বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনের সময়সূচী ও ভাড়ার তালিকা ২০২৫
যারা জীবিকার টানে বা প্রিয়জনের কাছে যেতে উত্তরের পথ পাড়ি দেন, তাদের কাছে শুধুমাত্র একটি ট্রেন নয়, এক নির্ভরতার নাম হয়ে উঠেছে বাংলাবান্ধা এক্সপ্রেস। রাজশাহীর ব্যস্ত শহর থেকে পঞ্চগড়ের শান্ত জনপদ।এই দীর্ঘপথে প্রতিদিন যাত্রীদের আশ্রয় আর আশা হয়ে ছুটে চলে এই আন্তঃনগর ট্রেনটি।
আজকের লেখায় আমরা জানবো এই ট্রেনটির সঠিক সময়সূচী, স্টপেজ তালিকা, সাপ্তাহিক বন্ধের দিন, ভাড়ার তালিকা এবং কিছু গুরুত্বপূর্ণ তথ্য।

বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনের সময়সূচী ২০২৫
নতুন সময়সূচী অনুসারে আন্তঃনগর বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেন রাজশাহী ষ্টেশন থেকে রাত ০৯ টায় ছেড়ে যায় এবং ১৯ টি স্টেশনে যাত্রা বিরতি শেষে পঞ্চগড় স্টেশনে পৌছায় ভোর ০৪টা ৪০ মিনিটে।
- অপরদিকে, ট্রেনটি পঞ্চগড় স্টেশন থেকে সকাল ০৯টায় ছাড়ে এবং পুনরায় রাজশাহী স্টেশনে পৌছায় বিকাল ০৫টা ১৫ মিনিটে।
রাজশাহী টু পঞ্চগড় বাংলাবান্ধা ট্রেনের সময়সূচী
ষ্টেশনের নাম | সময়সূচী |
---|---|
পঞ্চগড় | 09:00 am |
কিসমত | 09:18 am |
রুহিয়া | 09:29 am |
ঠাকুরগাঁও রোড | 09:47 am |
শিবগঞ্জ | 09:57 am |
পিরগঞ্জ | 10:15 am |
সিতাবগঞ্জ | 10:34 am |
দিনাজপুর | 11:07 am |
ছিরিরবন্দর | 11:34 am |
পার্বতীপুর | 12:00 pm |
ফুলবাড়ি | 12:38 pm |
বিরামপুর | 12:52 pm |
পাঁচবিবি | 01:30 pm |
জয়পুরহাট | 01:43 pm |
আক্কেলপুর | 02:12 pm |
সান্তাহার | 02:40 pm |
আসানগঞ্জ | 03:07 pm |
মাধনগর | 03:18 pm |
নাটোর | 03:35 pm |
আব্দুলপুর | 03:55 pm |
রাজশাহী জংশন | 05:15 pm |
এই ট্রেনটি নিয়মিত রাজশাহি টু পঞ্চগড় চলাচল করে আসছে। তবে সপ্তাহের প্রতি শনিবার ট্রেন চলাচল বন্ধ থাকে। যাত্রা পথে প্রায় ২০ টি ষ্টেশনে যাত্রা বিরতি করে থাকে।
জেনে নিনঃ রাজশাহী লোকাল ট্রেনের সময়সূচী
রাজশাহী টু পঞ্চগড় বাংলাবান্ধা ট্রেনের সময়সূচী
আন্তনগর এই ট্রেনটি সপ্তাহের প্রতিদিন রাজশাহী জংশন ষ্টেশন থেকে রাত ০৯টায় যাত্রা শুরু করে। পরবর্তীতে নির্দিষ্ট ষ্টেশনগুলোতে যাত্রা বিরতি শেষে পঞ্চগড় পৌছায় ভোর ০৪ টা ৪০ মিনিটে। এখানে বিস্তারিত সময়সূচী প্রকাশ করা হলঃ
