নোয়াখালী কমিউটার ট্রেনের সময়সূচী | Noakhali Commuter Train

নোয়াখালী কমিউটার বাংলাদেশ রেলওয়ের একটি অবহেলিত ট্রেন বলা চলে। অনেকেই এই ট্রেনের নতুন সময়সূচী, কোথায় কোথায় থামে, কত টাকা ভাড়া এসব সম্পর্কে জানেন না।

নোয়াখালী কমিউটার ট্রেনের সময়সূচী
নোয়াখালী কমিউটার ট্রেনের সময়সূচী

অনলাইনে কিছু তথ্য পাওয়া গেলেও পরিপূর্ণ তথ্য পাওয়া যায় না। তাই এখানে বিস্তারিত তথ্য দেওয়া আছে যা অন্য কোন ওয়েবসাইট দিতে পারবে না।

নোয়াখালী কমিউটার ট্রেনের সময়সূচী

নতুন সময়সুচি অনুসারে ৮৭ নং নোয়াখালী কমিউটার ট্রেন নোয়াখালী স্টেশন থেকে বিকাল ০৫টা ১৫ মিনিটে যাত্রা শুরু করে। তারপর নির্দিষ্ট স্টপেজ সমূহে যাত্রা বিরতি শেষে লাকসাম পৌছায় সন্ধ্যা ০৭টা ১০মিনিটে।

স্টেশনের নামবিস্তারিত সময়সূচী
নোয়াখালী জংশনবিকাল ০৫.১৫
হরিনারায়ণপুরবিকাল ০৫.২২
মাইজদি কোর্টবিকাল ০৫.২৮
মাইজদিবিকাল ০৫.৩৫
চৌমহনিবিকাল ০৫.৪৭
বজরাসন্ধ্যা ০৬.০০
সুনাইমুড়িসন্ধ্যা ০৬.০৮
বিপুলাসারসন্ধ্যা ০৬.১৭
নাথের পেটুয়াসন্ধ্যা ০৬.৩৫
খিলাসন্ধ্যা ০৬.৪৭
দৌলতগঞ্জসন্ধ্যা ০৭.০০
লাকসামসন্ধ্যা ০৭.১০

জেনে নিনঃ লাকসাম উদয়ন এক্সপ্রেস ট্রেনের সময়সূচী

লাকসাম টু নোয়াখালী কমিউটার ট্রেনের সময়সূচী

লাকসাম স্টেশন থেকে ৮৮ নং নোয়াখালী কমিউটার ট্রেন লাকসাম থেকে বিকাল ০৩টা ২০মিনিটে যাত্রা শুরু করে নির্দিষ্ট ষ্টেশনে যাত্রা বিরতি শেষে নোয়াখালী পৌছায় বিকাল ০৫টা ১০ মিনিটে।

এই ট্রেনের বিস্তারিত সময়সূচী নিম্নরূপঃ

ষ্টেশনের নামসময়সূচী ২০২৫
লাকসামবিকাল ০৩. ২০
দৌলতগঞ্জবিকাল ০৩.২৭
খিলাবিকাল ০৩.৪০
নাথের পেটুয়াবিকাল ০৩.৫৫
বিপুলাসারবিকাল ০৪.০০
সুনাইমুড়িবিকাল ০৪.১০
বজরাবিকাল ০৪.২০
চৌমহনিবিকাল ০৪.৩০
মাইজদিবিকাল ০৪.৪০
মাইজদি কোর্টবিকাল ০৪.৫০
হরিনারায়ণপুরবিকাল ০৫.০০
নোয়াখালীবিকাল ০৫.১০

নোয়াখালী কমিউটার ট্রেন বন্ধের দিন

নতুন সময়সূচী অনুসারে এই ট্রেনটি প্রতি শুক্রবার সাপ্তাহিক বন্ধ থাকে। শুক্রবার ছাড়া প্রতিদিনই এই ট্রেন কুমিল্লার লাকসাম থেকে নোয়াখালী পর্যন্ত নিয়মিত চলাচল করে আসছে।

এই ট্রেনটির যাত্রাকাল ০২ ঘন্টা থেকে ০২.৩০ ঘন্টা হয়ে থাকে। বাংলাদেশের যেকোনো ট্রেনের যেকোনো দিনের টিকেট মূল্য এবং যাবতীয় সকল তথ্যের জন্য Banglar Train ওয়েবসাইট অনুসরন করুন।

এই ট্রেনের টিকেট প্রয়োজন হলে WhatsApp এ নক দেন। প্রতি সিটের জন্য ২০টাকা চার্জ দিতে হবে

নোয়াখালী কমিউটার ট্রেনের টিকেট কাটার নিয়ম

এই ট্রেনের টিকেট অনলাইনে কাটা সম্ভব নয় কেননা বাংলাদেশ রেলওয়ের লোকাল ট্রেন সমূহের টিকেট অনলাইনের অন্তর্ভুক্ত করা হয় নি।

তাই লোকাল ট্রেন সমূহের টিকেট নির্দিষ্ট স্টেশনসমূহ থেকে সংগ্রহ করা যাবে। তবে টিকেট পেতে হলে অবশ্যই ষ্টেশনে ০১ থেকে ১.৩০ ঘন্টা আগে গিয়ে লাইনে দাড়াতে হবে। এই ট্রেনটি বর্তমানে বন্ধ থাকলেও থাকতে পারে।

অনেকেই জানেন যে করোনা মহামারীর পর থেকে বাংলাদেশে বেশ কিছু ট্রেন স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। তাই ট্রেনের অফিসিয়াল তথ্য পেতে অবশ্যই সরকারি রেলওয়ে ওয়েবসাইট অনুসরন করুন।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *