্টলা এক্সপ্রেস | 06:00 AM | 08:10 PM |
সুবর্ণ এক্সপ্রেস | 07:30 AM | 09:25 PM |
কর্ণফুলী লোকাল | 10:00 AM | 07:45 PM |
মহানগর এক্সপ্রেস | 12:30 PM | 03:30 PM |
মহানগর গোধূলি | 03:00 PM | 01:35 PM |
কক্সবাজার এক্সপ্রেস | 04:00 PM | 03:40 AM |
সোনার বাংলা এক্সপ্রেস | 04:45 PM | 11:55 AM |
পর্যটক এক্সপ্রেস | 11:15 PM | 11:20 AM |
ঢাকা মেইল | 10:30 PM | 06:55 AM |
তূর্ণা এক্সপ্রেস | 11:30 PM | 05:15 AM |
তবে এসব ট্রেনের মধ্যে কিছু ট্রেন রাতে যাত্রা শুরু করে পরের দিন সকালে গন্তব্যে পৌছায় যার কারনে অনেকেই সময়সূচী বুঝতে পারেন না। যে ট্রেনগুলো তে এই সমস্যা হহয়ে থাকে তা হলঃ
- আন্তঃনগর তূর্ণা এক্সপ্রেস এবং
- আন্তঃনগর মহানগর এক্সপ্রেস
- আন্তঃনগর পর্যটক এক্সপ্রেস
আন্তঃনগর তূর্ণা এক্সপ্রেসঃ এই ট্রেনটি চট্টগ্রাম স্টেশন থেকে রাত ১১ঃ৩০ মিনিটে যাত্রা শুরু করে। যাত্রাপথে এটি ফেনি, লাকসাম, কুমিল্লা, আখাউড়া, ব্রাহ্মণবাড়িয়া, ভৈরব বাজার এবং বিমানবন্দর যাত্রা বিরতি করে সর্বশেষ কমলাপুর পৌছায়। এটি ৮টি স্টেশনে যাত্রা বিরতি করে বলে কিছুটা সময় লাগে ঢাকা পৌছাতে।
এই ট্রেনটির যাত্রা কাল আনুমানিক ৫ ঘন্টা ৪৫ মিনিট। তাই চট্টগ্রাম থেকে রাত ১১ঃ৩০ মিনিটে ছাড়ার পর ঢাকা পৌছায় পরের দিন সকাল ৫ঃ১৫ মিনিটে। অপরদিকে আন্তঃনগর মহানগর এক্সপ্রেসেও এমন পরিস্থিতি লক্ষ করা যায়।
আন্তঃনগর মহানগর এক্সপ্রেসঃ এই ট্রেনটি ঢাকা ছেড়ে যায় রাত ৯ঃ২০ মিনিটে। যাত্রাপথে এটি বিমানবন্দর ও নরসিংদী হয়ে ভৈরব বাজার, আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, আখাওড়া, কসবা, কুমিল্লা, লাকসাম, নাঙ্গলখেত, ফেনি এবং কুমিরা স্টেশনে যাত্রা বিরতি করে চট্টগ্রাম পৌছায়।
যাত্রাপথে এটি প্রায় ১২টি স্টেশনে যাত্রা বিরতি করে। এই লম্বা ভ্রমন সম্পন্ন করতে এই ট্রেনের প্রায় ৬ ঘন্টা ১০ মিনিট সময় লাগে। তাই রাত ৯ঃ৩০ মিনিটে কমলাপুর থেকে ছারার পরও চট্টগ্রাম পৌছাতে সকাল/ভোর ৩.৩০ মিনিট বেঝে যায়।
চট্টগ্রাম থেকে ঢাকা ট্রেনের সময়সূচী ২০২৫ অনুযায়ী প্রতিদিন বেশ কয়েকটি আন্তঃনগর ট্রেন চলাচল করে, যার মধ্যে অন্যতম সুবর্ণ এক্সপ্রেস, মহানগর প্রভাতী, টুর্না এক্সপ্রেস এবং সোনার বাংলা এক্সপ্রেস। এই ট্রেনগুলো সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন সময়ে যাত্রা করে, যাত্রীদের সুবিধার জন্য নির্দিষ্ট বিরতি সহ দ্রুত ও আরামদায়ক সেবা প্রদান করে। নির্দিষ্ট ট্রেনের সময়সূচী, টিকিটের মূল্য ও আসন সংক্রান্ত সর্বশেষ তথ্য জানতে বাংলাদেশ রেলওয়ে ই-টিকিটিং ওয়েবসাইট (eticket.railway.gov.bd) ভিজিট করুন।

