ঈদে অনলাইনে ট্রেনের অগ্রিম টিকিট কাটার নিয়ম ও সময়সূচী

আসন্ন ঈদুল আযহা উপলক্ষে আমরা অনেকেই অনলাইনে ট্রেনের অগ্রিম টিকিট কাটতে আগ্রহী। বাংলাদেশ রেলওয়ে কর্তৃক জানা গেছে যে আজ বুধবার ২১শে মে থেকে পশ্চিমাঞ্চল এবং পূর্বাঞ্চলের অগ্রিম টিকিট চালু হয়েছে। অগ্রিম টিকেট কাটার বিস্তারিত সময়সূচী এবং নিয়মাবলী নিয়ে আজকের এই আলোচনা।

অর্থাৎ ঈদের আগে আন্তনগর ট্রেনের ৩১ মের টিকিট বিক্রি হবে ২১ মে। একইভাবে ১ জুনের বিক্রি হবে ২২ মে। ২ জুনের টিকিট বিক্রি হবে ২৩ মে। ৩ জুনের বিক্রি হবে ২৪ মে। ৪ জুনের বিক্রি হবে ২৫ মে। ৫ জুনের বিক্রি হবে ২৬ মে। আর ৬ জুনের টিকিট বিক্রি হবে ২৭ মে। অর্থাৎ ঈদের ১০ দিনের অগ্রিম টিকিট সংগ্রহ করতে পারবেন।

ইদে অনলাইনে ট্রেনের অগ্রিম টিকেট কাটার নিয়ম
ইদে অনলাইনে ট্রেনের অগ্রিম টিকেট কাটার নিয়ম

অনলাইনে ট্রেনের অগ্রিম টিকিট কাটার নিয়ম

ট্রেনের অগ্রিম টিকিট সংগ্রহ করতে প্রথমে eticket.railway.gov.bd এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে কিংবা গুগল প্লে স্টোর থেকে Rail Seba অ্যাপটি ডাউনলোড করে নিতে হবে। তারপর যাত্রা স্টেশন এর নাম এবং গন্তব্য স্টেশনের নাম সহ ভ্রমণের তারিখ উল্লেখ করতে হবে। তারপর সিটের ধরন লিখে সার্চ দিলেই ওই নির্দিষ্ট তারিখের অগ্রিম টিকিট দেখা যাবে।

ইদে ট্রেনের অগ্রিম টিকেট কাটার নিয়ম

তারপর নির্দিষ্ট কোচের সিট বুকিং করে যেকোনো অনলাইন মাধ্যম বিকাশ, নগদ, রকেট এর মাধ্যমে পেমেন্ট সম্পন্ন করতে হবে। পেমেন্ট সম্পন্ন হয়ে গেলে উক্ত টিকেট প্রিন্ট কিংবা ডাউনলোড করে নেওয়া যাবে, যেটি পরবর্তীতে টিকিট চেকিং এর সময় কাজে লাগবে।

ঈদের অগ্রিম টিকিট কাটার সময়সূচী ২০২৫

প্রতিবছর ট্রেনের অগ্রিম টিকিট কাটার নির্দিষ্ট সময়সূচি প্রকাশ করা হয়ে থাকে বাংলাদেশ রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইট এর মাধ্যমে। সেই ধারাবাহিকতায় এবারও ঈদুল ফিতর ২০২৫ উপলক্ষে অগ্রিম টিকেট বিক্রয়ের নতুন সময়সূচি প্রকাশ করা হয়েছে।

নতুন সময়সূচি অনুসারে,

  • পশ্চিমাঞ্চল ট্রেনের টিকিট সকাল ৮ ঘটিকা থেকে অনলাইনে ছাড়া হবে। আপনার নির্দিষ্ট এলাকার টিকেট উক্ত সময় সংগ্রহ করার জন্য অনুরোধ করা হলো।
  • অপরদিকে পূর্বাঞ্চলের টিকেট দুপুর ২ ঘটিয়ে থাকা থেকে অনলাইনে পাওয়া যাবে। নির্দিষ্ট সময় আপনার প্রয়োজনীয় অঞ্চলের টিকেট অনুসন্ধান করার জন্য অনুরোধ করা হচ্ছে।

আপনি কিভাবে বুঝবেন আপনি কোন অঞ্চলে অবস্থিত ? এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন কেননা অনেকেই জানে না ট্রেনের পশ্চিমাঞ্চলে কোন কোন স্টেশন এবং পূর্বাঞ্চলে কোন কোন স্টেশন অবস্থিত।

অনলাইনে ট্রেনের টিকেট কাটার নিয়ম
অনলাইনে ট্রেনের টিকেট কাটার নিয়ম

পশ্চিমাঞ্চল ট্রেনের বিস্তারিত তথ্য

যে সকল যাত্রীগণ ঢাকা বেনাপোল,পঞ্চগড়, পার্বতীপুর, রোহনপুর, ঈশ্বরদী, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, কুড়িগ্রাম, চিলাহাটি, লালমনিরহাট, খুলনা, ঢালার চর, গোবরা, সান্তাহার, রংপুর, সিরাজগঞ্জ বাজার, বুড়িমারি ইত্যাদি স্টেশনে যাত্রা করতে ইচ্ছুক তারা পশ্চিমাঞ্চল বেছে নিবেন।

অর্থাৎ এই অঞ্চলের ট্রেনগুলোকে পশ্চিমাঞ্চল ট্রেন হিসেবে গণ্য করা হবে। একই সাথে এই অঞ্চলের ট্রেনগুলোর অনলাইনে অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে সকাল 8 ঘটিকা থেকে।

পূর্বাঞ্চলের ট্রেনের তথ্য

যে সকল ছাত্রীগণ ঢাকা-চট্টগ্রাম, দেওয়ানগঞ্জ বাজার সিলেট নোয়াখালী চাঁদপুর তারাকান্দি কিশোরগঞ্জ, মোহনগঞ্জ, জামালপুর টাউন ভুয়াপুর কক্সবাজার ইত্যাদি স্টেশনে যাত্রা করবেন তারা অনলাইনে অগ্রিম টিকেট সংগ্রহ করার জন্য পূর্বাঞ্চল বেছে নিবেন।

অর্থাৎ এই অঞ্চলের ট্রেনগুলোকে পূর্বাঞ্চল হিসেবে গণ্য করা হবে। একইভাবে এই অঞ্চলের ট্রেনের অগ্রিম টিকিট সংগ্রহ শুরু হবে দুপুর ২ ঘটিকা থেকে।

ঈদের দিন কি ট্রেন চালু থাকে

ঈদের দিন মাত্র একটি থেকে দুটি মেইল কিংবা লোকাল ট্রেন চালু থাকে। এছাড়া বিভিন্ন ময়দানে যাওয়ার জন্য কিছু লোকাল ট্রেন চালু থাকে। বাকি সকল আন্তঃনগর ট্রেন বন্ধ থাকে। ঈদের দিন কোন কোন ট্রেন চলবে তা জেনে নিন এখান থেকে।

তবে ঈদের পরদিন থেকে সকল আন্তঃনগর ট্রেন এবং লোকাল ট্রেন চলাচল শুরু হবে। ঈদ পরবর্তী কোন কোন ট্রেন চালু হবে তার জেনে নিতে পারবেন উপরের লিংক থেকে।

এ সময় তো আরো তথ্যের জন্য কিংবা যেকোনো আপডেট সবার আগে পেতে আপনি চাইলে আমাদের ফেসবুক এবং হোয়াটসঅ্যাপে যুক্ত হতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

One Comment

  1. Tomar to Kamlapur station