স্টেশনের নাম | নতুন সময়সূচী |
---|---|
রাজশাহী জংশন | রাত ৯টা |
আব্দুলপুর | রাত ৯টা ৪০ মিনিট |
নাটোর | রাত ১০টা ১৭ মিনিট |
মাধনগর | রাত ১০টা ৪৬ মিনিট |
আসানগঞ্জ | রাত ১০টা ৫৭ মিনিট |
সান্তাহার | রাত ১১টা ২১ মিনিট |
আক্কেলপুর | রাত ১২টা ৪৫ মিনিট |
জয়পুরহাট | রাত ১২টা ০২ মিনিট |
পাঁচবিবি | রাত ১২টা ১৫ মিনিট |
বিরামপুর | রাত ১২টা ৩৭ মিনিট |
ফুলবাড়ি | রাত ০১টা |
পার্বতীপুর | রাত ১টা ৩০ মিনিট |
ছিরিরবন্দর | রাত০২টা ০৫ মিনিট |
দিনাজপুর | রাত ০২টা ২৫ মিনিট |
সেতাবগঞ্জ | ভোর ০৩টা |
পিরগঞ্জ | ভোর ০৩টা ১৭ মিনিট |
শিবগঞ্জ | ভোর ০৩টা ৩৪ মিনিট |
ঠাকুরগাঁও রোড | ভোর ০৩টা ৪৩ মিনিট |
রুহিয়া | ভোর ৪টা ০২ মিনিট |
কিসমত | ভোর ৪টা ১৫ মিনিট |
পঞ্চগড় | ভোর ০৪টা ৪০ মিনিট |
বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেন বন্ধের দিন
- রাজশাহী থেকে পঞ্চগড় যাওয়ার সময় এই ট্রেনটি প্রতি শুক্রবার বন্ধ থাকে, এছাড়া সপ্তাহের বাকি দিনগুলোতে নিরবচ্ছিন্নভাবে চলাচল করে।
- পঞ্চগড় টু রাজশাহী জংশন বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনের বন্ধের দিন শনিবার।
বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনের ভাড়ার তালিকা
২০২৫ সালের নতুন সময়সূচী অনুসারে আন্তনগর এই ট্রেনের রাজশাহী টু পঞ্চগড় ভারা ৩৯৫ টাকা নিরধারন করা হয়েছে। তবে প্রতি সিটের জন্য ২০ টাকা অনলাইন চার্জ যুক্ত হবে অনালাইনে টিকেট কাটার সময়। নিচে প্রত্যেকটি স্টেশনের বিস্তারিত ভাড়ার তালিকা প্রকাশ করা হয়েছে।
- রাজশাহী টু পঞ্চগড়ঃ ৩৯৫ টাকা
- রাজশাহী টু কিসমাতঃ ৩৯৫ টাকা
- রাজশাহী টু রুহিয়াঃ ৩৭০ টাকা
- রাজশাহী টু ঠাকুরগাঁওঃ ৩৫০ টাকা
- রাজশাহী টু শিবগঞ্জঃ ৩৪০ টাকা
- রাজশাহী টু পিরগঞ্জঃ ৩২০ টাকা
- রাজশাহী টু সেতাবগঞ্জঃ ৩০৫ টাকা
- রাজশাহী টু দিনাজপুরঃ ২৭৫ টাকা
- রাজশাহী টু ছিরিরবন্ধরঃ ২৫৫ টাকা
- রাজশাহী টু পার্বতীপুরঃ ২৩৫ টাকা
- রাজশাহী টু ফুলবাড়িঃ ২১৫ টাকা
- রাজশাহী টু বিরামপুরঃ ২০৫ টাকা
- রাজশাহী টু পাঁচবিবিঃ ১৭৫ টাকা
- রাজশাহী টু জয়পুরহাটঃ ১৬৫ টাকা
- রাজশাহী টু আক্কেলপুরঃ ১৪৫ টাকা
- রাজশাহী টু সান্তাহারঃ ১২৫ টাকা
- রাজশাহী টু মাধনগরঃ ৯০ টাকা
- রাজশাহী টু নাটোরঃ ৭৫ টাকা
- রাজশাহী টু আব্দুলপুরঃ ৫০ টাকা