চট্টগ্রাম থেকে ঢাকা ট্রেন বন্ধের দিন
ট্রেনের নাম | অফ ডে |
---|---|
চট্টলা এক্সপ্রেস (৮০১) | মঙ্গলবার |
কক্সবাজার এক্সপ্রেস (৮১৩) | মঙ্গলবার |
সুবর্ণ এক্সপ্রেস (৭০১) | সোমবার |
কর্ণফুলী লোকাল (০৩) | বন্ধ নাই |
মহানগর এক্সপ্রেস (৭২১) | রবিবার |
পর্যটক এক্সপ্রেস (৮১৫) | রবিবার |
মহানগর গোধূলি (৭০৩) | বন্ধ নাই |
সোনার বাংলা এক্সপ্রেস (৭৮৭) | মঙ্গলবার |
ঢাকা মেইল (০১) | বন্ধ নাই |
তূর্ণা এক্সপ্রেস (৭৪১) | বন্ধ নাই |
চট্টগ্রাম থেকে ঢাকা ট্রেনের ভাড়ার তালিকা
চট্টলা এক্সপ্রেস
এই ট্রেনটি চট্টগ্রাম থেকে ছেড়ে যায় সকাল ০৬ টায়। সপ্তাহের ৭ দিনের মধ্যে মঙ্গলবার ছাড়া প্রতিদিন চলাচল করছে। এই ট্রেনে তিন ধরনের সিট রয়েছে, সিট অনুযায়ী ভাড়ার ভিন্নতা রয়েছে।
- শোভন চেয়ারঃ ৪০৫ টাকা
- স্নিগ্ধাঃ ৭৭৭ টাকা
- এসি স্লিপারঃ ৯৩২ টাকা
সুবর্ণ এক্সপ্রেস
এটি সকাল ৭ঃ৩০ মিনিটে চট্টগ্রাম স্টেশন থেকে যাত্রা শুরু করে ঢাকায় পৌছায় দুপুর ১২ঃ২৫ মিনিটে। এই ট্রেনটির সাপ্তাহিক বন্ধের দিন হল সোমবার। এই ট্রেনের ভাড়ার তালিকাঃ
- শোভন চেয়ারঃ ৪৫০ টাকা
- ফার্স্ট ক্লাস সিটঃ ৬৮৫ টাকা
- স্নিগ্ধাঃ ৮৫৫ টাকা
- এসি স্লিপারঃ ১০২৫ টাকা
মহানগর এক্সপ্রেস
এই ট্রেনটি দুপুর ১২ঃ৩০ মিনিটে চট্টগ্রাম ছেড়ে যায় এবং গন্তব্যে পৌছায় সন্ধ্যা ৬ঃ৪০ মিনিটে। সাপ্তাহিক ছুটির দিন রবিবার। ভাড়ার তালিকা নিম্নরূপঃ
- শোভন চেয়ারঃ ৪০৫ টাকা
- স্নিগ্ধাঃ ৭৭৭ টাকা
- এসি স্লিপারঃ ৯৩২ টাকা
মহানগর গোধূলি
মহানগর গোধূলি ট্রেন এর দুইটি নাম। যখন এটি ঢাকা থেকে ছেড়ে যায় তখন এর নাম হয় আন্তঃনগর মহানগর প্রভাতী এবং চট্টগ্রাম থেকে আসার সময় এর নাম হয় গোধূলি। এটি বিকাল ০৩টায় চট্টগ্রাম থেকে যাত্রা শুরু করে ঢাকায় পৌছায় রাত ০৮ঃ৫৫ মিনিতে। এই ট্রেনের ভাড়ার তালিকা নিম্নরূপঃ
- শোভন চেয়ারঃ ৪০৫ টাকা
- স্নিগ্ধাঃ ৭৭৭ টাকা
- ফার্স্ট ক্লাস সিটঃ ৬২১ টাকা
- এসি স্লিপারঃ ৯৩২ টাকা
কক্সবাজার এক্সপ্রেস
এই ট্রেনটি চট্টগ্রাম থেকে বিকাল ৪টায় ছেড়ে যায় এবং ঢাকায় পৌছায় রাত ০৯ঃ১০ মিনিটে। এই ট্রেনটি মঙ্গলবার বন্ধ থাকে। এই ট্রেনের ভাড়ার তালিকা নিম্নরূপঃ