এখানে রাজশাহী ষ্টেশন থেকে সকল স্টেশনের টিকেট মূল্য প্রকাশ করা হয়েছে। তবে অনেকেই জানতে চান পঞ্চগড় থেকে রাজশাহী ট্রেনের ভাড়ার তালিকা সম্পর্কে। আপডেট এই ভাড়ার তালিকা শুধুমাত্র “বাংলার ট্রেন” ওয়েবসাইটের মাদ্ধমেই পাবেন।

তবে জেনে নিতে পারেন, একতা এক্সপ্রেস ট্রেনের বিস্তারিত সময়সূচী ও ভাড়ার তালিকা সম্পর্কে। কেননা এটা পঞ্চগড়বাসিদের জন্য অন্নতম ভরসার একটি ট্রেন। এবার চলুন পঞ্চগড় থেকে রাজশাহী অভিমুখি বিভিন্ন স্টেশনের বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনের টিকেট মূল্য সম্পর্কে জেনে নিই।
- পঞ্চগড় টু রাজশাহী- ৩৯৫ টাকা
- পঞ্চগড় টু আব্দুলপুর – ৩৪৫ টাকা
- পঞ্চগড় টু নাটোর – ৩২৫ টাকা
- পঞ্চগড় টু মাধনগর – ৩০৫ টাকা
- পঞ্চগড় টু সান্তাহার – ২৭০ টাকা
- পঞ্চগড় টু আক্কেলপুর – ২৫০ টাকা
- পঞ্চগড় টু জয়পুরহাট – ২৩০ টাকা
- পঞ্চগড় টু পাঁচবিবি – ২২০ টাকা
- পঞ্চগড় টু বিরামপুর – ১৯৫ টাকা
- পঞ্চগড় টু ফুলবাড়ি – ১৮০ টাকা
- পঞ্চগড় টু পার্বতীপুর – ১৫৫ টাকা
- পঞ্চগড় টু ছিরিরবন্দর – ১৪০ টাকা
- পঞ্চগড় টু দিনাজপুর – ১২৫ টাকা
- পঞ্চগড় টু সেতাবগঞ্জ – ৯০ টাকা
- পঞ্চগড় টু পিরগঞ্জ – ৭৫ টাকা
- পঞ্চগড় টু শিবগঞ্জ – ৫৫ টাকা
- পঞ্চগড় টু ঠাকুরগাঁও – ৫০ টাকা
- পঞ্চগড় টু রুহিয়া এবং কিসমাত ৫০ টাকা মাত্র।
কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর
বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেন এখন কোথায় ?
এই ট্রেনের লাইভ লোকেশন জানতে হলে বাংলার ট্রেন ফেসবুক পেজে ফলো দিয়ে মেসেজ করতে হবে। অথবা 01923638771 নম্বরে whatsApp এর মাধ্যমে লাইভ লোকেশন জানা যাবে।
বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনের বন্ধের দিন কবে?
এই ট্রেনটি সাধারণত শুক্রবার ও শনিবার বন্ধ থাকে। এক্ষেত্রে পঞ্চগড় থেকে শনিবার এবং রাজশাহী থেকে শুক্রবার বন্ধ থাকে।
বাংলাবান্ধা এক্সপ্রেস টু রাজশাহী সময়সূচী
আন্তনগর এই এক্সপ্রেস ট্রেনটি পঞ্চগড় টু রাজশাহী নতুন সময়সূচী অনুসারে সকাল ৯টায় ছেড়ে আসে এবং পর্যায়ক্রমে রাজশাহী ষ্টেশনে পৌছায় বিকাল ০৫টা ১৫ মিনিটে।
বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনের কোড নম্বর কত ?
এই ট্রেনটি কোড নম্বর ৮০৩ এবং ৮০৪। রাজশাহী টু পঞ্চগড় আপ ৮০৩ এবং পঞ্চগড় টু রাজশাহী ডাউন ৮০৪।