- শোভন চেয়ারঃ ৪৫০ টাকা
- স্নিগ্ধাঃ ৮৫৫ টাকা
- এসি স্লিপারঃ ১০২৫ টাকা
সোনার বাংলা এক্সপ্রেস
চট্টগ্রাম থেকে ঢাকা ট্রেনের সময়সূচী কথা বলতে গেলে এই ট্রেন এর কথা বিশেষ করে বলতে হয় কারন এই ট্রেনটি বিকাল ৪টা ৪৫ মিনিটে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় এবং ঢাকায় পৌছায় রাত ৯টা ৪০ মিনিটে। তার মানে এখানে আপনি একটা পারফেক্ট টাইমিং পাবেন।উল্লেখ্য যে, এই ট্রেন প্রতি সোমবার বন্ধ থাকে। এই ট্রেনের ভাড়ার তালিকা নিম্নরূপঃ
- শোভন চেয়ারঃ ৪৫০ টাকা
- স্নিগ্ধাঃ ৮৫৫ টাকা
- ফার্স্ট ক্লাস সিটঃ ৬৮৫ টাকা
- এসি স্লিপারঃ ১০২৫ টাকা
পর্যটক এক্সপ্রেস
পর্যটক এক্সপ্রেস ট্রেনটি সম্পূর্ণ নতুন একটি ট্রেন। রবিবার ছাড়া সপ্তাহের ৬ দিন নিয়মিত চট্টগ্রাম থেকে ঢাকা ট্রেনের সময়সূচী অনুসারে চলাচল করে। এই ট্রেন কক্সবাজার থেকে ছেড়ে আসে এবং চট্টগ্রাম থেকে ছেড়ে যায় রাত ১১টা ১৫ মিনিটে এবং নন স্টপ ঢাকা পৌছায় পরের দিন সকাল ৪টা ৩০ মিনিটে। এই ট্রেনের টিকেট মূল্য নিম্নরূপঃ
- শোভন চেয়ারঃ ৪৫০ টাকা
- স্নিগ্ধাঃ ৮৫৫ টাকা
- এসিঃ ১৫৪০ টাকা
তূর্ণা এক্সপ্রেস
আন্তঃনগর তূর্ণা এক্সপ্রেস ট্রেন চট্টগ্রাম ছেড়ে যায় রাত ১১টা ৩০ মিনিটে এবং ঢাকা পৌছায় পরের দিন সকাল ৫ টা ১৫ মিনিটে। এই ট্রেনের কোন অফ ডে নেই তার মানে সপ্তাহের সকল দিন এই ট্রেন চলাচল করে। তূর্ণা এক্সপ্রেস ট্রেনের টিকেট মূল্যঃ
- শোভন চেয়ারঃ ৪০৫ টাকা
- স্নিগ্ধাঃ ৭৭৭ টাকা
- ফার্স্ট ক্লাস সিটঃ ৯৩২ টাকা
- এসি স্লিপারঃ ১৩৯৮ টাকা
সচরাচর জিজ্ঞাসিত প্রশ্ন (FAQ)
চট্টগ্রাম থেকে ঢাকা ট্রেনে যেতে কত সময় লাগে?
সাধারণত, ট্রেনে চট্টগ্রাম থেকে ঢাকায় পৌঁছাতে ৫ থেকে ৭ ঘণ্টা সময় লাগে, ট্রেনের ধরণ ও যাত্রা বিরতি স্টেশন সংখ্যার উপর নির্ভর করে।
অনলাইনে চট্টগ্রাম থেকে ঢাকা ট্রেনের টিকিট কিভাবে কাটতে পারবো?
আপনি বাংলাদেশ রেলওয়ে ই-টিকিটিং ওয়েবসাইট বা মোবাইল অ্যাপ ব্যবহার করে অনলাইনে টিকিট বুক করতে পারেন।
ট্রেনে কোন শ্রেণির আসন পাওয়া যায়?
ফার্স্ট ক্লাস কেবিন, শোভন চেয়ার, স্নিগ্ধা, এসি চেয়ার, এবং স্লিপার সহ বিভিন্ন ক্যাটাগরির আসন পাওয়া যায়।
চট্টগ্রাম থেকে ঢাকা ট্রেনের টিকিটের মূল্য কত?
টিকিটের মূল্য ৪০৫-১৪০০ টাকা পর্যন্ত হতে পারে, আসন ও ট্রেন অনুযায়ী টিকেট মূল্য পরিবর্তন হবে।